শিলিগুড়ি, 12 জুলাই : এবার কোরোনায় আক্রান্ত শিলিগুড়ির পৌর প্রশাসক বোর্ডের সদস্য ও প্রাক্তন ডেপুটি মেয়র রামভজন মাহাত । সম্প্রতি তাঁর পরিবারের এক সদস্যের শরীরে কোরোনা ভাইরাসের সন্ধান পাওয়া যায় । এরপর জ্বর ও অন্য উপসর্গ নিয়ে অসুস্থ অবস্থায় একটি নার্সিংহোমে ভরতি হন রামভজন মাহাত।
এনিয়ে দার্জিলিং জেলা বামফ্রন্টের আহ্বায়ক জীবেশ সরকার জানান, পৌরনিগমের 3 নম্বর ওয়ার্ড কো-অর্ডিনেটর রামভজন মাহাত কোরোনায় আক্রান্ত । পৌর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অশোক ভট্টাচার্যের পর আক্রান্ত হয়েছেন তিনিও । আমরা আশা করছি, তিনি দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবেন । আপাতত শিলিগুড়ির এক বেসরকারি নার্সিংহোমে তিনি চিকিৎসাধীন রয়েছেন ।
প্রসঙ্গত, এর আগে কোরোনায় আক্রান্ত হন অশোক ভট্টাচার্য । তাঁকে 16 জুন শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় ৷ 6 জুলাই তিনি হাসপাতাল থেকে ছুটি পান ।