ETV Bharat / state

Dilip Ghosh on WB: নিশীথ প্রামাণিকের উপর হামলা! বাংলায় 356 ধারা জারির পরিস্থিতি, জানালেন দিলীপ ঘোষ - Dilip Ghosh demands to implicate section 356

শনিবার দুপুরে দিনহাটায় কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের উপর হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে ৷ এদিন সন্ধ্য়ায় শিলিগুড়িতে একটি কর্মসূচিতে দিলীপ ঘোষ জানালেন, সরকার যদি সরকার চালাতে না-পারে, তাহলে সরকার রেখে লাভ কী (Dilip Ghosh reaction over Nisith Pramanik attack) ?

Dilip Ghosh
দিলীপ ঘোষ
author img

By

Published : Feb 26, 2023, 8:31 AM IST

নিশীথ প্রামাণিকের উপর হামলার ঘটনায় 356 ধারা জারির কথা তুললেন দিলীপ ঘোষ

শিলিগুড়ি, 26 ফেব্রুয়ারি: বাংলায় 356 ধারা লাগু হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে ৷ শনিবার কোচবিহারের দিনহাটায় কেন্দ্রীয় মন্ত্রী নীশিথ প্রামাণিকের গাড়ি আক্রান্ত হয় ৷ এতে রাজ্যের ভূমিকার কড়া সমালোচনা করলেন বিজেপির সহ-সভাপতি দিলীপ ঘোষ ৷ এদিন রাতে শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রাম ফুলবাড়ি ব্লকের আশিঘর এলাকায় চায়ে পে চর্চা কর্মসূচিতে যোগ দেন দিলীপ ঘোষ (Dilip Ghosh claims section 356 over Nisith Pramanik attack in Dinhata) ৷

দলীয় সূত্রে জানা গিয়েছে, পঞ্চায়েত নির্বাচনের আগে জনসংযোগ বাড়াতে ওই কর্মসূচি ৷ এদিন কর্মসূচিতে দিলীপ ঘোষ ছাড়া উপস্থিত ছিলেন ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি জেলা বিজেপি সভাপতি বাপি গোস্বামী-সহ অন্য দলীয় কর্মী-সমর্থকরা ৷ শনিবার দুপুরে দিনহাটার বুড়িহাটে নিশীথ প্রামাণিককে লক্ষ্য করে বোমা ও পাথর ছোড়া হয় বলে অভিযোগ ৷ তাঁর গাড়ির কাচ ভেঙে যায় ৷ পুলিশের ব্যারিকেড থাকা সত্ত্বেও এই ঘটনা ঘটে ৷ তাই স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে ৷ এর জন্য তৃণমূল কংগ্রেসকে দায়ী করেছে বঙ্গ বিজেপি ৷

আরও পড়ুন: উত্তপ্ত দিনহাটা, ভাঙল নিশীথ প্রামাণিকের গাড়ির কাঁচ; এলাকায় বোমাবাজি

শনিবার সন্ধ্যায় চায়ে পে চর্চা কর্মসূচিতে রাজ্য ও রাজ্যের পুলিশকে একপ্রকার তুলোধোনা করেন দিলীপ ঘোষ ৷ সাংবাদিকদের তিনি বলেন, "এর আগে বিজেপির সভাপতি, রাজ্য সভাপতি থেকে শুরু করে আমার উপরও হামলা করা হয়েছে ৷ বিরোধীদের উপর আক্রমণ হওয়াটা কোনও নতুন বিষয় নয় ৷ যতদিন যাচ্ছে তৃণমূলের যেসব নেতারা দুর্নীতিতে জড়িত, তাঁরা গ্রেফতার হচ্ছেন ৷ দল আর সরকারে কোনও নিয়ন্ত্রণ নেই ৷ মুখ্যমন্ত্রী নেতা আর দল বাঁচাতে লেগে রয়েছেন ৷"

এরপর পঞ্চায়েত নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, "যতই পঞ্চায়েত নির্বাচনের দিন ঘনিয়ে আসছে, ততই মুখ্যমন্ত্রীর চিন্তা বাড়ছে ৷ বিরোধীদের সরিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার জন্য এই ধরনের পরিস্থিতি তৈরি করা হচ্ছে ৷ যে রাজ্যে কেন্দ্রীয় মন্ত্রীর কোনও নিরাপত্তা নেই, সেই রাজ্যে কোনও পুলিশ-প্রশাসন নেই ৷ সরকার থাকলেও তাদের ক্ষমতায় থাকার অধিকার নেই ৷" এরপরই তিনি বলেন, "আমার মনে হয়, রাজ্যে 356 ধারা জারি হওয়ার পরিবেশ তৈরি হয়েছে ৷ কেন্দ্র মানবে কি না সেটা অন্য কথা কিন্তু পরিস্থিতি এরকম তৈরি হয়ে আছে ৷ এই সরকার যদি চালাতে না পারে, তাহলে রেখে কী লাভ ? সবকিছু পূর্ব-পরিকল্পিত ৷ সরকারকে বুঝতে হবে, ধমকাতে হবে ৷ না হলে সরকারকে হঠাতে হবে ৷"

আরও পড়ুন: 'নিশীথের গুন্ডামির খেসারত দিতে হবে বিজেপি কর্মীদের, বাড়ি থেকে বের হতে দেওয়া হবে না', ফের বেলাগাম উদয়

নিশীথ প্রামাণিকের উপর হামলার ঘটনায় 356 ধারা জারির কথা তুললেন দিলীপ ঘোষ

শিলিগুড়ি, 26 ফেব্রুয়ারি: বাংলায় 356 ধারা লাগু হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে ৷ শনিবার কোচবিহারের দিনহাটায় কেন্দ্রীয় মন্ত্রী নীশিথ প্রামাণিকের গাড়ি আক্রান্ত হয় ৷ এতে রাজ্যের ভূমিকার কড়া সমালোচনা করলেন বিজেপির সহ-সভাপতি দিলীপ ঘোষ ৷ এদিন রাতে শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রাম ফুলবাড়ি ব্লকের আশিঘর এলাকায় চায়ে পে চর্চা কর্মসূচিতে যোগ দেন দিলীপ ঘোষ (Dilip Ghosh claims section 356 over Nisith Pramanik attack in Dinhata) ৷

দলীয় সূত্রে জানা গিয়েছে, পঞ্চায়েত নির্বাচনের আগে জনসংযোগ বাড়াতে ওই কর্মসূচি ৷ এদিন কর্মসূচিতে দিলীপ ঘোষ ছাড়া উপস্থিত ছিলেন ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি জেলা বিজেপি সভাপতি বাপি গোস্বামী-সহ অন্য দলীয় কর্মী-সমর্থকরা ৷ শনিবার দুপুরে দিনহাটার বুড়িহাটে নিশীথ প্রামাণিককে লক্ষ্য করে বোমা ও পাথর ছোড়া হয় বলে অভিযোগ ৷ তাঁর গাড়ির কাচ ভেঙে যায় ৷ পুলিশের ব্যারিকেড থাকা সত্ত্বেও এই ঘটনা ঘটে ৷ তাই স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে ৷ এর জন্য তৃণমূল কংগ্রেসকে দায়ী করেছে বঙ্গ বিজেপি ৷

আরও পড়ুন: উত্তপ্ত দিনহাটা, ভাঙল নিশীথ প্রামাণিকের গাড়ির কাঁচ; এলাকায় বোমাবাজি

শনিবার সন্ধ্যায় চায়ে পে চর্চা কর্মসূচিতে রাজ্য ও রাজ্যের পুলিশকে একপ্রকার তুলোধোনা করেন দিলীপ ঘোষ ৷ সাংবাদিকদের তিনি বলেন, "এর আগে বিজেপির সভাপতি, রাজ্য সভাপতি থেকে শুরু করে আমার উপরও হামলা করা হয়েছে ৷ বিরোধীদের উপর আক্রমণ হওয়াটা কোনও নতুন বিষয় নয় ৷ যতদিন যাচ্ছে তৃণমূলের যেসব নেতারা দুর্নীতিতে জড়িত, তাঁরা গ্রেফতার হচ্ছেন ৷ দল আর সরকারে কোনও নিয়ন্ত্রণ নেই ৷ মুখ্যমন্ত্রী নেতা আর দল বাঁচাতে লেগে রয়েছেন ৷"

এরপর পঞ্চায়েত নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, "যতই পঞ্চায়েত নির্বাচনের দিন ঘনিয়ে আসছে, ততই মুখ্যমন্ত্রীর চিন্তা বাড়ছে ৷ বিরোধীদের সরিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার জন্য এই ধরনের পরিস্থিতি তৈরি করা হচ্ছে ৷ যে রাজ্যে কেন্দ্রীয় মন্ত্রীর কোনও নিরাপত্তা নেই, সেই রাজ্যে কোনও পুলিশ-প্রশাসন নেই ৷ সরকার থাকলেও তাদের ক্ষমতায় থাকার অধিকার নেই ৷" এরপরই তিনি বলেন, "আমার মনে হয়, রাজ্যে 356 ধারা জারি হওয়ার পরিবেশ তৈরি হয়েছে ৷ কেন্দ্র মানবে কি না সেটা অন্য কথা কিন্তু পরিস্থিতি এরকম তৈরি হয়ে আছে ৷ এই সরকার যদি চালাতে না পারে, তাহলে রেখে কী লাভ ? সবকিছু পূর্ব-পরিকল্পিত ৷ সরকারকে বুঝতে হবে, ধমকাতে হবে ৷ না হলে সরকারকে হঠাতে হবে ৷"

আরও পড়ুন: 'নিশীথের গুন্ডামির খেসারত দিতে হবে বিজেপি কর্মীদের, বাড়ি থেকে বের হতে দেওয়া হবে না', ফের বেলাগাম উদয়

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.