ETV Bharat / state

Student Makes Robot: চা-আনা থেকে পুরস্কার দেওয়া, দেবাশিসের নির্দেশমতো কাজ করছে জঞ্জালের তৈরি বিধুশেখর - Engineering Student Makes Robot

নির্দেশ দিলেই আপনার কথা মতো কাজ করবে রোবট ৷ তা সে খাবার পরিবেশনই হোক বা অন্য কিছু ৷ মাত্র 2 মাসের মধ্যে বাড়ির অব্যবহৃত জিনিস থেকে এমনই রোবট বানিয়ে তাক লাগিয়েছেন শিলিগুড়ির ইঞ্জিনিয়ারিং ছাত্র ৷

Etv Bharat
নিজের তৈরি রোবটের সঙ্গে দেবাশিস
author img

By

Published : Apr 26, 2023, 12:51 PM IST

Updated : Apr 26, 2023, 1:09 PM IST

দেবাশিসের তৈরি রোবটের কাজ

দার্জিলিং, 26 এপ্রিল: সুপারস্টার রজনীকান্তের রোবট সিনেমা মনে আছে ? যেখানে সেই চিট্টি নামে রোবট সবরকম মুশকিল আসান করতে পারত । এককথায় জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই করত সে । সেটা অবশ্য সেলুলয়েডের পর্দার রোবট ছিল । কিন্তু বাস্তবে বর্জ্য বা অপ্রয়োজনীয় সামগ্রী দিয়ে একটি আস্ত রোবট তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে শিলিগুড়ির যুবক । সেই রোবট কাজ করছে নির্দেশমতোই ৷

যে কোনও ছোটখাটো কাজের জন্য ব্যবহার করতে এমনই অপ্রয়োজনীয় সামগ্রী দিয়ে রোবট বানিয়ে নজর কেড়েছে শিলিগুড়ি বাগডোগরার বাসিন্দা দেবাশিস দত্ত । শিলিগুড়ি পলিটেকনিক কলেজের ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র দেবাশিসের প্রথম থেকেই ইচ্ছে ছিল রোবট তৈরি করার । কিন্তু রোবট তৈরি করতে যে বিপুল খরচ । তবে সেই প্রতিকূলতাকে কাটিয়ে অপ্রয়োজনীয় সামগ্রী দিয়ে নিজেই তৈরি করে ফেলেছেন একটি রোবট ৷

দেবাশিসের তৈরি এই রোবট অনায়াসেই আপনার কাছে পৌঁছে দেবে জলখাবার । আবার কোনও অনুষ্ঠানে উত্তরীয় বা পুরস্কার আপনার হাতে তুলে দেওয়ার ক্ষমতাও রয়েছে তার । বাড়ির অতিথি বরণের ক্ষেত্রেও এই রোবট হবে অত্যন্ত সহায়ক । বাড়ির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে দেবে আপনার প্রয়োজনীয় জিনিস । ফলে ঘরের কাজ আরও সহজ হবে ৷ দেবাশিস জানান, নিজেই সি-প্রোগ্রামিং করে রোবটটি তৈরি করেছেন তিনি । নাম দিয়েছেন বিধুশেখর । এই রোবটটি পুরোপুরি ব্লুটুথের মাধ্যমে চালনো যায় । এই রোবটের সমস্তটাই ঘরের ফেলে দেওয়া সামগ্রী থেকে বানানো ।

দেবাশিসের কথায়,"এই পুরো রোবটটি তৈরি করতে আমার সময় লেগেছে মাত্র 2 মাস । কিছু সার্কিট দোকান থেকে কিনতে হয়েছে । আর বাকি সমস্ত জিনিসই ঘরের ফেলে দেওয়া জিনিস থেকে তৈরি । সব মিলিয়ে খরচ হয়েছে 2 হাজার টাকার মতো । রোবটের শরীর তৈরি করা হয়েছে ক্যালেন্ডার, ফাইবার, প্লাস্টিকের ভাঙা টিফিন বক্সের মতো জিনিস দিয়ে ।"

তবে আগামীতে উন্নতমানের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনোলজির মাধ্যমে স্বয়ংক্রিয় রোবট তৈরির পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন দেবাশিস । যে রোবটের মধ্যে ক্যামেরা লাগানো থাকবে এবং সামনে কোনও বাধা এলে সে নিজেই বুঝে নিতে পারবে । অর্থাৎ, যে রোবট কোনও নির্দেশ ছাড়াই কাজ করতে সক্ষম ৷ ভবিষ্যতে দেবাশিস রোবটের একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান তৈরি করতেও আগ্রহী ৷ যেখানে তাঁর তৈরি রোবট তিনি সমাজের কাছে পৌঁছে দিতে পারবেন । যে রোবটগুলি সমাজের নানা কাজ অনায়াসেই করে দিতে পারবে ।

আরও পড়ুন : বিশেষভাবে সক্ষম মেয়েকে খাইয়ে দিতে 'মা রোবট' বানালেন গোয়ার দিনমজুর

দেবাশিসের তৈরি রোবটের কাজ

দার্জিলিং, 26 এপ্রিল: সুপারস্টার রজনীকান্তের রোবট সিনেমা মনে আছে ? যেখানে সেই চিট্টি নামে রোবট সবরকম মুশকিল আসান করতে পারত । এককথায় জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই করত সে । সেটা অবশ্য সেলুলয়েডের পর্দার রোবট ছিল । কিন্তু বাস্তবে বর্জ্য বা অপ্রয়োজনীয় সামগ্রী দিয়ে একটি আস্ত রোবট তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে শিলিগুড়ির যুবক । সেই রোবট কাজ করছে নির্দেশমতোই ৷

যে কোনও ছোটখাটো কাজের জন্য ব্যবহার করতে এমনই অপ্রয়োজনীয় সামগ্রী দিয়ে রোবট বানিয়ে নজর কেড়েছে শিলিগুড়ি বাগডোগরার বাসিন্দা দেবাশিস দত্ত । শিলিগুড়ি পলিটেকনিক কলেজের ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র দেবাশিসের প্রথম থেকেই ইচ্ছে ছিল রোবট তৈরি করার । কিন্তু রোবট তৈরি করতে যে বিপুল খরচ । তবে সেই প্রতিকূলতাকে কাটিয়ে অপ্রয়োজনীয় সামগ্রী দিয়ে নিজেই তৈরি করে ফেলেছেন একটি রোবট ৷

দেবাশিসের তৈরি এই রোবট অনায়াসেই আপনার কাছে পৌঁছে দেবে জলখাবার । আবার কোনও অনুষ্ঠানে উত্তরীয় বা পুরস্কার আপনার হাতে তুলে দেওয়ার ক্ষমতাও রয়েছে তার । বাড়ির অতিথি বরণের ক্ষেত্রেও এই রোবট হবে অত্যন্ত সহায়ক । বাড়ির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে দেবে আপনার প্রয়োজনীয় জিনিস । ফলে ঘরের কাজ আরও সহজ হবে ৷ দেবাশিস জানান, নিজেই সি-প্রোগ্রামিং করে রোবটটি তৈরি করেছেন তিনি । নাম দিয়েছেন বিধুশেখর । এই রোবটটি পুরোপুরি ব্লুটুথের মাধ্যমে চালনো যায় । এই রোবটের সমস্তটাই ঘরের ফেলে দেওয়া সামগ্রী থেকে বানানো ।

দেবাশিসের কথায়,"এই পুরো রোবটটি তৈরি করতে আমার সময় লেগেছে মাত্র 2 মাস । কিছু সার্কিট দোকান থেকে কিনতে হয়েছে । আর বাকি সমস্ত জিনিসই ঘরের ফেলে দেওয়া জিনিস থেকে তৈরি । সব মিলিয়ে খরচ হয়েছে 2 হাজার টাকার মতো । রোবটের শরীর তৈরি করা হয়েছে ক্যালেন্ডার, ফাইবার, প্লাস্টিকের ভাঙা টিফিন বক্সের মতো জিনিস দিয়ে ।"

তবে আগামীতে উন্নতমানের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনোলজির মাধ্যমে স্বয়ংক্রিয় রোবট তৈরির পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন দেবাশিস । যে রোবটের মধ্যে ক্যামেরা লাগানো থাকবে এবং সামনে কোনও বাধা এলে সে নিজেই বুঝে নিতে পারবে । অর্থাৎ, যে রোবট কোনও নির্দেশ ছাড়াই কাজ করতে সক্ষম ৷ ভবিষ্যতে দেবাশিস রোবটের একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান তৈরি করতেও আগ্রহী ৷ যেখানে তাঁর তৈরি রোবট তিনি সমাজের কাছে পৌঁছে দিতে পারবেন । যে রোবটগুলি সমাজের নানা কাজ অনায়াসেই করে দিতে পারবে ।

আরও পড়ুন : বিশেষভাবে সক্ষম মেয়েকে খাইয়ে দিতে 'মা রোবট' বানালেন গোয়ার দিনমজুর

Last Updated : Apr 26, 2023, 1:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.