ETV Bharat / state

শ্রমিক থেকে দুস্থ, সকলকে খাবার তুলে দিচ্ছে কালিম্পং পৌরসভা - corona

লকডাউনের জেরে কাজকর্ম খুইয়ে পেটে টান পড়ছে অনেকের । তাই এবার তাঁদের কাছে খাবার পৌঁছে দিচ্ছে কালিম্পং পৌরসভা ।

ছবি
ছবি
author img

By

Published : Apr 11, 2020, 8:54 AM IST

কালিম্পঙ, 11 এপ্রিল : লকডাউনের জেরে কাজকর্ম খুইয়ে পেটে টান পড়ছে অনেকের । এবার তাঁদের চিহ্নিত করে খাদ্যসামগ্রী বিতরণ করছেন কালিম্পঙ পৌরসভার চেয়ারম্যান রবি প্রধান ।

গতকাল কালিম্পঙের 8 থেকে 9 মাইল এলাকার মধ্যে অবস্থিত বেশ কয়েকটি পরিবারের হাতে ওই খাদ্যসামগ্রী তুলে দেন তিনি । এই বিষয়ে চেয়রাম্য়ান জানান, প্রতিদিনই একাজ করে চলেছেন তাঁরা । কালিম্পঙে কাজের জন্য এসে আটকে পড়া শ্রমিক থেকে শুরু করে স্থানীয় দুস্থদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে খাবার । কমিউনিটি কিচেন চালু করে খাবার বিলি থেকে শুরু করে খাদ্যসামগ্রী, সবজি তুলে দেওয়া হচ্ছে । লকডাউন আরও দীর্ঘায়িত হলেও একাজ চালিয়ে যাবে কালিম্পঙ পৌরসভা ।

এরই পাশাপাশি লকডাউনে এলাকা জীবাণুমুক্ত করার জন্য রাসায়নিক স্প্রে করা হচ্ছে । আবার কেউ যাতে অভুক্ত না থাকে সেদিকেও সমান নজর দিচ্ছে পৌরসভা । এভাবেই কালিম্পংঙে চলছে কোরোনার বিরুদ্ধে যুদ্ধ । অন্যদিকে, উত্তরবঙ্গে এক মহিলার কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে । তাঁর সংস্পর্শে আসা বেশ কয়েকজন ইতিমধ্যেই কোরোনা পজ়িটিভ হয়ে চিকিৎসাধীন ।

কালিম্পঙ, 11 এপ্রিল : লকডাউনের জেরে কাজকর্ম খুইয়ে পেটে টান পড়ছে অনেকের । এবার তাঁদের চিহ্নিত করে খাদ্যসামগ্রী বিতরণ করছেন কালিম্পঙ পৌরসভার চেয়ারম্যান রবি প্রধান ।

গতকাল কালিম্পঙের 8 থেকে 9 মাইল এলাকার মধ্যে অবস্থিত বেশ কয়েকটি পরিবারের হাতে ওই খাদ্যসামগ্রী তুলে দেন তিনি । এই বিষয়ে চেয়রাম্য়ান জানান, প্রতিদিনই একাজ করে চলেছেন তাঁরা । কালিম্পঙে কাজের জন্য এসে আটকে পড়া শ্রমিক থেকে শুরু করে স্থানীয় দুস্থদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে খাবার । কমিউনিটি কিচেন চালু করে খাবার বিলি থেকে শুরু করে খাদ্যসামগ্রী, সবজি তুলে দেওয়া হচ্ছে । লকডাউন আরও দীর্ঘায়িত হলেও একাজ চালিয়ে যাবে কালিম্পঙ পৌরসভা ।

এরই পাশাপাশি লকডাউনে এলাকা জীবাণুমুক্ত করার জন্য রাসায়নিক স্প্রে করা হচ্ছে । আবার কেউ যাতে অভুক্ত না থাকে সেদিকেও সমান নজর দিচ্ছে পৌরসভা । এভাবেই কালিম্পংঙে চলছে কোরোনার বিরুদ্ধে যুদ্ধ । অন্যদিকে, উত্তরবঙ্গে এক মহিলার কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে । তাঁর সংস্পর্শে আসা বেশ কয়েকজন ইতিমধ্যেই কোরোনা পজ়িটিভ হয়ে চিকিৎসাধীন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.