ETV Bharat / state

শিলিগুড়িতে প্রশাসনিক বোর্ডে সোমবার দায়িত্বভার নেবেন তৃণমূল নেতারা - পৌরনিগমের বিরোধী দলনেতা রঞ্জন সরকার

সাত বাম কাউন্সিলর ও পাঁচ তৃণমূল কাউন্সিলরকে নিয়ে প্রশাসনিক বোর্ড গঠনের নির্দেশ দিয়েছিল রাজ্য। কিন্তু প্রশাসনিক বোর্ডে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাম নেতারা ।

ছবি
ছবি
author img

By

Published : May 16, 2020, 3:55 PM IST

শিলিগুড়ি, 16 মে : শিলিগুড়িতে পৌরবোর্ডের মেয়াদ শেষে সাত বাম কাউন্সিলর ও পাঁচ তৃণমূল কাউন্সিলরকে নিয়ে প্রশাসনিক বোর্ড গঠনের নির্দেশ দিয়েছে রাজ্য। কিন্তু প্রশাসনিক বোর্ডে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বামেরা। এই পরিস্থিতিতে আগামী সোমবার প্রশাসনিক বোর্ডে নিজেদের দায়িত্বভার বুঝে নিতে চান পাঁচ বিদায়ী কাউন্সিলর।

আজ শিলিগুড়িতে জেলা তৃণমূল সভাপতি ও পৌরনিগমের বিরোধী দলনেতা রঞ্জন সরকার বলেন, "মেয়র অশোক ভট্টাচার্যের নেতৃত্বে একত্রে প্রশাসক বোর্ড চালাতে আমাদের আপত্তি নেই । কিন্তু উনি পালিয়ে যাচ্ছেন। এখন কোরোনার বিরুদ্ধে লড়তে হবে। এখনও সময় আছে। আমরা চাই পালিয়ে না গিয়ে আসুন, প্রশাসনিক বোর্ডে নেতৃত্ব দিন। সোমবার সকালে প্রশাসনিক বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব ভার বুঝে নেব আমরা। ইতিমধ্যেই প্রশাসনিক বোর্ডে যোগ দেওয়ার নিয়োগপত্র আমাদের কাছে এসে গিয়েছে।"

মেয়র অশোক ভট্টাচার্য বলেন, "যেসব পৌরনিগমে ও পৌরসভায় তৃণমূল ক্ষমতায় ছিল সেখানে প্রশাসক বোর্ড গঠনে বিরোধীদের রাখা হল না। জায়গা পেলেন বিদায়ী ক্ষমতাসীন বোর্ডের মেয়র বা চেয়ারম্যান ও পারিষদরা। কিন্তু শিলিগুড়িতে বামেরা ক্ষমতায় ছিল বলেই ব্যতিক্রম ঘটানো হল। এটা নীতির প্রশ্ন। সরকারের দু'মুখো নীতির বিরোধীতা করছি। কিন্তু চেয়ারে না থাকলেও শহর থেকে পালিয়ে যাব না। বরং প্রতি পদে লড়াই হবে ওদের বিরুদ্ধে।"

শিলিগুড়ি, 16 মে : শিলিগুড়িতে পৌরবোর্ডের মেয়াদ শেষে সাত বাম কাউন্সিলর ও পাঁচ তৃণমূল কাউন্সিলরকে নিয়ে প্রশাসনিক বোর্ড গঠনের নির্দেশ দিয়েছে রাজ্য। কিন্তু প্রশাসনিক বোর্ডে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বামেরা। এই পরিস্থিতিতে আগামী সোমবার প্রশাসনিক বোর্ডে নিজেদের দায়িত্বভার বুঝে নিতে চান পাঁচ বিদায়ী কাউন্সিলর।

আজ শিলিগুড়িতে জেলা তৃণমূল সভাপতি ও পৌরনিগমের বিরোধী দলনেতা রঞ্জন সরকার বলেন, "মেয়র অশোক ভট্টাচার্যের নেতৃত্বে একত্রে প্রশাসক বোর্ড চালাতে আমাদের আপত্তি নেই । কিন্তু উনি পালিয়ে যাচ্ছেন। এখন কোরোনার বিরুদ্ধে লড়তে হবে। এখনও সময় আছে। আমরা চাই পালিয়ে না গিয়ে আসুন, প্রশাসনিক বোর্ডে নেতৃত্ব দিন। সোমবার সকালে প্রশাসনিক বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব ভার বুঝে নেব আমরা। ইতিমধ্যেই প্রশাসনিক বোর্ডে যোগ দেওয়ার নিয়োগপত্র আমাদের কাছে এসে গিয়েছে।"

মেয়র অশোক ভট্টাচার্য বলেন, "যেসব পৌরনিগমে ও পৌরসভায় তৃণমূল ক্ষমতায় ছিল সেখানে প্রশাসক বোর্ড গঠনে বিরোধীদের রাখা হল না। জায়গা পেলেন বিদায়ী ক্ষমতাসীন বোর্ডের মেয়র বা চেয়ারম্যান ও পারিষদরা। কিন্তু শিলিগুড়িতে বামেরা ক্ষমতায় ছিল বলেই ব্যতিক্রম ঘটানো হল। এটা নীতির প্রশ্ন। সরকারের দু'মুখো নীতির বিরোধীতা করছি। কিন্তু চেয়ারে না থাকলেও শহর থেকে পালিয়ে যাব না। বরং প্রতি পদে লড়াই হবে ওদের বিরুদ্ধে।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.