দার্জিলিং, 26 সেপ্টেম্বর : বন দপ্তরের অনুমতির জন্য পাহাড়ে যাতে কোনও উন্নয়নমূলক কাজ আটকে না থাকে, তার নির্দেশ দিলেন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় । এনিয়ে গতকাল দার্জিলিং পাহাড়ে GTA চেয়ারম্যান অনিত থাপার সঙ্গে বৈঠক করেন তিনি ।
বন দপ্তরের অনুমতির অভাবে গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা GTA এলাকায় বেশ কিছু উন্নয়নমূলক কাজ আটকে রয়েছে ৷ কিন্তু এবার থেকে পাহাড়ে উন্নয়নের কাজে যাতে আর কোনওরকম সমস্যা না হয় , সেই বিষয়ে GTA-র সদর দপ্তর লালকুঠিতে বৈঠক করেন বনমন্ত্রী ৷ এই বৈঠকে GTA চেয়ারম্যান অনিত থাপা ছাড়াও রাজ্যের বন দপ্তরের মুখ্য সচিব-সহ GTA-এর প্রধান সচিব এবং অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত ছিলেন । বৈঠকে বেশ কিছু প্রকল্পের কাজ নিয়ে আলোচনা করা হয় ।
বৈঠক শেষের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন , ’’কয়েকটি জায়গায় মূলত বন এলাকায় কোথাও রাস্তা আবার কোথাও ব্রিজের প্রয়োজন রয়েছে । এইসব নিয়ে GTA-কে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । রিপোর্ট পাওয়ার পরেই ওই এলাকায় কাজ করা হবে ।’’
আবার , একইসঙ্গে পাহাড়ে বনবস্তি এলাকার বাসিন্দারা জমির পাট্টার দাবি তুলছেন । এই বিষয়ে প্রশ্ন করা হলে রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, ’’GTA-র পক্ষ থেকে একটি প্রস্তাব দেওয়া হয়েছে । ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’’