ETV Bharat / state

ACP-র ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট বানিয়ে টাকা চাইল প্রতারকরা - শিলিগুড়ি

ভুয়ো অ্যাকাউন্ট থেকে জানানো হয় ওই ACP কোরোনা আক্রান্ত । তাঁর চিকিৎসায় অর্থ চাই ।

Account
Account
author img

By

Published : Sep 14, 2020, 1:44 PM IST

শিলিগুড়ি, 14 সেপ্টেম্বর : ACP পদমর্যাদার এক আধিকারিকের ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট বানিয়ে অর্থ চাইল প্রতারকেরা । ভুয়ো অ্যাকাউন্ট থেকে জানানো হয় ওই ACP কোরোনা আক্রান্ত । তাঁর চিকিৎসায় অর্থ চাই ।

ACP স্বপন সরকার বলেছেন, “আমি কোরোনা আক্রান্ত হয়েছিলাম । এখন সম্পূর্ণ সুস্থ । তাছাড়া আমার একটিই অ্যাকাউন্ট । আজ সন্ধের পর থেকেই অনেকে আমায় ফোন করে জানান, আমি নাকি পোস্ট করে চিকিৎসার জন্য অর্থ চেয়েছি ।" তিনি আরও বলেন, “ওই ভুয়ো অ্যাকাউন্টকে বিশ্বাসযোগ্য করতে আমার আসল অ্যাকাউন্ট থেকে বেশ কিছু ছবি নেওয়া হয়েছিল । আমি সাইবার ক্রাইম বিভাগকে সব জানিয়েছি । পাশাপাশি আমার আসল অ্যাকাউন্ট থেকে সকলকে জানিয়েছি আমি কোরোনা মুক্ত । চিকিৎসায় অর্থ দরকার নেই । ওসব ভুয়ো অ্যাকাউন্ট থেকে প্রতারকদের কারসাজি ।"

এর আগে রায়গঞ্জের পুলিশ সুপার সুমিত কুমার সহ শিলিগুড়িতে আরও এক ACP-র নামেও এভাবে ভুয়ো অ্যাকাউন্ট থেকে একই ধরনের পোস্ট করা হয়েছিল । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

শিলিগুড়ি, 14 সেপ্টেম্বর : ACP পদমর্যাদার এক আধিকারিকের ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট বানিয়ে অর্থ চাইল প্রতারকেরা । ভুয়ো অ্যাকাউন্ট থেকে জানানো হয় ওই ACP কোরোনা আক্রান্ত । তাঁর চিকিৎসায় অর্থ চাই ।

ACP স্বপন সরকার বলেছেন, “আমি কোরোনা আক্রান্ত হয়েছিলাম । এখন সম্পূর্ণ সুস্থ । তাছাড়া আমার একটিই অ্যাকাউন্ট । আজ সন্ধের পর থেকেই অনেকে আমায় ফোন করে জানান, আমি নাকি পোস্ট করে চিকিৎসার জন্য অর্থ চেয়েছি ।" তিনি আরও বলেন, “ওই ভুয়ো অ্যাকাউন্টকে বিশ্বাসযোগ্য করতে আমার আসল অ্যাকাউন্ট থেকে বেশ কিছু ছবি নেওয়া হয়েছিল । আমি সাইবার ক্রাইম বিভাগকে সব জানিয়েছি । পাশাপাশি আমার আসল অ্যাকাউন্ট থেকে সকলকে জানিয়েছি আমি কোরোনা মুক্ত । চিকিৎসায় অর্থ দরকার নেই । ওসব ভুয়ো অ্যাকাউন্ট থেকে প্রতারকদের কারসাজি ।"

এর আগে রায়গঞ্জের পুলিশ সুপার সুমিত কুমার সহ শিলিগুড়িতে আরও এক ACP-র নামেও এভাবে ভুয়ো অ্যাকাউন্ট থেকে একই ধরনের পোস্ট করা হয়েছিল । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.