ETV Bharat / state

North Bengal Medical Hospital : উত্তরবঙ্গ মেডিকেল হাসপাতালে গরহাজির চিকিৎসকরা - উত্তরবঙ্গ মেডিকেল হাসপাতালে গরহাজির চিকিৎসকরা

উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে দিনের পর দিন গরহাজির চিকিৎসকের একাংশ (North Bengal Medical Hospital) । পদক্ষেপ করেও হচ্ছে না সুরাহা বলে অভিযোগ (Doctors are not regular) ।

Doctors problem
North Bengal Medical Hospital
author img

By

Published : Apr 13, 2022, 10:04 PM IST

শিলিগুড়ি, 13 এপ্রিল : দিনের পর দিন গরহাজির উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসকের একাংশ (Doctors irregularity problem in Hospital) । বেতন বন্ধ করেও কোন লাভ হয়নি । এমনকী সেই সব চিকিৎসকের বিরুদ্ধে স্বাস্থ্য ভবনে অভিযোগ জানিয়েও সুরাহা হয়নি সমস্যার । যার ফলে প্রশ্ন চিহ্নের মুখে এসে দাঁড়িয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা পরিষেবা (North Bengal Medical Hospital) ।

চিকিৎসকের মধ্যে মেডিকেল অফিসার থেকে রয়েছে বিভাগীয় প্রধানরা । কিন্তু এত সব পদক্ষেপ করেও কোনওভাবে তাঁদের অনুপস্থিতির অভ্যেস পরিবর্তন করতে পারছে না হাসপাতাল কর্তৃপক্ষ কিংবা স্বাস্থ্য দফতর । পালটা অভিযোগ কিংবা বেতন বন্ধ করার উদ্যোগ নিলে পদত্যাগ বা ছুটি নেওয়ার হুমকি দিচ্ছেন সেইসব অভিযুক্ত চিকিৎসকরা (Doctors are threatening to leave job)। যার ফলে গোটা স্বাস্থ্য ব্যবস্থাটাই ঠুঁটো জগন্নাথে পরিণত হয়েছে । এসবের ফলে স্বাস্থ্য ব্যবস্থাকেই দুষছেন বেশিরভাগ মানুষ ।

আরও পড়ুন : North Bengal Medical College: উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রোগীদের জন্য চালু হল 'পেইন ক্লিনিক'

স্বাস্থ্য ব্যবস্থার অন্দরে দুর্নীতি থাকার কারনেই সেইসব চিকিৎসকদের এতও বাড়বাড়ন্ত বলে মনে করছেন অনেকে (Corruption problem)। চিকিৎসকদের অনুপস্থিতির কারণে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের গুরুত্বপূর্ণ বিভাগগুলির স্বাস্থ্য পরিষেবা ব্যাহত হচ্ছে । ক্যানসার, বায়ো কেমিস্ট্রি, নেফ্রোলজি, নেফ্রো- ডায়লেসিস সহ একাধিক বিভাগের চিকিৎসকরাই দিনের পর দিন ছুটি কাটাচ্ছেন । আবার কেউ সপ্তাহে একদিন করে ডিউটি করেই সারা মাসের বেতন পাচ্ছেন বলে অভিযোগ । এসব জেনেও কোনওরকম পদক্ষেপ করতে পারছে না হাসপাতাল কর্তৃপক্ষ । পদক্ষেপ করলেই বদলি, ছুটি কিংবা পদত্যাগ করছেন তাঁরা । মূলত মাসে মেডিকেলে চারদিন বা পাঁচদিন ডিউটি করছেন সেইসব চিকিৎসকরা । আর বাকিদিন কলকাতা কিংবা বেসিরকারি হাসপাতালে কাজ করছেন তাঁরা । সরকারি হাসপাতালের বেতনের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান থেকেও মোটা টাকার মাইনে নিচ্ছেন তাঁরা ।

আরও পড়ুন : Darjeeling Ropeway Inspection : ত্রিকূটে দুর্ঘটনার জের, দার্জিলিংয়ে রোপওয়ের পরিস্থিতি খতিয়ে দেখল প্রশাসন

চলতি মাসেই হাসপাতাল কর্তৃপক্ষর সঙ্গে বৈঠক করে সাত থেকে আটজন সেই ধরণের চিকিৎসকদের চিহ্নিত করে বেতন বন্ধ করার নির্দেশ দিয়েছিলেন খোদ শিলিগুড়ির মেয়র তথা উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান গৌতম দেব । কিন্তু তারপরেও চিত্রটা একই রয়ে গিয়েছে । আর এসবের পিছনে স্বাস্থ্য ব্যবস্থাকেই দায়ী করেছেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ । তিনি বলেন, "গোটা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল একইরকম । অফিসার অন স্পেশাল ডিউটি চিকিৎসক সুশান্ত রায় নিজেই তো নিজের কাজ ঠিক করে করেন না । স্বাস্থ্য ব্যবস্থা দুর্নীতিগ্রস্থ হওয়ায় সেইসব গরহাজির চিকিৎসকরাও কোন পদক্ষেপকে পাত্তা দেয় না যে কারণে এই হাল ।"

তবে স্বাস্থ্য দফতরের জনস্বাস্থ্য বিভাগের উত্তরবঙ্গের অফিসার অন স্পেশাল ডিউটি চিকিৎসক সুশান্ত রায় বলেন, "এরকম নজরে এসেছে । জানি না সপ্তাহে একদিন ডিউটি করে সারা মাসের বেতন নেওয়ায় কোন কৃতিত্ব আছে কি না ৷ তবে উপস্থিতি নিয়ে আমি একটা বৈঠক করব । সারপ্রাইজ ভিজিটও করব । অনেকদিনের অভ্যেস । তবে এই সমস্যার সমাধান করা হবে ।"

আরও পড়ুন : West Bengal Weather Update : কাঠফাটা গরম থেকে রেহাই, পয়লা বৈশাখে ভিজবে দক্ষিণবঙ্গ

শিলিগুড়ি, 13 এপ্রিল : দিনের পর দিন গরহাজির উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসকের একাংশ (Doctors irregularity problem in Hospital) । বেতন বন্ধ করেও কোন লাভ হয়নি । এমনকী সেই সব চিকিৎসকের বিরুদ্ধে স্বাস্থ্য ভবনে অভিযোগ জানিয়েও সুরাহা হয়নি সমস্যার । যার ফলে প্রশ্ন চিহ্নের মুখে এসে দাঁড়িয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা পরিষেবা (North Bengal Medical Hospital) ।

চিকিৎসকের মধ্যে মেডিকেল অফিসার থেকে রয়েছে বিভাগীয় প্রধানরা । কিন্তু এত সব পদক্ষেপ করেও কোনওভাবে তাঁদের অনুপস্থিতির অভ্যেস পরিবর্তন করতে পারছে না হাসপাতাল কর্তৃপক্ষ কিংবা স্বাস্থ্য দফতর । পালটা অভিযোগ কিংবা বেতন বন্ধ করার উদ্যোগ নিলে পদত্যাগ বা ছুটি নেওয়ার হুমকি দিচ্ছেন সেইসব অভিযুক্ত চিকিৎসকরা (Doctors are threatening to leave job)। যার ফলে গোটা স্বাস্থ্য ব্যবস্থাটাই ঠুঁটো জগন্নাথে পরিণত হয়েছে । এসবের ফলে স্বাস্থ্য ব্যবস্থাকেই দুষছেন বেশিরভাগ মানুষ ।

আরও পড়ুন : North Bengal Medical College: উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রোগীদের জন্য চালু হল 'পেইন ক্লিনিক'

স্বাস্থ্য ব্যবস্থার অন্দরে দুর্নীতি থাকার কারনেই সেইসব চিকিৎসকদের এতও বাড়বাড়ন্ত বলে মনে করছেন অনেকে (Corruption problem)। চিকিৎসকদের অনুপস্থিতির কারণে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের গুরুত্বপূর্ণ বিভাগগুলির স্বাস্থ্য পরিষেবা ব্যাহত হচ্ছে । ক্যানসার, বায়ো কেমিস্ট্রি, নেফ্রোলজি, নেফ্রো- ডায়লেসিস সহ একাধিক বিভাগের চিকিৎসকরাই দিনের পর দিন ছুটি কাটাচ্ছেন । আবার কেউ সপ্তাহে একদিন করে ডিউটি করেই সারা মাসের বেতন পাচ্ছেন বলে অভিযোগ । এসব জেনেও কোনওরকম পদক্ষেপ করতে পারছে না হাসপাতাল কর্তৃপক্ষ । পদক্ষেপ করলেই বদলি, ছুটি কিংবা পদত্যাগ করছেন তাঁরা । মূলত মাসে মেডিকেলে চারদিন বা পাঁচদিন ডিউটি করছেন সেইসব চিকিৎসকরা । আর বাকিদিন কলকাতা কিংবা বেসিরকারি হাসপাতালে কাজ করছেন তাঁরা । সরকারি হাসপাতালের বেতনের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান থেকেও মোটা টাকার মাইনে নিচ্ছেন তাঁরা ।

আরও পড়ুন : Darjeeling Ropeway Inspection : ত্রিকূটে দুর্ঘটনার জের, দার্জিলিংয়ে রোপওয়ের পরিস্থিতি খতিয়ে দেখল প্রশাসন

চলতি মাসেই হাসপাতাল কর্তৃপক্ষর সঙ্গে বৈঠক করে সাত থেকে আটজন সেই ধরণের চিকিৎসকদের চিহ্নিত করে বেতন বন্ধ করার নির্দেশ দিয়েছিলেন খোদ শিলিগুড়ির মেয়র তথা উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান গৌতম দেব । কিন্তু তারপরেও চিত্রটা একই রয়ে গিয়েছে । আর এসবের পিছনে স্বাস্থ্য ব্যবস্থাকেই দায়ী করেছেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ । তিনি বলেন, "গোটা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল একইরকম । অফিসার অন স্পেশাল ডিউটি চিকিৎসক সুশান্ত রায় নিজেই তো নিজের কাজ ঠিক করে করেন না । স্বাস্থ্য ব্যবস্থা দুর্নীতিগ্রস্থ হওয়ায় সেইসব গরহাজির চিকিৎসকরাও কোন পদক্ষেপকে পাত্তা দেয় না যে কারণে এই হাল ।"

তবে স্বাস্থ্য দফতরের জনস্বাস্থ্য বিভাগের উত্তরবঙ্গের অফিসার অন স্পেশাল ডিউটি চিকিৎসক সুশান্ত রায় বলেন, "এরকম নজরে এসেছে । জানি না সপ্তাহে একদিন ডিউটি করে সারা মাসের বেতন নেওয়ায় কোন কৃতিত্ব আছে কি না ৷ তবে উপস্থিতি নিয়ে আমি একটা বৈঠক করব । সারপ্রাইজ ভিজিটও করব । অনেকদিনের অভ্যেস । তবে এই সমস্যার সমাধান করা হবে ।"

আরও পড়ুন : West Bengal Weather Update : কাঠফাটা গরম থেকে রেহাই, পয়লা বৈশাখে ভিজবে দক্ষিণবঙ্গ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.