ETV Bharat / state

ভারতীয় সেনা জওয়ানদের কুর্নিশ - Gangtok

সিকিমের নাথুলা এবং ছাঙ্গুতে আটকে ছিলেন হাজার দেড়েক পর্যটক । তাঁদেরকে উদ্ধার করে নিয়ে আসেন ভারতীয় সেনা জওয়ানরা ।

image
খুশি পর্যটকরা
author img

By

Published : Dec 28, 2019, 8:02 PM IST

Updated : Dec 28, 2019, 9:10 PM IST

গ্যাংটক, 28 ডিসেম্বর : বরফের চাদরে মোড়া উত্তরবঙ্গ । গতকাল থেকেই চলছে ভারী তুষারপাত । ফলে সিকিমের নাথুলা এবং ছাঙ্গুতে আটকে ছিলেন হাজার দেড়েক পর্যটক । তাদের উদ্ধার করে রাতভর নিজেদের ক্যাম্পে রেখে সুস্থ করে তোলেন ভারতীয় সেনা জওয়ানরা । আজ দুপুরে তাদের সুস্থভাবে গ্যাংটকে নামিয়ে আনেন তাঁরা । পরিবর্তে সেনা কর্মীদের কুর্নিশ জানালেন পর্যটকেরা ।

দেখুন ভিডিয়ো

নাথুলা এবং ছাঙ্গুতে আটকে পড়া পর্যটকদের উদ্ধার করার পাশাপাশি রাতে নিজেদের ক্যাম্পে রেখে তাদের খাওয়া-দাওয়ার বন্দোবস্ত করেন । প্রাথমিক চিকিৎসারও বন্দোবস্ত করা হয় । সেই কারণে আজ পর্যটকরা সুস্থভাবে ফিরে আসতে পেরেছে । ভারতীয় সেনা জওয়ানদের এই আতিথেয়তায় মুগ্ধ পর্যটকরা । যে প্রতিকূল পরিস্থিতিতে তাঁরা সেখানে আটকে ছিলেন তাতে হয়তো সুস্থভাবে ফিরে আসা সম্ভব ছিল না । ভারতীয় সেনা জওয়ানদের উদ্যোগে সকলে সুস্থভাবে ফিরে আসতে পেরেছে ।

উল্লেখ্য ,গতকাল থেকেই তুষার চাদরে ঢেকেছে উত্তর ও পূর্ব সিকিমের একাধিক জায়গা । সন্ধ্যায় উত্তর সিকিমের লাচুং, লাচেন ও পূর্ব সিকিমের ছাঙ্গু, বাবামন্দির, নাথুলা সহ একাধিক জায়গায় তুষারপাত হয়েছে । এর জেরে বন্ধ ছিল রাস্তাঘাট । সমস্যায় পড়েছিল পর্যটকরা ।

গ্যাংটক, 28 ডিসেম্বর : বরফের চাদরে মোড়া উত্তরবঙ্গ । গতকাল থেকেই চলছে ভারী তুষারপাত । ফলে সিকিমের নাথুলা এবং ছাঙ্গুতে আটকে ছিলেন হাজার দেড়েক পর্যটক । তাদের উদ্ধার করে রাতভর নিজেদের ক্যাম্পে রেখে সুস্থ করে তোলেন ভারতীয় সেনা জওয়ানরা । আজ দুপুরে তাদের সুস্থভাবে গ্যাংটকে নামিয়ে আনেন তাঁরা । পরিবর্তে সেনা কর্মীদের কুর্নিশ জানালেন পর্যটকেরা ।

দেখুন ভিডিয়ো

নাথুলা এবং ছাঙ্গুতে আটকে পড়া পর্যটকদের উদ্ধার করার পাশাপাশি রাতে নিজেদের ক্যাম্পে রেখে তাদের খাওয়া-দাওয়ার বন্দোবস্ত করেন । প্রাথমিক চিকিৎসারও বন্দোবস্ত করা হয় । সেই কারণে আজ পর্যটকরা সুস্থভাবে ফিরে আসতে পেরেছে । ভারতীয় সেনা জওয়ানদের এই আতিথেয়তায় মুগ্ধ পর্যটকরা । যে প্রতিকূল পরিস্থিতিতে তাঁরা সেখানে আটকে ছিলেন তাতে হয়তো সুস্থভাবে ফিরে আসা সম্ভব ছিল না । ভারতীয় সেনা জওয়ানদের উদ্যোগে সকলে সুস্থভাবে ফিরে আসতে পেরেছে ।

উল্লেখ্য ,গতকাল থেকেই তুষার চাদরে ঢেকেছে উত্তর ও পূর্ব সিকিমের একাধিক জায়গা । সন্ধ্যায় উত্তর সিকিমের লাচুং, লাচেন ও পূর্ব সিকিমের ছাঙ্গু, বাবামন্দির, নাথুলা সহ একাধিক জায়গায় তুষারপাত হয়েছে । এর জেরে বন্ধ ছিল রাস্তাঘাট । সমস্যায় পড়েছিল পর্যটকরা ।

Intro:গতকাল তুষারপাতের পর সিকিমের নাথুলা এবং ছাগুতে আটকে বলেছিলেন হাজার দেড়েক পর্যটক। তাদের উদ্ধার করে রাতভর নিজেদের ক্যাম্পে রেখে আজ দুপুরে সুস্থভাবে গ্যাংটক এ নামিয়ে আনলেন ভারতীয় সেনা জওয়ানরা। গ্যাংটক ছাড়ার আগে সেনা কর্মীদের পাল্টা কুর্নিশ জানালো পর্যটকেরা।


Body:নাথুলা এবং সাঙ্গুতে আটকে পড়া পর্যটকদের উদ্ধার করল ভারতীয় সেনা তার পাশাপাশি রাতে নিজেদের ক্যাম্পে রেখে তাদের খাওয়া-দাওয়ার বন্দোবস্ত করা এবং প্রাথমিক চিকিৎসা দেওয়ার কাজও করেছেন সেনা জওয়ান না তাই আজ সুস্থভাবে গ্যাংটকের ফিরে আসার পর সেনা কর্মীদের প্রতি পাল্টা নিজেদের ভালোবাসা উজাড় করে দিলেন পর্যটকেরা তারা জানালেন ভারতীয় সেনা জওয়ানদের আতিথেয়তায় মুগ্ধ যে প্রতিকূল পরিস্থিতিতে তারা সেখানে আটকে ছিলেন একমাত্র সেনা জওয়ান রায় সেই সময় তাদের কাছে ত্রাতা হয়ে পৌঁছান উদ্ধার করে নিয়ে আসা হয় ক্যাম্পে আজ সকলে সুস্থ ভাবে গ্যাংটকে ফিরে আসেন।


Conclusion:
Last Updated : Dec 28, 2019, 9:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.