ETV Bharat / state

চিকিৎসকদের প্রতিবাদে স্তব্ধ শিলিগুড়ি হাসপাতাল - IMA

আজ সকাল থেকেই NRS কাণ্ডের প্রতিবাদে শিলিগুড়ি জেলা হাসপাতালে অবস্থান বিক্ষোভ দেখান চিকিৎসকরা । হাসপাতালের আউটডোরের বাইরে পোস্টারিং করে বক্তব্য তুলে ধরেন চিকিৎসকরা ।

শিলিগুড়ি
author img

By

Published : Jun 12, 2019, 2:06 PM IST

শিলিগুড়ি, 12 জুন : "মানুষ বড় অকৃতজ্ঞ । যে বাঁচিয়ে রাখে, তাকেই ধরে মারে । সে গাছ হোক বা ডাক্তার ।" NRS কাণ্ডের প্রতিবাদে সাধারণ মানুষের প্রতি এ ভাবেই ক্ষোভ উগরে দিলেন চিকিৎসকদের একাংশ ।

আজ সকাল থেকেই NRS কাণ্ডের প্রতিবাদে শিলিগুড়ি জেলা হাসপাতালে অবস্থান বিক্ষোভ দেখান চিকিৎসকরা । হাসপাতালের আউটডোরের বাইরে পোস্টারিং করে বক্তব্য তুলে ধরেন চিকিৎসকরা ।

এদিকে চিকিত্সকদের ধর্মঘটে স্তব্ধ উত্তরবঙ্গ মেডিকেল কলেজও । সকাল থেকেই জুনিয়র ডাক্তাররা ধর্মঘটে সামিল হয়েছেন । চিকৎসার জন্য হন্যে হয়ে ঘুরছেন রোগীর পরিজনেরা। জরুরী বিভাগ খোলা থাকলেও রোগী ভরতির কাজ বন্ধ রয়েছে ।

siliguri
চিকিৎসকের অপেক্ষায় রোগীরা

NRS-এর ঘটনার প্রতিবাদে শিলিগুড়ি জুড়ে বন্ধ বেসরকারি হাসপাতালের আউটডোর, ডায়াগনষ্টিক ক্লিনিকগুলিও । চরম বিপাকে রোগীরা । জরুরী বিভাগে ভর্তি করা গেলেও ডাক্তারের দেখা পাওয়া যাচ্ছে না । নাকাল হতে হচ্ছে সাধারণ মানুষকে । যেমন, লিভারের রোগে আক্রান্ত ছেলেকে নিয়ে হাসপাতালের আউটডোরে কাছে অপেক্ষা করছিলেন এক ব্যক্তি । ঘণ্টা খানেক অপেক্ষা করে তিনি জানতে পারেন উত্তরবঙ্গ হাসপাতালের আউটডোর খুলবে না । চিকিৎসকদের কাছে গিয়ে তিনি ছেলেকে একটু দেখে দেওয়ার অনুরোধ করলেও তাতে কান দেননি বিক্ষোভরত চিকিৎসকেরা।

এদিকে পেটের ব্যাথা নিয়ে সকাল থেকে অপেক্ষা করছিলেন এক মহিলা । ডাক্তার দেখাতে পারেননি তিনিও । অসহায় রোগী ও তাঁদের বাড়ির লোক হাসপাতালের এদিক থেকে ওদিক ছুটে বেড়ালেও, চিকিৎসকরা অবস্থান বিক্ষোভ চালিয়ে যান।

শিলিগুড়ি IMA-র তরফে চিকিৎসক শেখর চক্রবর্তী বলেন, "অসহায় রোগীদের সমস্যা হচ্ছে আমরা বুঝতে পারছি । কিন্তু আমরা জুনিয়র ডাক্তার নিগ্রহের প্রতিবাদে আউটডোর বন্ধ রেখেছি । এই নক্কারজনক ঘটনার প্রতিবাদে শিলিগুড়ি মেডিকেল কলেজ এবং শিলিগুড়ির বেসরকারি হাসপাতালের ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টার আজ বন্ধ রাখা হয়েছে । "

শিলিগুড়ি, 12 জুন : "মানুষ বড় অকৃতজ্ঞ । যে বাঁচিয়ে রাখে, তাকেই ধরে মারে । সে গাছ হোক বা ডাক্তার ।" NRS কাণ্ডের প্রতিবাদে সাধারণ মানুষের প্রতি এ ভাবেই ক্ষোভ উগরে দিলেন চিকিৎসকদের একাংশ ।

আজ সকাল থেকেই NRS কাণ্ডের প্রতিবাদে শিলিগুড়ি জেলা হাসপাতালে অবস্থান বিক্ষোভ দেখান চিকিৎসকরা । হাসপাতালের আউটডোরের বাইরে পোস্টারিং করে বক্তব্য তুলে ধরেন চিকিৎসকরা ।

এদিকে চিকিত্সকদের ধর্মঘটে স্তব্ধ উত্তরবঙ্গ মেডিকেল কলেজও । সকাল থেকেই জুনিয়র ডাক্তাররা ধর্মঘটে সামিল হয়েছেন । চিকৎসার জন্য হন্যে হয়ে ঘুরছেন রোগীর পরিজনেরা। জরুরী বিভাগ খোলা থাকলেও রোগী ভরতির কাজ বন্ধ রয়েছে ।

siliguri
চিকিৎসকের অপেক্ষায় রোগীরা

NRS-এর ঘটনার প্রতিবাদে শিলিগুড়ি জুড়ে বন্ধ বেসরকারি হাসপাতালের আউটডোর, ডায়াগনষ্টিক ক্লিনিকগুলিও । চরম বিপাকে রোগীরা । জরুরী বিভাগে ভর্তি করা গেলেও ডাক্তারের দেখা পাওয়া যাচ্ছে না । নাকাল হতে হচ্ছে সাধারণ মানুষকে । যেমন, লিভারের রোগে আক্রান্ত ছেলেকে নিয়ে হাসপাতালের আউটডোরে কাছে অপেক্ষা করছিলেন এক ব্যক্তি । ঘণ্টা খানেক অপেক্ষা করে তিনি জানতে পারেন উত্তরবঙ্গ হাসপাতালের আউটডোর খুলবে না । চিকিৎসকদের কাছে গিয়ে তিনি ছেলেকে একটু দেখে দেওয়ার অনুরোধ করলেও তাতে কান দেননি বিক্ষোভরত চিকিৎসকেরা।

এদিকে পেটের ব্যাথা নিয়ে সকাল থেকে অপেক্ষা করছিলেন এক মহিলা । ডাক্তার দেখাতে পারেননি তিনিও । অসহায় রোগী ও তাঁদের বাড়ির লোক হাসপাতালের এদিক থেকে ওদিক ছুটে বেড়ালেও, চিকিৎসকরা অবস্থান বিক্ষোভ চালিয়ে যান।

শিলিগুড়ি IMA-র তরফে চিকিৎসক শেখর চক্রবর্তী বলেন, "অসহায় রোগীদের সমস্যা হচ্ছে আমরা বুঝতে পারছি । কিন্তু আমরা জুনিয়র ডাক্তার নিগ্রহের প্রতিবাদে আউটডোর বন্ধ রেখেছি । এই নক্কারজনক ঘটনার প্রতিবাদে শিলিগুড়ি মেডিকেল কলেজ এবং শিলিগুড়ির বেসরকারি হাসপাতালের ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টার আজ বন্ধ রাখা হয়েছে । "

Intro:শিলিগুড়ি হাসপাতালের আউটডোরে চিকিৎসককে দেখাতে সকাল থেকেই লমবা লাইন দিলেন রোগীরা। যদিও, আউটডোর বন্ধ রেখে রোগীদের লাইনেই পাশেই দিনভর অবস্থানে বসে রইলেন চিকিৎসকেরা। ডাক্তারদের চাপে বন্ধ হয়ে জেক বেসরকারি হাসপাতালের আউটডোর, ডায়াগনষ্টিক ক্লিনিক। আরো খারাপ অবস্থা উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে জুনিয়র ডাক্তারের কাজ না করায় ইমার্জেন্সিতে গিয়ে ভর্তির টিকিট নিয়ে রোগীরা ভর্তি হতে পারলেও ডাক্তারের দেখা মিলল না।

এদিন সকালেই লিভারের রোগে আক্রান্ত ছেলেকে নিয়ে হাসপাতালে এসে আউটডোরে কাছে লাইনে দাঁড়ান এক ব্যক্তি। ঘন্টকে কয়েক লাইন দেওয়ার পর তিনি জানতে পারেন আজ শিলিগুড়ি হাসপাতালের আউটডোর খুলবে না। চিকিৎসকদের কাছে গিয়ে তিনি ছেলেকে একটু দেখে দেওয়ার অনুরোধ করলেও তাতে কোন দেন নি চিকিৎসকেরা। পেতে ব্যাথা হওয়ায় কোলের সন্তান নিয়ে সকাল থেকে ঠায় দাঁড়িয়ে ছিলেন এক মহিলা। দিনের শেষে ডাক্তার দেখাতে না পেরে কান্নাকাটি জুড়ে দেন পেটের ব্যাথায়। অসহায় হয়ে রোগী ও পরিজনের ছোটাছুটি করলেও ডাক্তারের রোগী দেখার বদলে ব্যানার পোস্টের লাগিয়ে অবস্থান বিক্ষোভ চালিয়ে যান।
শিলিগুড়িতে এই এম এ এর তরফে চিকিৎসক শেখর চক্রবর্তি বলেন অসহায় রোগীদের সমস্যা হচ্ছে বুঝতে পারছি। কিন্তু আমরা জুনিয়র ডাক্তার নিগ্রহের প্রতিবাদে আউটডোর বন্ধ রেখেছি। মেডিকেল কলেজ এবং বেসরকারি হাসপাতালের ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টার বন্ধ রয়েছে।


Body:।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.