ETV Bharat / state

Joyrides during Puja: পর্যটকদের জন্য সুখবর ! পুজোর ছুটিতে জয়রাইড বাড়াল ডিএইচআর

এখন বিপর্যস্ত সিকিম ৷ বন্ধ রয়েছে 10 নম্বর জাতীয় সড়ক ৷ আর পুজোর মুখে সেই কারণে পর্যটকদের জন্য উপহার দার্জিলিং হিমালয়ান রেল কর্তৃপক্ষের ৷

Diesel Joyrides News
পুজোর ছুটিতে চারটি ডিজেল জয়রাইড বাড়ালো ডিএইচআর
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 13, 2023, 6:35 PM IST

Updated : Oct 13, 2023, 6:45 PM IST

দার্জিলিং, 13 অক্টোবর: লোনাক হ্রদের বাঁধ ভেঙে বিপর্যস্ত সিকিম । বন্ধ রয়েছে 10 নম্বর জাতীয় সড়ক । আর পুজোর মুখে সেই কারণে পর্যটকদের জন্য উপহার দার্জিলিং হিমালয়ান রেল কর্তৃপক্ষের । বাড়ানো হচ্ছে আরও চারটি জয়রাইড । এখন থেকে পাহাড়ে হেরিটেজ টয়ট্রেনের সংখ্যা বেড়ে হল এক ডজন । সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানিয়েছে দার্জিলিং হিমালয়ান রেল (ডিএইচআর) কর্তৃপক্ষ । বাড়তি ওই জয়রাইড চলবে 2024-এর 15 জানুয়ারি পর্যন্ত।

দেশ-বিদেশের পর্যটকদের কাছে শৈলরানিতে টাইগার হিল আর টয়ট্রেনই মূল আকর্ষণ । দিনের পর দিন বাড়ছে টয়ট্রেনের জনপ্রিয়তা । এখন থেকেই শুরু হয়েছে টয়ট্রেনের জয়রাইডের বুকিং । আগামীতে চাহিদা আরও বাড়বে । আর সেই কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে ডিএইচআর কর্তৃপক্ষ ।
ডিএইচআর ডিরেক্টর প্রিয়াংশু জানান, দার্জিলিংয়ে পুজোর ভ্রমণে টয়ট্রেনের জয়রাইডের মজা উপভোগ করা থেকে পর্যটকরা যাতে বঞ্চিত না হন তার জন্যই আরও চারটি জয় রাইড বাড়ানো হল । চাহিদা বাড়লে জয়রাইডের সংখ্যা আরও বাড়নো হতে পারে ।

দার্জিলিং চায়ের পেয়ালায় চুমুক দিতে দিতে হেরিটেজ টয়ট্রেনে চেপে দার্জিলিং পাহাড়ের আঁকাবাঁকা পথে শৈলরানিত নৈস্বর্গিক সৌন্দর্য উপভোগের মতো রোমাঞ্চকর অভিজ্ঞতা কিছু নেই। জনপ্রিয়তার সঙ্গে বেড়েছে যাত্রীর সংখ্যাও । গত আর্থিক বছরে টয়ট্রেনের ইতিহাসে রেকর্ড আয় হয়েছে। জয় রাইডের বিপুল জনপ্রিয়তার জন্যই রেকর্ড পরিমাণ আয় হয়েছে বলে জানান উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে ৷

উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে বলেন, "আন্তর্জাতিক ক্ষেত্রে টয়ট্রেন ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে । যাত্রী সংখ্যা বেড়েই চলেছে । গত আর্থিক বছরে টয়ট্রেনে মোট এক লক্ষ 56 হাজার যাত্রী চড়েছিল । আয় হয় 19 কোটি 21 লক্ষ টাকা। করোনা সংক্রমণের আগে 2018-19 আর্থিক বর্ষে সর্বাধিক আয়ের রেকর্ড ছিল এক লক্ষ 18 হাজার যাত্রী । আয় হয়েছিল এক কোটি 18 লাক্ষ টাকা । জানা গিয়েছে, প্রথম জয়রাইড ঘুম স্টেশন থেকে ছাড়বে সকাল 9:20 মিনিটে । দ্বিতীয়টি 10:25 মিনিটে, তৃতীয়টি 1:25 মিনিটে ও চতুর্থটি 2:35 মিনিটে ।

আরও পড়ুন: হড়পা বানে বিধ্বস্ত কালিম্পং! জলের তলায় 'গুপ্তধন' পেলেন মহিলা

দার্জিলিং, 13 অক্টোবর: লোনাক হ্রদের বাঁধ ভেঙে বিপর্যস্ত সিকিম । বন্ধ রয়েছে 10 নম্বর জাতীয় সড়ক । আর পুজোর মুখে সেই কারণে পর্যটকদের জন্য উপহার দার্জিলিং হিমালয়ান রেল কর্তৃপক্ষের । বাড়ানো হচ্ছে আরও চারটি জয়রাইড । এখন থেকে পাহাড়ে হেরিটেজ টয়ট্রেনের সংখ্যা বেড়ে হল এক ডজন । সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানিয়েছে দার্জিলিং হিমালয়ান রেল (ডিএইচআর) কর্তৃপক্ষ । বাড়তি ওই জয়রাইড চলবে 2024-এর 15 জানুয়ারি পর্যন্ত।

দেশ-বিদেশের পর্যটকদের কাছে শৈলরানিতে টাইগার হিল আর টয়ট্রেনই মূল আকর্ষণ । দিনের পর দিন বাড়ছে টয়ট্রেনের জনপ্রিয়তা । এখন থেকেই শুরু হয়েছে টয়ট্রেনের জয়রাইডের বুকিং । আগামীতে চাহিদা আরও বাড়বে । আর সেই কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে ডিএইচআর কর্তৃপক্ষ ।
ডিএইচআর ডিরেক্টর প্রিয়াংশু জানান, দার্জিলিংয়ে পুজোর ভ্রমণে টয়ট্রেনের জয়রাইডের মজা উপভোগ করা থেকে পর্যটকরা যাতে বঞ্চিত না হন তার জন্যই আরও চারটি জয় রাইড বাড়ানো হল । চাহিদা বাড়লে জয়রাইডের সংখ্যা আরও বাড়নো হতে পারে ।

দার্জিলিং চায়ের পেয়ালায় চুমুক দিতে দিতে হেরিটেজ টয়ট্রেনে চেপে দার্জিলিং পাহাড়ের আঁকাবাঁকা পথে শৈলরানিত নৈস্বর্গিক সৌন্দর্য উপভোগের মতো রোমাঞ্চকর অভিজ্ঞতা কিছু নেই। জনপ্রিয়তার সঙ্গে বেড়েছে যাত্রীর সংখ্যাও । গত আর্থিক বছরে টয়ট্রেনের ইতিহাসে রেকর্ড আয় হয়েছে। জয় রাইডের বিপুল জনপ্রিয়তার জন্যই রেকর্ড পরিমাণ আয় হয়েছে বলে জানান উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে ৷

উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে বলেন, "আন্তর্জাতিক ক্ষেত্রে টয়ট্রেন ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে । যাত্রী সংখ্যা বেড়েই চলেছে । গত আর্থিক বছরে টয়ট্রেনে মোট এক লক্ষ 56 হাজার যাত্রী চড়েছিল । আয় হয় 19 কোটি 21 লক্ষ টাকা। করোনা সংক্রমণের আগে 2018-19 আর্থিক বর্ষে সর্বাধিক আয়ের রেকর্ড ছিল এক লক্ষ 18 হাজার যাত্রী । আয় হয়েছিল এক কোটি 18 লাক্ষ টাকা । জানা গিয়েছে, প্রথম জয়রাইড ঘুম স্টেশন থেকে ছাড়বে সকাল 9:20 মিনিটে । দ্বিতীয়টি 10:25 মিনিটে, তৃতীয়টি 1:25 মিনিটে ও চতুর্থটি 2:35 মিনিটে ।

আরও পড়ুন: হড়পা বানে বিধ্বস্ত কালিম্পং! জলের তলায় 'গুপ্তধন' পেলেন মহিলা

Last Updated : Oct 13, 2023, 6:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.