শিলিগুড়ি, 10 অগস্ট : পুলিশের চোখে ধুলো দিতে নিত্যনতুন পরিকল্পনা করেই চলে মাদক পাচারকারীরা । কখনও গাড়ির সিটে আবার কখনও বস্তাবন্দি অবস্থায় চলে পাচার । কিন্তু এ বার পুলিশের চোখে ধুলো দিতে পিকআপ ভ্যানে সিক্রেট চেম্বার করে মাদক পাচারের চেষ্টা করল পাচারকারীরা । তবে সে পরিকল্পনাও ভেস্তে দিয়েছে পুলিশ । গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে প্রায় 40 কেজি উন্নতমানের গাঁজা (Ganja Recovered)-সহ এক যুবককে গ্রেফতার করে পুলিশ ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার মাঝরাতে গোপনসূত্রে খবর পেয়ে শিলিগুড়ি (Siliguri) সংলগ্ন ফুলবাড়ির জটিয়াকালি এলাকায় অভিযান চালায় শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এনজেপি থানার পুলিশ । একটি পিকআপ ভ্যান আটক করে নিউ জলপাইগুড়ি থানার পুলিশকর্মীরা ।
আরও পড়ুন: চায়না লিচু, লাল জামরুল, মাল্টা...মালদায় সাত নতুন ফলের চাষ
সন্দেহভাজন গাড়িটিকে আপাতদৃষ্টিতে দেখে খালি বলে মনে হয় । কিন্তু ভালো করে তল্লাশি চালানোর পর গাড়ির নিচ থেকে একটি সিক্রেট চেম্বার উদ্ধার করে পুলিশ । চেম্বারটি থেকে প্যাকেটবন্দি অবস্থায় উদ্ধার হয় 40 কেজি গাঁজা । যার বাজারমূল্য আনুমানিক প্রায় আট থেকে দশ লক্ষ টাকা বলে জানিয়েছেন কমিশনারেটের আধিকারিকরা ।
আরও পড়ুন: বিল পাসের সময় অনুপস্থিত বিজেপি সাংসদরা, রাজ্যসভার ঘটনায় ক্ষুব্ধ মোদি
পুলিশ জানতে পেরেছে যে, ওই গাঁজা কোচবিহার জেলা থেকে শিলিগুড়ি হয়ে বিহারে পাচারের পরিকল্পনা ছিল পাচারকারীদের । এই ঘটনায় শীতল কুমার রাই নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ । ধৃত যুবক ফুলবাড়ির বাসিন্দা বলে জানা গিয়েছে । এ দিন সকালে ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয় । শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসিপি (পূর্ব) জয় টুডু বলেন, "পাচারকারীরা নাকা তল্লাশি ও পুলিশের চোখে ধুলো দিতে নানারকম ফন্দি আঁটে। এ বারও সে ভাবেই পাচারের পরিকল্পনা ছিল । কিন্তু তা সফল হয়নি । ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে ।"