ETV Bharat / state

ধনতেরাসে কেনাকাটার ভিড়েও লুকিয়ে বিপদ, সর্তক করলেন চিকিৎসকরা - doctors express concern over Dhanteras shopping crowd in Siliguri in corona situation

কোরোনা পরিস্থিতিতে শিলিগুড়িতে ধনতেরসের কেনাকাটার ভিড় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যের চিকিৎসকরা

ধনতেরসে কেনাকাটার ভিড়েও লুকিয়ে বিপদ
ধনতেরসে কেনাকাটার ভিড়েও লুকিয়ে বিপদ
author img

By

Published : Nov 7, 2020, 5:46 PM IST

শিলিগুড়ি, 7 নভেম্বর : শিলিগুড়িতে ক্রমশ বাড়ছে কোরোনায় আক্রান্তের সংখ্যা । গতকালই কোরোনায় আক্রান্ত হয়েছেন পর্যটনমন্ত্রী গৌতম দেব । এই পরিস্থিতিতে সামনেই কালীপুজাে, ছটপুজাে । এই দুই উৎসবকে ঘিরে উদ্বেগ প্রকাশ করেছেন কোভিড কেয়ার নেটওয়ার্কের চিকিৎসকরা । একই সঙ্গে ধনতেরাসে কেনাকাটার জন্য শিলিগুড়িতে যে ভিড় লক্ষ্য করা যায় তা নিয়ে আগাম সতর্কবার্তা জানিয়েছেন চিকিৎসকরা ।


শারদ উৎসবে পুজোমণ্ডপগুলিতে বেলাগাম ভিড় এবং সচেতনতার অভাবে মাস্ক ছাড়াই মণ্ডপে মণ্ডপে প্যান্ডেল হপিংয়ের মাশুল দিচ্ছে শিলিগুড়ি । পুজাে মিটতেই শিলিগুড়িতে আক্রান্তের সংখ্যা ক্রমশ ঊর্ধ্বমুখী । গত কয়েকদিনে প্রতিদিনই জেলায় গড়ে আক্রান্তের সংখ্যা 100 ছাড়িয়েছে । এই পরিস্থিতিতে শিলিগুড়ির বাসিন্দাদের আরও একবার সচেতন করতে প্রচারে নেমেছে কোভিড কেয়ার নেটওয়ার্ক । সদস্য চিকিৎসক কল্যাণ খাঁ জানিয়েছেন, "বারবার প্রচার করা সত্ত্বেও পুজাের সময় বাসিন্দাদের একটা অংশ প্রকাশ্যে ঘুরে বেড়িয়েছে । পুজাে মণ্ডপ, রেস্তোরাঁয় ভিড় লক্ষ্য করা গেছে । অনেকেই মাস্ক ব্যবহার করেননি । যার জেরে শিলিগুড়ি সহ গোটা জেলাতেই আক্রান্তের সংখ্যা বাড়ছে । তাই ফের আমরা প্রচারে নেমেছি ।"

ধনতেরসে কেনাকাটার ভিড়েও লুকিয়ে বিপদ

শিলিগুড়িতে কালীপুজাে এবং ছটপুজাে উপলক্ষে অসংখ্য মানুষের ভিড় হয় । এছাড়াও ধনতেরাসের কেনাকাটার জন্য গয়নাগাঁটি, বাসনপত্রের দােকানে ভিড় উপচে পড়ে । চিকিৎসক কল্যাণ খাঁ সতর্ক করে বলেছেন, "এবার এটা আমাদের রুখতে হবে । বাসিন্দাদের কাছে আগাম সতর্কবার্তা দিতে চাই এভাবে দোকানগুলোতে ভিড় করে কেনাকাটা কোরোনা সংক্রমণের ক্ষেত্রে সহায়ক হয়ে উঠতে পারে । ফলে বাড়তে পারে সংক্রমণ ।" পাশাপাশি তাঁর অনুরোধ, "রাজ্য সরকার ইতিমধ্যেই বাজির ব্যবহার নিষিদ্ধ করেছে । কিন্তু সে নির্দেশিকা আসার আগেই শহরে বাজি চলে এসেছে । তাই বাসিন্দাদের কাছে আমরা আবেদন করছি বাজি ফাটাবেন না । বাজি ফাটানোর ফলে যে ধোঁয়া তৈরি হয় তা বাতাসে ভাসমান অবস্থায় থাকে । সেই লেয়ারের সঙ্গে যুক্ত হয় অসংখ্য ধূলিকণা । যাকে অবলম্বন করে বহুদূর পর্যন্ত এগোতে পারে কোরোনা ভাইরাস ।"

সাধারণ মানুষকে সতর্ক করে তিনি আরও বলেন, "এখন পাড়ায় পাড়ায় হাসপাতাল । কারণ হাসপাতাল ছাড়াও বহু বাড়িতে হোম আইসোলেশন রয়েছেন অসংখ্য রোগী । ফলে প্রত্যেকটি পাড়াই কার্যত এক একটি হাসপাতাল । আমরা জানি, হাসপাতালের আশপাশে শব্দ দূষণ করা যায় না । তাই প্রতিটি সম্প্রদায়ের মানুষের কাছে আমরা আবেদন রাখছি, আসন্ন দীপাবলিতে বাজি ফাটিয়ে দূষণ সৃষ্টি করবেন না । এতে রোগ সংক্রমণ আরও বৃদ্ধি পেতে পারে । এর পাশাপাশি যাঁরা শ্বাসকষ্ট নিয়ে হাসপাতাল এবং বাড়িতে রয়েছেন তাদের শ্বাস-প্রশ্বাসের ক্ষেত্রেও সমস্যা দেখা দিতে পারে ।"

শিলিগুড়ি, 7 নভেম্বর : শিলিগুড়িতে ক্রমশ বাড়ছে কোরোনায় আক্রান্তের সংখ্যা । গতকালই কোরোনায় আক্রান্ত হয়েছেন পর্যটনমন্ত্রী গৌতম দেব । এই পরিস্থিতিতে সামনেই কালীপুজাে, ছটপুজাে । এই দুই উৎসবকে ঘিরে উদ্বেগ প্রকাশ করেছেন কোভিড কেয়ার নেটওয়ার্কের চিকিৎসকরা । একই সঙ্গে ধনতেরাসে কেনাকাটার জন্য শিলিগুড়িতে যে ভিড় লক্ষ্য করা যায় তা নিয়ে আগাম সতর্কবার্তা জানিয়েছেন চিকিৎসকরা ।


শারদ উৎসবে পুজোমণ্ডপগুলিতে বেলাগাম ভিড় এবং সচেতনতার অভাবে মাস্ক ছাড়াই মণ্ডপে মণ্ডপে প্যান্ডেল হপিংয়ের মাশুল দিচ্ছে শিলিগুড়ি । পুজাে মিটতেই শিলিগুড়িতে আক্রান্তের সংখ্যা ক্রমশ ঊর্ধ্বমুখী । গত কয়েকদিনে প্রতিদিনই জেলায় গড়ে আক্রান্তের সংখ্যা 100 ছাড়িয়েছে । এই পরিস্থিতিতে শিলিগুড়ির বাসিন্দাদের আরও একবার সচেতন করতে প্রচারে নেমেছে কোভিড কেয়ার নেটওয়ার্ক । সদস্য চিকিৎসক কল্যাণ খাঁ জানিয়েছেন, "বারবার প্রচার করা সত্ত্বেও পুজাের সময় বাসিন্দাদের একটা অংশ প্রকাশ্যে ঘুরে বেড়িয়েছে । পুজাে মণ্ডপ, রেস্তোরাঁয় ভিড় লক্ষ্য করা গেছে । অনেকেই মাস্ক ব্যবহার করেননি । যার জেরে শিলিগুড়ি সহ গোটা জেলাতেই আক্রান্তের সংখ্যা বাড়ছে । তাই ফের আমরা প্রচারে নেমেছি ।"

ধনতেরসে কেনাকাটার ভিড়েও লুকিয়ে বিপদ

শিলিগুড়িতে কালীপুজাে এবং ছটপুজাে উপলক্ষে অসংখ্য মানুষের ভিড় হয় । এছাড়াও ধনতেরাসের কেনাকাটার জন্য গয়নাগাঁটি, বাসনপত্রের দােকানে ভিড় উপচে পড়ে । চিকিৎসক কল্যাণ খাঁ সতর্ক করে বলেছেন, "এবার এটা আমাদের রুখতে হবে । বাসিন্দাদের কাছে আগাম সতর্কবার্তা দিতে চাই এভাবে দোকানগুলোতে ভিড় করে কেনাকাটা কোরোনা সংক্রমণের ক্ষেত্রে সহায়ক হয়ে উঠতে পারে । ফলে বাড়তে পারে সংক্রমণ ।" পাশাপাশি তাঁর অনুরোধ, "রাজ্য সরকার ইতিমধ্যেই বাজির ব্যবহার নিষিদ্ধ করেছে । কিন্তু সে নির্দেশিকা আসার আগেই শহরে বাজি চলে এসেছে । তাই বাসিন্দাদের কাছে আমরা আবেদন করছি বাজি ফাটাবেন না । বাজি ফাটানোর ফলে যে ধোঁয়া তৈরি হয় তা বাতাসে ভাসমান অবস্থায় থাকে । সেই লেয়ারের সঙ্গে যুক্ত হয় অসংখ্য ধূলিকণা । যাকে অবলম্বন করে বহুদূর পর্যন্ত এগোতে পারে কোরোনা ভাইরাস ।"

সাধারণ মানুষকে সতর্ক করে তিনি আরও বলেন, "এখন পাড়ায় পাড়ায় হাসপাতাল । কারণ হাসপাতাল ছাড়াও বহু বাড়িতে হোম আইসোলেশন রয়েছেন অসংখ্য রোগী । ফলে প্রত্যেকটি পাড়াই কার্যত এক একটি হাসপাতাল । আমরা জানি, হাসপাতালের আশপাশে শব্দ দূষণ করা যায় না । তাই প্রতিটি সম্প্রদায়ের মানুষের কাছে আমরা আবেদন রাখছি, আসন্ন দীপাবলিতে বাজি ফাটিয়ে দূষণ সৃষ্টি করবেন না । এতে রোগ সংক্রমণ আরও বৃদ্ধি পেতে পারে । এর পাশাপাশি যাঁরা শ্বাসকষ্ট নিয়ে হাসপাতাল এবং বাড়িতে রয়েছেন তাদের শ্বাস-প্রশ্বাসের ক্ষেত্রেও সমস্যা দেখা দিতে পারে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.