ETV Bharat / state

সামাজিক দূরত্ব না মেনেই দার্জিলিংয়ের বৃদ্ধাশ্রমে খাদ্যসামগ্রী বিলি - distribution of food items without maintaing social distance in darjeeling

রোহিণীর ওই হোমে থাকা প্রবীণদের বয়স 60 থেকে 80 বছরের মধ্যে । শুক্রবার কার্সিয়াং থানার গাড়িধুরা পুলিশের তরফে 20 জন প্রবীণ আবাসিকের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয় । সেখানে সামাজিক দূরত্ব না মেনেই প্রবীণদের খাদ্যসামগ্রী নিতে দেখা গিয়েছে ।

দার্জিলিং
দার্জিলিং
author img

By

Published : Apr 4, 2020, 4:38 PM IST

রোহিণী (কার্সিয়াং), 4 এপ্রিল: কোরোনা ভাইরাসে বয়স্কদের মৃত্যুর সংখ্যাটা বেশি । দুর্বল শরীরে মারণ ভাইরাস সহজেই আক্রমণ হানতে পারছে । তাই প্রবীণদের এইসময় সবথেকে বেশি সাবধান থাকার কথা বলা হচ্ছে । সতর্কতা সত্ত্বেও সেসবের ধার ধারছে না কার্সিয়াংয়ের রোহিণীর একটি বৃদ্ধাশ্রম । শুক্রবার ওই বৃদ্ধাশ্রমে পুলিশের তরফে কিছু শুকনো খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয় । তখনই সামাজিক দূরত্বের ওই বেহাল দৃশ্য দেখা গেছে ।

রোহিণীর ওই হোমে থাকা প্রবীণদের বয়স 60 থেকে 80 বছরের মধ্যে । শুক্রবার কার্সিয়াং থানার গাড়িধুরা পুলিশের তরফে 20 জন প্রবীণ আবাসিকের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয় । সেখানে সামাজিক দূরত্ব না মেনেই প্রবীণদের খাদ্যসামগ্রী নিতে দেখা গিয়েছে । যে বয়সের মানুষদের সমাজিক দূরত্ব বজায় রাখা সব থেকে প্রয়োজন তাঁরাই নিয়মকে বুড়ো আঙুল দেখানোয় উঠছে প্রশ্ন ।

কার্সিয়াং থানার গাড়িধুরা পুলিশের তরফে এই কর্মসূচি হলেও বিষয়টির দিকে কেন নজর দেওয়া হল না, তা নিয়েও উঠছে প্রশ্ন ।

রোহিণী (কার্সিয়াং), 4 এপ্রিল: কোরোনা ভাইরাসে বয়স্কদের মৃত্যুর সংখ্যাটা বেশি । দুর্বল শরীরে মারণ ভাইরাস সহজেই আক্রমণ হানতে পারছে । তাই প্রবীণদের এইসময় সবথেকে বেশি সাবধান থাকার কথা বলা হচ্ছে । সতর্কতা সত্ত্বেও সেসবের ধার ধারছে না কার্সিয়াংয়ের রোহিণীর একটি বৃদ্ধাশ্রম । শুক্রবার ওই বৃদ্ধাশ্রমে পুলিশের তরফে কিছু শুকনো খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয় । তখনই সামাজিক দূরত্বের ওই বেহাল দৃশ্য দেখা গেছে ।

রোহিণীর ওই হোমে থাকা প্রবীণদের বয়স 60 থেকে 80 বছরের মধ্যে । শুক্রবার কার্সিয়াং থানার গাড়িধুরা পুলিশের তরফে 20 জন প্রবীণ আবাসিকের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয় । সেখানে সামাজিক দূরত্ব না মেনেই প্রবীণদের খাদ্যসামগ্রী নিতে দেখা গিয়েছে । যে বয়সের মানুষদের সমাজিক দূরত্ব বজায় রাখা সব থেকে প্রয়োজন তাঁরাই নিয়মকে বুড়ো আঙুল দেখানোয় উঠছে প্রশ্ন ।

কার্সিয়াং থানার গাড়িধুরা পুলিশের তরফে এই কর্মসূচি হলেও বিষয়টির দিকে কেন নজর দেওয়া হল না, তা নিয়েও উঠছে প্রশ্ন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.