দার্জিলিং, 25 জুলাই : ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা । ভূমিকম্পের উৎসস্থল পূর্ব সিকিম। আজ সন্ধ্যায় কম্পন অনুভূত হয় ৷ ভূমিকম্পের উৎসস্থল গ্যাংটক থেকে 12 কিলোমিটার দূরে। যার জেরে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় কম্পন অনূভুত হয় ৷
উত্তরবঙ্গের মধ্যে কালিম্পং জেলার মানুষ সবথেকে বেশি কম্পন অনুভব করেন। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৪.০। ঘটনায় মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। এই নিয়ে গত একমাসে দ্বিতীয়বার ভূমিকম্প অনুভূত হল উত্তরবঙ্গে । যদিও ভূমিকম্পের ফলে ক্ষয়ক্ষতির কোনও খবর নেই বলে জানিয়েছেন দার্জিলিংয়ের জেলাশাসক এস পুন্নমবলম ও কালিম্পংয়ের জেলাশাসক আর বিমলা ।
আরও পড়ুন: বেহাল রাস্তা সারানোর দাবিতে মহিষাদলে ধানের চারা পুঁতে বিক্ষোভ গ্রামবাসীদের
ঘটনার পর উত্তরবঙ্গের একাধিক জেলার মানুষজনের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয় ৷ অনেকে ঘর ছেড়ে বেরিয়ে আসেন ৷ স্থানীয় প্রশাসনের তরফে কোনও জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, তার খবর নেওয়া হয় ৷ যদিও এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি ৷