ETV Bharat / state

Dilip on Nisith Attack: তৃণমূল নেতাদের বাড়ির দরজায় গোবর লেপে দেওয়ার নিদান দিলীপের - দিলীপ ঘোষ

তৃণমূলের পালটা দিলীপ। তৃণমূলের নেতা-মন্ত্রীদের বাড়ির বিদ্যুৎ, জলের লাইন কেটে দরজায় গোবর লেপে দেওয়ার নিদান দিলীপ ঘোষের (Dilip Ghosh)। রাজ্যের 356 ধারা জারি নিয়ে কেন্দ্রের এখন ভাবা উচিত। শিলিগুড়িতে মন্তব্য বিজেপির সর্বভারতীয় নেতা দিলীপ ঘোষের ৷

Dilip on Nisith Attack
দিলীপ ঘোষ
author img

By

Published : Feb 26, 2023, 12:51 PM IST

দরজায় গোবর লেপে দেওয়ার নিদান দিলীপের

শিলিগুড়ি, 26 ফেব্রুয়ারি: কর্মীদের উপর আক্রমণ এবং বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ি ঘেরাওয়ের পর এবার পালটা ওষুধ তৈরি রাখার নিদান দিলেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। তৃণমূল কংগ্রেসের নেতা-মন্ত্রীদের বাড়ির জল, বিদ্যুতের সংযোগ কেটে দেওয়া, বাড়ির দরজায় গোবর লেপে দেওয়ার নিদান দিলেন দিলীপ ঘোষ। রবিবার সকালে শিলিগুড়ি পৌরনিগমের 23 নম্বর ওয়ার্ডে চায়-পে চর্চা কর্মসূচিতে যোগ দিয়েছিলেন তিনি। সেখানেই তিনি দলীয় নেতা-কর্মীদের এমন নিদান দিলেন ৷

রবিবার দিলীপ ঘোষের এই চায়-পে চর্চার অনুষ্ঠানে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ডাবগ্রাম-ফুলবাড়ির বিধায়ক শিখা চট্টোপাধ্যায়, শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন-সহ দলীয় কর্মী-সমর্থকরা। এদিনের কর্মসূচিতে আসন্ন পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভোট লুট ও সন্ত্রাসের অভিযোগ তুলে প্রতিবাদ গড়ে তোলার কথা জানান দিলীপ ঘোষ। শুধু তাই নয়, রাজ্যের আইনশৃঙ্খলা ভেঙে পরা ও চাকরি ও ডিএ নিয়ে টানা আন্দোলন নিয়ে ফের একবার 356 ধারা জারি নিয়ে মুখ খোলেন তিনি ৷

দিলীপ ঘোষের কথায়, "পঞ্চায়েত নির্বাচনের আগে ফের আক্রমণের রাজনীতি করছে তৃণমূল কংগ্রেস। আমাদের মন্ত্রী, নেতাদের উপর আক্রমণ, বাড়ি ঘেরাও করা হচ্ছে। আমাদেরও বিধায়ক, সাংসদ রয়েছেন। এবার আমরাও তৈরি রয়েছি। বাড়ির বিদ্যুৎ, জলের লাইন কেটে দেব। দরজায় গোবর নিয়ে গিয়ে লেপে দেব। কাউকে বাড়ি থেকে বের হতে দেব না। শুরু ওরা করেছে। আমরা শেষ করব।" এরপরই রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে বলেন, "রাজ্যের পুলিশ নপুংষক হয়ে গিয়েছে। আমাদের উপর কেউ আক্রমণ করলে আমরা তো আর বসিয়ে রসগোল্লা খাওয়াব না। এই সরকার আর চলবে না। 356 ধারা জারি নিয়ে কেন্দ্র সরকারের আরও একবার ভাবা উচিৎ।"

আরও পড়ুন: রাজ্যের মন্ত্রীদের গাছে বেঁধে রাখার হুঁশিয়ারি, তৃণমূলের ঘেরাও রাজনীতির বিরুদ্ধে পালটা সরব দিলীপ

সাংবাদিকদের এদিন তিনি আরও বলেন, "এর আগে বিজেপির কেন্দ্রীয় সভাপতি, রাজ্য সভাপতি, আমার উপর হামলা করা হয়েছিল। বিরোধীদের উপর আক্রমণ হওয়াটা কোনও নতুন বিষয় নয়। যতদিন যাচ্ছে তৃণমূলের যেসব নেতা দুর্নীতিতে জড়িত তারা গ্রেফতার হচ্ছে। দল আর সরকারে কোনও নিয়ন্ত্রণ নেই। মুখ্যমন্ত্রী নেতা আর দল বাঁচাতে লেগে রয়েছেন।"

দরজায় গোবর লেপে দেওয়ার নিদান দিলীপের

শিলিগুড়ি, 26 ফেব্রুয়ারি: কর্মীদের উপর আক্রমণ এবং বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ি ঘেরাওয়ের পর এবার পালটা ওষুধ তৈরি রাখার নিদান দিলেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। তৃণমূল কংগ্রেসের নেতা-মন্ত্রীদের বাড়ির জল, বিদ্যুতের সংযোগ কেটে দেওয়া, বাড়ির দরজায় গোবর লেপে দেওয়ার নিদান দিলেন দিলীপ ঘোষ। রবিবার সকালে শিলিগুড়ি পৌরনিগমের 23 নম্বর ওয়ার্ডে চায়-পে চর্চা কর্মসূচিতে যোগ দিয়েছিলেন তিনি। সেখানেই তিনি দলীয় নেতা-কর্মীদের এমন নিদান দিলেন ৷

রবিবার দিলীপ ঘোষের এই চায়-পে চর্চার অনুষ্ঠানে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ডাবগ্রাম-ফুলবাড়ির বিধায়ক শিখা চট্টোপাধ্যায়, শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন-সহ দলীয় কর্মী-সমর্থকরা। এদিনের কর্মসূচিতে আসন্ন পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভোট লুট ও সন্ত্রাসের অভিযোগ তুলে প্রতিবাদ গড়ে তোলার কথা জানান দিলীপ ঘোষ। শুধু তাই নয়, রাজ্যের আইনশৃঙ্খলা ভেঙে পরা ও চাকরি ও ডিএ নিয়ে টানা আন্দোলন নিয়ে ফের একবার 356 ধারা জারি নিয়ে মুখ খোলেন তিনি ৷

দিলীপ ঘোষের কথায়, "পঞ্চায়েত নির্বাচনের আগে ফের আক্রমণের রাজনীতি করছে তৃণমূল কংগ্রেস। আমাদের মন্ত্রী, নেতাদের উপর আক্রমণ, বাড়ি ঘেরাও করা হচ্ছে। আমাদেরও বিধায়ক, সাংসদ রয়েছেন। এবার আমরাও তৈরি রয়েছি। বাড়ির বিদ্যুৎ, জলের লাইন কেটে দেব। দরজায় গোবর নিয়ে গিয়ে লেপে দেব। কাউকে বাড়ি থেকে বের হতে দেব না। শুরু ওরা করেছে। আমরা শেষ করব।" এরপরই রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে বলেন, "রাজ্যের পুলিশ নপুংষক হয়ে গিয়েছে। আমাদের উপর কেউ আক্রমণ করলে আমরা তো আর বসিয়ে রসগোল্লা খাওয়াব না। এই সরকার আর চলবে না। 356 ধারা জারি নিয়ে কেন্দ্র সরকারের আরও একবার ভাবা উচিৎ।"

আরও পড়ুন: রাজ্যের মন্ত্রীদের গাছে বেঁধে রাখার হুঁশিয়ারি, তৃণমূলের ঘেরাও রাজনীতির বিরুদ্ধে পালটা সরব দিলীপ

সাংবাদিকদের এদিন তিনি আরও বলেন, "এর আগে বিজেপির কেন্দ্রীয় সভাপতি, রাজ্য সভাপতি, আমার উপর হামলা করা হয়েছিল। বিরোধীদের উপর আক্রমণ হওয়াটা কোনও নতুন বিষয় নয়। যতদিন যাচ্ছে তৃণমূলের যেসব নেতা দুর্নীতিতে জড়িত তারা গ্রেফতার হচ্ছে। দল আর সরকারে কোনও নিয়ন্ত্রণ নেই। মুখ্যমন্ত্রী নেতা আর দল বাঁচাতে লেগে রয়েছেন।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.