ETV Bharat / state

মধ্যরাতে আগুন শিলিগুড়ির জংশন এলাকায়, পুড়ল ১৪টি দোকান - fire

শিলিগুড়ির তেনজিং নোরগে বাসস্ট্যান্ডের উলটোদিকে জংশন এলাকায় আগুন । পুড়ল ১৪ টি দোকান । ক্ষতির পরিমাণ লক্ষাধিক ।

মধ্যরাতে আগুন
author img

By

Published : Sep 16, 2019, 11:21 AM IST

Updated : Sep 16, 2019, 11:29 AM IST

শিলিগুড়ি, ১৬ সেপ্টেম্বর : ফের আগুন শিলিগুড়িতে৷ এবার আগুন লাগল তেনজিং নোরগে বাসস্ট্যান্ডের উলটোদিকে জংশন এলাকায় । ক্ষতিগ্রস্ত হয়েছে ১৪টি দোকান । যদিও আগুন লাগার কারণ নিয়ে এখনও ধোয়াঁশা রয়েছে ।

মাস কয়েক আগেই শিলিগুড়ির বিধানমার্কেটে আগুন লাগে । পুড়ে যায় সাতটি দোকান । সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার আগুন লাগল শিলিগুড়ির প্রাণকেন্দ্র জংশন এলাকায় ৷ ফলে পুজোর আগে ক্ষতির মুখে পড়তে হল সেখানকার ব্যবসায়ীদের।

দাউদাউ করে জ্বলছে দোকান

মধ্যরাতে ওই এলাকায় আগুন লাগে । খবর পেয়ে দুর্ঘটনাস্থানে পৌঁছায় দমকলের তিনটি ইঞ্জিন । কয়েক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে ৷

ব্যবসায়ীরা বলেন, কত পরিমাণ ক্ষতি হয়েছে তা এখনই নির্দিষ্ট করে বলা সম্ভব নয় । তবে ক্ষতির পরিমাণ লক্ষাধিক হবে । কারণ প্রতিটি দোকানই পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে ।

শিলিগুড়ি, ১৬ সেপ্টেম্বর : ফের আগুন শিলিগুড়িতে৷ এবার আগুন লাগল তেনজিং নোরগে বাসস্ট্যান্ডের উলটোদিকে জংশন এলাকায় । ক্ষতিগ্রস্ত হয়েছে ১৪টি দোকান । যদিও আগুন লাগার কারণ নিয়ে এখনও ধোয়াঁশা রয়েছে ।

মাস কয়েক আগেই শিলিগুড়ির বিধানমার্কেটে আগুন লাগে । পুড়ে যায় সাতটি দোকান । সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার আগুন লাগল শিলিগুড়ির প্রাণকেন্দ্র জংশন এলাকায় ৷ ফলে পুজোর আগে ক্ষতির মুখে পড়তে হল সেখানকার ব্যবসায়ীদের।

দাউদাউ করে জ্বলছে দোকান

মধ্যরাতে ওই এলাকায় আগুন লাগে । খবর পেয়ে দুর্ঘটনাস্থানে পৌঁছায় দমকলের তিনটি ইঞ্জিন । কয়েক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে ৷

ব্যবসায়ীরা বলেন, কত পরিমাণ ক্ষতি হয়েছে তা এখনই নির্দিষ্ট করে বলা সম্ভব নয় । তবে ক্ষতির পরিমাণ লক্ষাধিক হবে । কারণ প্রতিটি দোকানই পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে ।

Intro:মধ্যরাতে বিধ্বংসী আগুন শিলিগুড়ির প্রাণকেন্দ্রে, পুড়ে ছাই ১৪ টি দোকান

শিলিগুড়ি, ১৬ সেপ্টেম্বরঃ ফের একবার অগ্নিকান্ডের ঘটনা ঘটল শহর শিলিগুড়িতে৷ এবার ঘটনাস্থান জংশন, তেনজিং নোরগে বাসস্ট্যান্ডের এক্কেবারে উল্টোদিক। ঘটনায় একযোগে ১৪ টি দোকান ক্ষতিগ্রস্থ হয়। যদিও আগুন লাগার কারণ নিয়ে এখনও ধোয়াঁশা রয়েই গিয়েছে। সেবিষয়ে তদন্ত শুরু করেছে দমকল কেন্দ্রের আধিকারীকেরা।

মাস কয় আগেই শিলিগুড়ির বিধানমার্কেটে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। সেখানে একযোগে সাতটি দোকান পুড়ে ছাই হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই শহর শিলিগুড়ির প্রাণকেন্দ্র জংশন এলাকায় অগ্নিকান্ডের ঘটনায় চাঞ্চল্য দেখা দিল শহরে। পূজোর প্রাক্কালে ক্ষতির মুখে পড়তে হল ব্যবদায়ীদের।

জানা গিয়েছে এদিন, মধ্যরাতে আগুন লাগার ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে একে একে তিনটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থানে পৌঁছায়। যদিও ততক্ষণে আগুনের রোশে পড়ে ক্ষতিগ্রস্থ হয় ১৪ টি দোকান। পুড়ে ছাই হয় দোকানে মজুত থাকা বিভিন্ন সামগ্রী।

এবিষয়ে ব্যবসায়ীরা বলেন, সঠিক কত পরিমান ক্ষতি হয়েছে তা এখনই বলা সম্ভব নয়। তবে ক্ষতির পরিমান কয়েক লক্ষাধিক হবে। কেননা, প্রতিটি দোকানই পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। দোকানগুলির মধ্যে ছিল খাওয়ারের হোটেল ও জুতোর দোকান। ফলে পূজোর আগে বড় ক্ষতির মুখে পড়তে হল তাদের।

Body:মাস কয় আগেই শিলিগুড়ির বিধানমার্কেটে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। সেখানে একযোগে সাতটি দোকান পুড়ে ছাই হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই শহর শিলিগুড়ির প্রাণকেন্দ্র জংশন এলাকায় অগ্নিকান্ডের ঘটনায় চাঞ্চল্য দেখা দিল শহরে। পূজোর প্রাক্কালে ক্ষতির মুখে পড়তে হল ব্যবদায়ীদের।

জানা গিয়েছে এদিন, মধ্যরাতে আগুন লাগার ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে একে একে তিনটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থানে পৌঁছায়। যদিও ততক্ষণে আগুনের রোশে পড়ে ক্ষতিগ্রস্থ হয় ১৪ টি দোকান। পুড়ে ছাই হয় দোকানে মজুত থাকা বিভিন্ন সামগ্রী।

এবিষয়ে ব্যবসায়ীরা বলেন, সঠিক কত পরিমান ক্ষতি হয়েছে তা এখনই বলা সম্ভব নয়। তবে ক্ষতির পরিমান কয়েক লক্ষাধিক হবে। কেননা, প্রতিটি দোকানই পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। দোকানগুলির মধ্যে ছিল খাওয়ারের হোটেল ও জুতোর দোকান। ফলে পূজোর আগে বড় ক্ষতির মুখে পড়তে হল তাদের।

Conclusion:এবিষয়ে ব্যবসায়ীরা বলেন, সঠিক কত পরিমান ক্ষতি হয়েছে তা এখনই বলা সম্ভব নয়। তবে ক্ষতির পরিমান কয়েক লক্ষাধিক হবে। কেননা, প্রতিটি দোকানই পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। দোকানগুলির মধ্যে ছিল খাওয়ারের হোটেল ও জুতোর দোকান। ফলে পূজোর আগে বড় ক্ষতির মুখে পড়তে হল তাদের।

Last Updated : Sep 16, 2019, 11:29 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.