ETV Bharat / state

Fake Army Officer Arrested: সেনার আধিকারিক পরিচয় দিয়ে নিয়োগের প্রতিশ্রুতি, গ্রেফতার অভিযুক্ত - দিয়ে নিয়োগের প্রতিশ্রুতি

ভুয়ো আধিকারিক পরিচয় দিয়ে সেনায় নিয়োগের প্রতিশ্রুতি ৷ খবর পেয়েই তদন্ত শুরু ৷ ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে ভারতীয় সেনার ত্রিশক্তি কর্পসের গোয়েন্দা শাখা ও শিলিগুড়ি পুলিশ কমিশনারেট ।

Etv Bharat
কর্নেল পরিচয়ে সেনায় নিয়োগের প্রতিশ্রুতি
author img

By

Published : Jul 11, 2023, 12:27 PM IST

দার্জিলিং, 11 জুলাই: সেনা বাহিনীর উচ্চপদস্থ আধিকারিক পরিচয়ে চাকরির টোপ দিয়ে টাকা তোলার অভিযোগে গ্রেফতার এক ৷ অভিযুক্তের নাম দুলাল ভার্মা ৷ খবর প্রকাশ্যে আসতেই নড়ে চড়ে বসে প্রশাসন ৷ সোমবার অভিযান চালিয়ে ওই ভুয়া সেনা আধিকারিককে গ্রেফতার করেছে ভারতীয় সেনার ত্রিশক্তি কর্পসের গোয়েন্দা শাখা ও শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে্র ভক্তি নগরথনার পুলিশ । ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শহরে । অভিযোগ, সেনার অগ্নিবীর পদে চাকরির প্রতিশ্রুতি দিয়ে ওই ব্যক্তি অনেকের কাছ থেকে দুই থেকে আড়াই লক্ষ টাকা পর্যন্ত তুলেছে ৷

কিছুদিন থেকে চাকরি দেওয়ার নামে প্রতারণার একটি চক্র সক্রিয় হয় । এই প্রতারণা চক্রের সঙ্গে জড়িত এক ব্যক্তি চাকরি প্রার্থীর সঙ্গে শিলিগুড়ির শালুগাড়ার এক রেস্তোঁরায় দেখা করতে আসছে বলে পুলিশের কাছে খবর আসে । ঘটনায় সেনা আধিকারিকের নাম জড়ানোয় ভারতীয় সেনার সঙ্গে যোগাযোগ করে পুলিশ । সেই মতো পুলিশ ও সেনা গোপন খবরের ভিত্তিতে ওই রেস্তোঁরায় পৌঁছায় । সেখানে গিয়ে দেখা যায়, সেনাবাহিনীর পোশাকে দালচাঁদ ভার্মা বসে আছে ৷ এমন পরিস্থিতিতে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে । জানা যায়, কয়েকজনের জন্য ওই ব্যক্তি অপেক্ষা করছিল ৷ দালচাঁদের কথায় একাধিক অসঙ্গতি মেলে । এরপরই তাকে গ্রেফতার করা হয় । মঙ্গলবার ধৃতকে শিলিগুড়ি মহকুমাআদালতে তোলা হবে । এই প্রতারণাচক্রে আর কেউ জড়িত রয়েছে কি না তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷

আরও পড়ুন: চাকরির নামে প্রতারণা ! বিধাননগরে গ্রেফতার 4

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভুয়া সেনা আধিকারিক পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রতি দিয়ে টাকা তোলার অভিযোগ ছিল ওই ব্যক্তির বিরুদ্ধে । অভিযুক্ত নিজেকে ভারতীয় সেনার আর্টিলারি শাখার লেফটেন্যান্ট কর্নেল হিসেবে পরিচয় দিত । সেই খবরের ভিত্তিতেই শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের সঙ্গে যোগাযোগ করে ভারতীয় সেনা ।

এরপর ভারতীয় সেনার সঙ্গে যৌথ অভিযানে নামে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ভক্তিনগর থানার পুলিশ । ধৃত দালচাঁদ ভার্মা সিকিমের গ্যাংটকের লোয়ার এমজি মার্গ রোডের বাসিন্দা । ধৃতের কাছ থেকে মোবাইল ফোন, ভারতীয় সেনায় চাকরির এনরোলমেন্টের ভুয়া ফর্ম, পরিচয়পত্র পুলিশ বাজেয়াপ্ত করেছে ।

দার্জিলিং, 11 জুলাই: সেনা বাহিনীর উচ্চপদস্থ আধিকারিক পরিচয়ে চাকরির টোপ দিয়ে টাকা তোলার অভিযোগে গ্রেফতার এক ৷ অভিযুক্তের নাম দুলাল ভার্মা ৷ খবর প্রকাশ্যে আসতেই নড়ে চড়ে বসে প্রশাসন ৷ সোমবার অভিযান চালিয়ে ওই ভুয়া সেনা আধিকারিককে গ্রেফতার করেছে ভারতীয় সেনার ত্রিশক্তি কর্পসের গোয়েন্দা শাখা ও শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে্র ভক্তি নগরথনার পুলিশ । ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শহরে । অভিযোগ, সেনার অগ্নিবীর পদে চাকরির প্রতিশ্রুতি দিয়ে ওই ব্যক্তি অনেকের কাছ থেকে দুই থেকে আড়াই লক্ষ টাকা পর্যন্ত তুলেছে ৷

কিছুদিন থেকে চাকরি দেওয়ার নামে প্রতারণার একটি চক্র সক্রিয় হয় । এই প্রতারণা চক্রের সঙ্গে জড়িত এক ব্যক্তি চাকরি প্রার্থীর সঙ্গে শিলিগুড়ির শালুগাড়ার এক রেস্তোঁরায় দেখা করতে আসছে বলে পুলিশের কাছে খবর আসে । ঘটনায় সেনা আধিকারিকের নাম জড়ানোয় ভারতীয় সেনার সঙ্গে যোগাযোগ করে পুলিশ । সেই মতো পুলিশ ও সেনা গোপন খবরের ভিত্তিতে ওই রেস্তোঁরায় পৌঁছায় । সেখানে গিয়ে দেখা যায়, সেনাবাহিনীর পোশাকে দালচাঁদ ভার্মা বসে আছে ৷ এমন পরিস্থিতিতে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে । জানা যায়, কয়েকজনের জন্য ওই ব্যক্তি অপেক্ষা করছিল ৷ দালচাঁদের কথায় একাধিক অসঙ্গতি মেলে । এরপরই তাকে গ্রেফতার করা হয় । মঙ্গলবার ধৃতকে শিলিগুড়ি মহকুমাআদালতে তোলা হবে । এই প্রতারণাচক্রে আর কেউ জড়িত রয়েছে কি না তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷

আরও পড়ুন: চাকরির নামে প্রতারণা ! বিধাননগরে গ্রেফতার 4

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভুয়া সেনা আধিকারিক পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রতি দিয়ে টাকা তোলার অভিযোগ ছিল ওই ব্যক্তির বিরুদ্ধে । অভিযুক্ত নিজেকে ভারতীয় সেনার আর্টিলারি শাখার লেফটেন্যান্ট কর্নেল হিসেবে পরিচয় দিত । সেই খবরের ভিত্তিতেই শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের সঙ্গে যোগাযোগ করে ভারতীয় সেনা ।

এরপর ভারতীয় সেনার সঙ্গে যৌথ অভিযানে নামে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ভক্তিনগর থানার পুলিশ । ধৃত দালচাঁদ ভার্মা সিকিমের গ্যাংটকের লোয়ার এমজি মার্গ রোডের বাসিন্দা । ধৃতের কাছ থেকে মোবাইল ফোন, ভারতীয় সেনায় চাকরির এনরোলমেন্টের ভুয়া ফর্ম, পরিচয়পত্র পুলিশ বাজেয়াপ্ত করেছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.