শিলিগুড়ি, 22 অগস্ট: ঢাকে পড়ল কাঠি । বাজলো বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহালয়া । শরতের সকালে গোটা শহর ছেয়ে গেল মা দুর্গার আগমনী ও ষোলোআনা বাঙালিয়ানায় । মা আসছেন । হাতেগোনা আর কয়েকটি দিন বাকি । পুজোর প্রস্তুতিতে ব্যস্ত সমস্ত পুজো কমিটিগুলিও । কিন্তু তার প্রায় এক মাস আগেই বাঙালির দুর্গাপুজােকে ইউনেস্কোর দেওয়া হেরিটেজ শিরোপার জন্য বিশেষভাবে পালন করল দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস (Durga puja heritage recognition by UNESCO celebrated in Siliguri) ।
শহরের সমস্ত পুজো কমিটি, স্বেচ্ছাসেবী সংস্থা উপস্থিত ছিল সেখানে । মহালয়া থেকে বিসর্জন, দুর্গাপুজার পাঁচটা দিন রবিবার নাচ ও গানের মাধ্যমে তুলে ধরা হল । 50টি ঢাকের আওয়াজে এদিন মুখরিত হয় শিলিগুড়ি শহর । সোমবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে হেরিটেজ স্বীকৃতি পালন করা হয় ।
আরও পড়ুন: কাল পুজো উদ্যোক্তাদের সঙ্গে মমতার বৈঠক
এদিনের শোভাযাত্রায় পা মেলান শিলিগুড়ির মেয়র গৌতম দেব, উপ মহানাগরিক রঞ্জন সরকার, শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ-সহ শাসকদলের জেলা নেতৃত্ব ও জনপ্রতিনিধিরা । এদিন শোভাযাত্রাটি শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে শহরের রাজপথ পরিক্রমা করে ।
দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ বলেন, "দুর্গাপুজাে আমাদের গর্ব ও আবেগ । মুখ্যমন্ত্রীর নির্দেশে হেরিটেজ শিরোপা পাওয়ার জন্য আমরা দিনটিকে বিশেষভাবে পালন করছি ।"
শিলিগুড়ির মেয়র গৌতম দেব বলেন, "দুর্গাপুজােকে ইউনেস্কো হেরিটেজ শিরোপা দিয়েছে । করোনার পর এবার দুর্গাপুজােকে আমরা আগের মতো পালন করব । প্রতিটি পুজো কমিটির সঙ্গে মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি বৈঠক করবেন । পৌরনিগমের তরফেও গোটা শহর সাজানো হবে ।"