ETV Bharat / state

লকডাউনে ভিন্ন ছবি, গরিবদের অন্ন তুলে দিচ্ছেন পুলিশ - দার্জিলিং

লকডাউন দেশে ঘরবন্দী মানুষ । কিন্তু ভবঘুরেদের কোথায় সচেতনতা । বাড়ি নেই, খাবার নেই । তাদের কাছে মাস্ক বা স্যানিটাইজ়ারের মূল্য কোথা থেকে আসবে । এই সব বিষয় মাথায় রেখেই তাদের পাশে দাঁড়াল পুলিশ । লাঠি উঁচিয়ে তাড়ানোর ঠিক উলটো ছবি দেখা গেল পাহাড়ে । ভবঘুরেদের হাতে পানীয় জল, বিস্কুট, খাদ্য সামগ্রী তুলে দেওয়ার পাশাপাশি দেওয়া হল মাস্ক ।

image
গরিবদের অন্ন তুলে দিচ্ছেন পুলিশ
author img

By

Published : Mar 29, 2020, 7:52 PM IST

দার্জিলিং, 29 মার্চ : কোরোনা আতঙ্কে কাঁপছে দেশ । বাড়ি থেকে না বেরনোর সতর্ক বার্তা দিয়ে মানুষকে বোঝানোর নিরন্তন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ । পরিস্থিতি সামাল দিতে গিয়ে কোথাও মারমুখী হতে দেখা যাচ্ছে তাদের । কোথাও আবার বুঝিয়ে ঘরে পাঠাতে । তবে, এবার অন্য এক ভূমিকায় সামনে এলেন তাঁরা । গরিবের পরিত্রাতা রূপে পাহাড়ে দুস্থদের মুখে অন্ন তুলে দিলেন । সঙ্গে কোরোনা থেকে রক্ষা পেতে বিলি করলেন মাস্ক ।

লকডাউন দেশে ঘরবন্দী মানুষ । কিন্তু ভবঘুরেদের কোথায় সচেতনতা । বাড়ি নেই, খাবার নেই । তাদের কাছে মাস্ক বা স্যানিটাইজ়ারের মূল্য কোথা থেকে আসবে । এই সব বিষয় মাথায় রেখেই তাদের পাশে দাঁড়াল পুলিশ । লাঠি উঁচিয়ে তাড়ানোর ঠিক উলটো ছবি দেখা গেল পাহাড়ে । ভবঘুরেদের হাতে পানীয় জল, বিস্কুট, খাদ্য সামগ্রী তুলে দেওয়ার পাশাপাশি দেওয়া হল মাস্ক । এতে বিশেষ ভূমিকা নিলেন দার্জিলিং জেলা পুলিশের সাব ইন্সপেক্টর আইনুল হক ।

দার্জিলিং থানার IC তীর্থ নাথ পুরো বিষয়টি বিশ্লেষণ করতে গিয়ে বলেন, এখনই উপযুক্ত সময়, মানুষের পাশে দাঁড়ানোর । সামাজিক দূরত্ব মানে এই নয় যে অসহায়দের পাশে দাঁড়ানো যাবে না । মানুষ মানুষের সহায়তায় যাবে না । কেবল সচেতন ও সতর্ক থাকতে হবে । একজনের থেকে আরেকজনের মধ্যে নির্দিষ্ট দূরত্ব রাখতে হবে । কিন্তু অসহায়, ভবঘুরেদের পাশে দাঁড়ানোর এটাই উপযুক্ত সময় ।

image
মাস্ক পরিয়ে দিচ্ছেন পুলিশ

অন্যদিকে, লকডাউনের জেরে কাজ বন্ধ চা বাগানগুলিতে । কাজ নেই চা শ্রমিকদের । তাদের খাদ্যাভাবের কথা মাথায় রেখে দার্জিলিংয়ের সিংলা চা বাগানের 21 টি দুস্থ পরিবারকে খাদ্য সামগ্রী দিল দার্জিলিং জেলা পুলিশ ।

image
মাস্ক পরিয়ে দিচ্ছেন পুলিশ

দার্জিলিং, 29 মার্চ : কোরোনা আতঙ্কে কাঁপছে দেশ । বাড়ি থেকে না বেরনোর সতর্ক বার্তা দিয়ে মানুষকে বোঝানোর নিরন্তন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ । পরিস্থিতি সামাল দিতে গিয়ে কোথাও মারমুখী হতে দেখা যাচ্ছে তাদের । কোথাও আবার বুঝিয়ে ঘরে পাঠাতে । তবে, এবার অন্য এক ভূমিকায় সামনে এলেন তাঁরা । গরিবের পরিত্রাতা রূপে পাহাড়ে দুস্থদের মুখে অন্ন তুলে দিলেন । সঙ্গে কোরোনা থেকে রক্ষা পেতে বিলি করলেন মাস্ক ।

লকডাউন দেশে ঘরবন্দী মানুষ । কিন্তু ভবঘুরেদের কোথায় সচেতনতা । বাড়ি নেই, খাবার নেই । তাদের কাছে মাস্ক বা স্যানিটাইজ়ারের মূল্য কোথা থেকে আসবে । এই সব বিষয় মাথায় রেখেই তাদের পাশে দাঁড়াল পুলিশ । লাঠি উঁচিয়ে তাড়ানোর ঠিক উলটো ছবি দেখা গেল পাহাড়ে । ভবঘুরেদের হাতে পানীয় জল, বিস্কুট, খাদ্য সামগ্রী তুলে দেওয়ার পাশাপাশি দেওয়া হল মাস্ক । এতে বিশেষ ভূমিকা নিলেন দার্জিলিং জেলা পুলিশের সাব ইন্সপেক্টর আইনুল হক ।

দার্জিলিং থানার IC তীর্থ নাথ পুরো বিষয়টি বিশ্লেষণ করতে গিয়ে বলেন, এখনই উপযুক্ত সময়, মানুষের পাশে দাঁড়ানোর । সামাজিক দূরত্ব মানে এই নয় যে অসহায়দের পাশে দাঁড়ানো যাবে না । মানুষ মানুষের সহায়তায় যাবে না । কেবল সচেতন ও সতর্ক থাকতে হবে । একজনের থেকে আরেকজনের মধ্যে নির্দিষ্ট দূরত্ব রাখতে হবে । কিন্তু অসহায়, ভবঘুরেদের পাশে দাঁড়ানোর এটাই উপযুক্ত সময় ।

image
মাস্ক পরিয়ে দিচ্ছেন পুলিশ

অন্যদিকে, লকডাউনের জেরে কাজ বন্ধ চা বাগানগুলিতে । কাজ নেই চা শ্রমিকদের । তাদের খাদ্যাভাবের কথা মাথায় রেখে দার্জিলিংয়ের সিংলা চা বাগানের 21 টি দুস্থ পরিবারকে খাদ্য সামগ্রী দিল দার্জিলিং জেলা পুলিশ ।

image
মাস্ক পরিয়ে দিচ্ছেন পুলিশ
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.