ETV Bharat / state

Historical Coins Exhibition: হাজারের বেশি ঐতিহাসিক মুদ্রার সম্ভার নিয়ে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে প্রদর্শনী - ঐতিহাসিক মুদ্রার বিশাল ভান্ডার নিয়ে প্রদর্শনী

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অক্ষয়কুমার মৈত্রেয় হেরিটেজ মিউজিয়ামের তরফে মেগা মুদ্রা প্রদর্শনীর আয়োজন করা হল (Historical Coins Exhibition in NBU) ৷ ভারতবর্ষের প্রথম মুদ্রা কী ছিল ? কবে সর্বপ্রথম মুদ্রার প্রচলন শুরু হয় ? এসব তথ্য পাওয়া যাবে এই প্রদর্শনীতে ৷ থাকবে সেই সব মুদ্রাও ৷ ছাব্বিশ-শো বছর আগে গার্ন্ধব আমলে প্রথম মুদ্রার প্রচলন শুরু হয়েছিল ৷

Historical Coins Exhibition in NBU ETV BHARAT
Historical Coins Exhibition in NBU
author img

By

Published : Mar 15, 2023, 9:51 PM IST

ঐতিহাসিক মুদ্রার সম্ভার

দার্জিলিং, 15 মার্চ: অতীতে ভারতের সংস্কৃতি, আর্থ-সামাজিক অবস্থা, কোন সময়ে, কোন রাজা ভারতে রাজত্ব করেছেন ? সেইসব তথ্য জানা যায় একটি মুদ্রা থেকে ৷ ছাব্বিশ-শো বছর আগে গার্ন্ধব আমলে প্রথম মুদ্রার প্রচলন শুরু হয়েছিল ৷ তাও আবার সোনার ৷ এমনই সব অবাক করা তথ্য মেলে মুদ্রা থেকে ৷ আর এমনই ঐতিহাসিক মুদ্রার বিশাল ভান্ডার নিয়ে প্রদর্শনীর আয়োজন করল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ (Collection of More than 1000 Historical Coins) ৷ মূলত উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অক্ষয়কুমার মৈত্রেয় হেরিটেজ মিউজিয়ামের তরফে ওই মেগা মুদ্রা প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল ৷ সেই প্রদর্শনী দেখতে শহরের একাধিক স্কুলের পড়ুয়াদের ভিড় উপচে পড়ে বিশ্ববিদ্যালয়ে ৷

একটা মুদ্রা থেকে নাকি সেই সময়কার আর্থ সামাজিক পরিস্থিতি সম্পর্কে সব জানা যায় ৷ অতীতে ভারতের সংস্কৃতি, আর্থ-সামাজিক অবস্থা, কোন সময়ে, কোন রাজা ভারতে রাজত্ব করেছেন ? সেইসব তথ্য জানা যায় একটি মুদ্রা থেকে ৷ ভারতবর্ষের প্রথম মুদ্রা কী ছিল বা কবে সর্ব প্রথম মুদ্রার প্রচলন শুরু, তা অনেকেরই অজানা ৷ আবার স্বাধীনতা আন্দোলনের সময় নেতাজি সুভাষচন্দ্র বসু ব্রিটিশদের বিরুদ্ধে আলাদা মুদ্রার প্রচলন শুরু করেছিলেন ৷ আর ঐতিহাসিক ভারতের নানান সময়ে মুদ্রার সম্ভার ও সেগুলির ইতিহাস নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করেছিল ৷

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের হেরিটেজ মিউজিয়ামের তত্ত্বাবধায়ক ড: মলয় সাহা জানিয়েছেন, এই ধরনের মেগা মুদ্রা প্রদর্শনী আগে কখনও হয়নি ৷ ভারতের ইতিহাসের বিভিন্ন সময় থেকে ব্রিটিশ সাম্রাজ্যের নানান মুদ্রা রয়েছে এই প্রদর্শনীতে ৷ এর বাইরে বিভিন্ন দেশের মুদ্রার প্রদর্শনী উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে হচ্ছে ৷ প্রচুর পড়ুয়া সেই প্রদর্শনী থেকে ভারতের আর্থ-সামাজিক পরিস্থিতি সম্পর্কে জ্ঞান অর্জন করছেন বলে জানিয়েছেন মিউজিয়ামের তত্ত্বাবধায়ক ৷

মুদ্রা বিজ্ঞানী শিবাজী বন্দ্যোপাধ্যায় বলেন, "ভারতের প্রথম মুদ্রা থেকে সম্রাট অশোক, কনিষ্ক, মৌর্য্য ও গুপ্ত সাম্রাজ্য সমস্ত রকমের মুদ্রা এখানে প্রদর্শীত হচ্ছে ৷ একটা মুদ্রা থেকে সেই সময়ের অনেক তথ্য খুব অনায়াসে জানা যায় ৷ কার রাজত্ব, সেই সময়ের আর্থ-সামাজিক অবস্থা কেমন ছিল, সংস্কৃতি কেমন ছিল ? সব জানা যায় ৷ খুব ভালো প্রদর্শনী হয়েছে ৷" গবেষক অন্তর্লীনা ভট্টাচার্য জানিয়েছেন, এই প্রদর্শনী থেকে সকলে খুবই সমৃদ্ধ হবেন ৷ অনেক কিছু জানার রয়েছে ঐতিহাসিক ভারত ও বাংলা সম্পর্কে ৷

আরও পড়ুন: হাতে আড়াই হাজার মুদ্রা, মিউজ়িয়াম তৈরিই লক্ষ্য মালদার সুবীরবাবুর

প্রদর্শনীতে মোট সাত থেকে আট জন মুদ্রা গবেষক অংশ নিয়েছিলেন ৷ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তাঁরা ওই মুদ্রা সংগ্রহ করে নিয়ে এসেছিলেন ৷ ভারতের মুদ্রার পাশাপাশি ব্রিটিশ রাজা জর্জ 5, রাজা জর্জ 6, রানি ভিক্টোরিয়া-সহ স্বাধীন ভারতের প্রথম মুদ্রা ও স্ট্যাম্পও সেখানে প্রদর্শীত হয়েছে ৷ বাংলার ইতিহাসের মধ্যে কোচ সাম্রাজের রাজা নরনারায়ণ, লক্ষ্মীনারায়ণ, প্রাণনারায়ণ আমলের মুদ্রা ছিল ৷ অহম সাম্রাজের একাধিক মুদ্রার সম্ভার সেখানে ছিল ৷ সঙ্গে জাপানের মুদ্রাও ছিল প্রদর্শনীতে ৷ কিন্তু, এসবের মধ্যে গার্ন্ধব জনপদের মুদ্রা সব থেকে বেশি আকর্ষণের কেন্দ্রে ছিল ৷ সব মিলিয়ে প্রায় এক হাজারের বেশি ঐতিহাসিক মুদ্রা সেখানে প্রদর্শীত হয়েছিল ৷

ঐতিহাসিক মুদ্রার সম্ভার

দার্জিলিং, 15 মার্চ: অতীতে ভারতের সংস্কৃতি, আর্থ-সামাজিক অবস্থা, কোন সময়ে, কোন রাজা ভারতে রাজত্ব করেছেন ? সেইসব তথ্য জানা যায় একটি মুদ্রা থেকে ৷ ছাব্বিশ-শো বছর আগে গার্ন্ধব আমলে প্রথম মুদ্রার প্রচলন শুরু হয়েছিল ৷ তাও আবার সোনার ৷ এমনই সব অবাক করা তথ্য মেলে মুদ্রা থেকে ৷ আর এমনই ঐতিহাসিক মুদ্রার বিশাল ভান্ডার নিয়ে প্রদর্শনীর আয়োজন করল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ (Collection of More than 1000 Historical Coins) ৷ মূলত উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অক্ষয়কুমার মৈত্রেয় হেরিটেজ মিউজিয়ামের তরফে ওই মেগা মুদ্রা প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল ৷ সেই প্রদর্শনী দেখতে শহরের একাধিক স্কুলের পড়ুয়াদের ভিড় উপচে পড়ে বিশ্ববিদ্যালয়ে ৷

একটা মুদ্রা থেকে নাকি সেই সময়কার আর্থ সামাজিক পরিস্থিতি সম্পর্কে সব জানা যায় ৷ অতীতে ভারতের সংস্কৃতি, আর্থ-সামাজিক অবস্থা, কোন সময়ে, কোন রাজা ভারতে রাজত্ব করেছেন ? সেইসব তথ্য জানা যায় একটি মুদ্রা থেকে ৷ ভারতবর্ষের প্রথম মুদ্রা কী ছিল বা কবে সর্ব প্রথম মুদ্রার প্রচলন শুরু, তা অনেকেরই অজানা ৷ আবার স্বাধীনতা আন্দোলনের সময় নেতাজি সুভাষচন্দ্র বসু ব্রিটিশদের বিরুদ্ধে আলাদা মুদ্রার প্রচলন শুরু করেছিলেন ৷ আর ঐতিহাসিক ভারতের নানান সময়ে মুদ্রার সম্ভার ও সেগুলির ইতিহাস নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করেছিল ৷

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের হেরিটেজ মিউজিয়ামের তত্ত্বাবধায়ক ড: মলয় সাহা জানিয়েছেন, এই ধরনের মেগা মুদ্রা প্রদর্শনী আগে কখনও হয়নি ৷ ভারতের ইতিহাসের বিভিন্ন সময় থেকে ব্রিটিশ সাম্রাজ্যের নানান মুদ্রা রয়েছে এই প্রদর্শনীতে ৷ এর বাইরে বিভিন্ন দেশের মুদ্রার প্রদর্শনী উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে হচ্ছে ৷ প্রচুর পড়ুয়া সেই প্রদর্শনী থেকে ভারতের আর্থ-সামাজিক পরিস্থিতি সম্পর্কে জ্ঞান অর্জন করছেন বলে জানিয়েছেন মিউজিয়ামের তত্ত্বাবধায়ক ৷

মুদ্রা বিজ্ঞানী শিবাজী বন্দ্যোপাধ্যায় বলেন, "ভারতের প্রথম মুদ্রা থেকে সম্রাট অশোক, কনিষ্ক, মৌর্য্য ও গুপ্ত সাম্রাজ্য সমস্ত রকমের মুদ্রা এখানে প্রদর্শীত হচ্ছে ৷ একটা মুদ্রা থেকে সেই সময়ের অনেক তথ্য খুব অনায়াসে জানা যায় ৷ কার রাজত্ব, সেই সময়ের আর্থ-সামাজিক অবস্থা কেমন ছিল, সংস্কৃতি কেমন ছিল ? সব জানা যায় ৷ খুব ভালো প্রদর্শনী হয়েছে ৷" গবেষক অন্তর্লীনা ভট্টাচার্য জানিয়েছেন, এই প্রদর্শনী থেকে সকলে খুবই সমৃদ্ধ হবেন ৷ অনেক কিছু জানার রয়েছে ঐতিহাসিক ভারত ও বাংলা সম্পর্কে ৷

আরও পড়ুন: হাতে আড়াই হাজার মুদ্রা, মিউজ়িয়াম তৈরিই লক্ষ্য মালদার সুবীরবাবুর

প্রদর্শনীতে মোট সাত থেকে আট জন মুদ্রা গবেষক অংশ নিয়েছিলেন ৷ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তাঁরা ওই মুদ্রা সংগ্রহ করে নিয়ে এসেছিলেন ৷ ভারতের মুদ্রার পাশাপাশি ব্রিটিশ রাজা জর্জ 5, রাজা জর্জ 6, রানি ভিক্টোরিয়া-সহ স্বাধীন ভারতের প্রথম মুদ্রা ও স্ট্যাম্পও সেখানে প্রদর্শীত হয়েছে ৷ বাংলার ইতিহাসের মধ্যে কোচ সাম্রাজের রাজা নরনারায়ণ, লক্ষ্মীনারায়ণ, প্রাণনারায়ণ আমলের মুদ্রা ছিল ৷ অহম সাম্রাজের একাধিক মুদ্রার সম্ভার সেখানে ছিল ৷ সঙ্গে জাপানের মুদ্রাও ছিল প্রদর্শনীতে ৷ কিন্তু, এসবের মধ্যে গার্ন্ধব জনপদের মুদ্রা সব থেকে বেশি আকর্ষণের কেন্দ্রে ছিল ৷ সব মিলিয়ে প্রায় এক হাজারের বেশি ঐতিহাসিক মুদ্রা সেখানে প্রদর্শীত হয়েছিল ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.