জলপাইগুড়ি, 5 এপ্রিল : কেঁপে উঠল উত্তরবঙ্গ ৷ শিলিগুড়ি, জলপাইগুড়ি-সহ বেশকিছু এলাকায় কম্পন অনুভূত হয়েছে ৷ রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল 5.4 ৷ আলিপুরদুয়ার এবং মালদাতেও কম্পন অনুভূত হয়েছে ৷
আজ রাত 8.49 মিনিটে কম্পন অনুভূত হয় ৷ কম্পনের উৎসস্থান সিকিমের গ্যাংটক ৷ কম্পনের গভীরতা ছিল 38 কিলোমিটার । ভূমিকম্পের জেরে আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষ ৷ বহুতলগুলি থেকে রাস্তায় নেমে আসেন অনেকে ৷ এক থেকে দুই সেকেন্ড ধরে কম্পন অনুভূত হয়েছে জলপাইগুড়িতে ।
আরও পড়ুন : মৃদু ভূমিকম্প বিহারে
বাড়ি ছেড়ে সাধারন মানুষ বাইরে বেরিয়ে আসেন । ভূমিকম্পে সেভাবে ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি ৷