দার্জিলিং, 5 এপ্রিল: লকডাউনেও অব্যাহত মাদক পাচার। এবার দার্জিলিঙে ব্রাউন সুগারসহ ধৃত 4। 322 গ্রাম ব্রাউন সুগারসহ ওই 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে রবিবার। দার্জিলিং সদর থানার সিংমারি পুলিশ ফাঁড়ি এলাকায় এদের পাকড়াও করা হয় ।
দার্জিলিং সদর থানা সূত্রে জানা গিয়েছে, বর্তমানে যদিও লকডাউন চলছে। ফলে গণপরিবহনও বন্ধ । কিন্তু, চলছে অত্যাবশ্যকীয় পণ্যের গাড়িগুলি । আর সেই সুযোগ কাজে লাগিয়ে সবজির গাড়িতে করে ওই নিষিদ্ধ মাদক পাচারের চেষ্টা করা হয়েছিল আজ । কিন্তু, দার্জিলিং সদর থানার সিংমারি পুলিশ ফাঁড়ি এলাকায় 322 গ্রাম ব্রাউন সুগারসহ 4 পাচারকারীকেই পাকড়াও করা হয় ।
দার্জিলিং সদর থানার IC বলেন, "অত্যাবশ্যকীয় পণ্যের গাড়িগুলিকে পাচারের জন্য ব্যবহার করা হচ্ছে। এর আগেও দেখা গেছে লকডাউনেও বন্ধ নেই চোরাচালান ।"
কয়েকদিন আগেই কার্সিয়াং থানার সেবক ফাঁড়ির পুলিশ নিষিদ্ধ ওষুধ পাচার ভেস্তে দেয় । একজনকে গ্রেপ্তার করার পাশাপাশি বাজেয়াপ্ত করা হয় 90 পাতা নিষিদ্ধ ট্য়াবলেট।