ETV Bharat / state

Fire at Siliguri: পরপর 9টি গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ! ভয়াবহ আগুনে পুড়ে খাক 20টি বাড়ি - ভয়াবহ আগুনে পুড়ে খাক 20টি বাড়ি

মুহূর্তের মধ্য়ে বস্তিতে আগুন ছড়িয়ে পড়ে (Fire breaks out at Rana Basti ) । খানিকক্ষণের মধ্যেই পুড়ে খাক হয়ে যায় 15-20টি বাড়ি (Siliguri Fire ) । ঘটনাস্থলে দমকলের 8টি ইঞ্জিন ।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Nov 19, 2022, 8:20 PM IST

Updated : Nov 19, 2022, 10:45 PM IST

শিলিগুড়ি, 19 নভেম্বর: শিলিগুড়ি পৌরসভার 18 নং ওয়ার্ডের রানা বস্তিতে ভয়াবহ আগুন । জানা গিয়েছে, এদিন সন্ধে নাগাদ বস্তিতে আগুন লাগে (Fire breaks out at Rana Basti ) । আগুনের গ্রাসে পরে পরপর 9টি গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ হয় । তাতেই মুহূর্তের মধ্য়ে বস্তিতে আগুন ছড়িয়ে পড়ে ।

আগুনের ভয়াবহতায় খানিকক্ষণের মধ্যেই পুড়ে খাক হয়ে যায় 15-20টি বাড়ি । এই মুহূর্তে ঘটনাস্থলে দমকলের 8টি ইঞ্জিন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে (Siliguri Fire ) । ঘটনায় আহত হয়েছেন 3 জন । তাদের মধ্যে একজন দমকল কর্মী । ঘটনাস্থলে পৌঁছেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার, শিলিগুড়ির পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী ।

সুভাষ সরকার বলেন, "পশ্চিমবঙ্গ সরকার যদি এদের প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি তৈরি করতে দিত, তাহলে এই ঘটনা ঘটত না । এত ছোট জায়গায় সিলিন্ডার রাখছে, রান্না করছে, আবার সেখানেই ঘুমাচ্ছে । ভয়ঙ্কর পরিস্থিতি ।" একই সঙ্গে দমকলের কাজেও অসন্তুষ্ট কেন্দ্রীয় মন্ত্রী । জানিয়ে দিলেন, এই অপ্রতুল সরঞ্জাম নিয়ে দমকল কেন এল সেটাই বোঝা যাচ্ছে না । পাশাপাশি বস্তিবাসীর পাশে দাঁড়ানোর আশ্বাসও দিয়েছেন তিনি ।

পরপর 9টি গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ

আরও পড়ুন: ঘরের ভেতরে স্ত্রী-সন্তান, 'রাগের বশে' বাড়িতে আগুন ধরালেন স্বামী

শিলিগুড়ি, 19 নভেম্বর: শিলিগুড়ি পৌরসভার 18 নং ওয়ার্ডের রানা বস্তিতে ভয়াবহ আগুন । জানা গিয়েছে, এদিন সন্ধে নাগাদ বস্তিতে আগুন লাগে (Fire breaks out at Rana Basti ) । আগুনের গ্রাসে পরে পরপর 9টি গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ হয় । তাতেই মুহূর্তের মধ্য়ে বস্তিতে আগুন ছড়িয়ে পড়ে ।

আগুনের ভয়াবহতায় খানিকক্ষণের মধ্যেই পুড়ে খাক হয়ে যায় 15-20টি বাড়ি । এই মুহূর্তে ঘটনাস্থলে দমকলের 8টি ইঞ্জিন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে (Siliguri Fire ) । ঘটনায় আহত হয়েছেন 3 জন । তাদের মধ্যে একজন দমকল কর্মী । ঘটনাস্থলে পৌঁছেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার, শিলিগুড়ির পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী ।

সুভাষ সরকার বলেন, "পশ্চিমবঙ্গ সরকার যদি এদের প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি তৈরি করতে দিত, তাহলে এই ঘটনা ঘটত না । এত ছোট জায়গায় সিলিন্ডার রাখছে, রান্না করছে, আবার সেখানেই ঘুমাচ্ছে । ভয়ঙ্কর পরিস্থিতি ।" একই সঙ্গে দমকলের কাজেও অসন্তুষ্ট কেন্দ্রীয় মন্ত্রী । জানিয়ে দিলেন, এই অপ্রতুল সরঞ্জাম নিয়ে দমকল কেন এল সেটাই বোঝা যাচ্ছে না । পাশাপাশি বস্তিবাসীর পাশে দাঁড়ানোর আশ্বাসও দিয়েছেন তিনি ।

পরপর 9টি গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ

আরও পড়ুন: ঘরের ভেতরে স্ত্রী-সন্তান, 'রাগের বশে' বাড়িতে আগুন ধরালেন স্বামী

Last Updated : Nov 19, 2022, 10:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.