ETV Bharat / state

গন্তব্য জম্মু, শিলিগুড়িতে 20 লাখ টাকার আফিমসহ ধৃত দুই পাচারকারী - jammu And kashmir

শিলিগুড়িকে করিডোর করে সোনা ও মাদক পাচারের ঘটনা নতুন কিছু নয় । তবে শিলিগুড়িকে করিডোর করে জম্মু-কাশ্মীরে আফিম পাঁচারের ঘটনা ভাবিয়ে তুলছে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের আধিকারিকদের ।

পাচারকারী
author img

By

Published : Oct 2, 2019, 7:08 PM IST

শিলিগুড়ি, 2 অক্টোবর : জম্মু-কাশ্মীরে আফিম পাচারের অভিযোগ ৷ শিলিগুড়ির চম্পাশরিতে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল কেন্দ্রীয় গোয়েন্দা ৷ রাজস্ব দপ্তরের আধিকারিকরা পাকড়াও করেছেন দুই আফিম পাচারকারীকে । গুয়াহাটি থেকে আসা একটি বাস থেকে এদের পাকড়াও করা হয় ৷ অমর জিৎ সিং ও জ্যোতি শর্মা নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করার পর জিজ্ঞাসাবাদ করছে পুলিশ । দুই ব্যক্তি জম্মুরই বাসিন্দা ৷ তাদের থেকে উদ্ধার হয়েছে মোট 6 কিলোগ্রাম 451 গ্রাম আফিম৷ উদ্ধার হওয়া আফিমের আনুমানিক বাজারদর 19 লাখ 63 হাজার 300 টাকা ।

কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তর সূত্রে খবর, ধৃতরা মূলত ক্যারিয়ার হিসেবে কাজ করছিল । এর পিছনে বড় চক্র রয়েছে ৷ তাদের খোঁজে তদন্ত শুরু হয়েছে ৷ জানা গিয়েছে, ধৃতরা মণিপুর থেকে ওই বিপুল পরিমাণ আফিম নিয়ে আসছিল । প্রথমে গুয়াহাটি, তারপর শিলিগুড়ি হয়ে ধৃতদের গন্তব্য ছিল জম্মু-কাশ্মীর ।

কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের আইনজীবী রতন বণিক বলেন, "কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের আধিকারিকদের তৎপরতায় পাচার আটকানো সম্ভব হয়েছে । ধৃতরা গুয়াহাটি থেকে বাসে করে শিলিগুড়ি এসেছিল । গোপন সূত্রে খবর পেয়ে আজ সকালে বাসে তল্লাশি অভিযান চালানো হয়৷ সেই সময় বাসে ধৃতদের ব্যাগ থেকে উদ্ধার হয় ওই বিপুল পরিমাণ আফিম । আজ ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হলে একদিনের জেলা হেপাজতের নির্দেশ দেওয়া হয়েছে । আগামীকাল ধৃতদের বিশেষ আদালতে তোলা হবে ।''

শিলিগুড়ি, 2 অক্টোবর : জম্মু-কাশ্মীরে আফিম পাচারের অভিযোগ ৷ শিলিগুড়ির চম্পাশরিতে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল কেন্দ্রীয় গোয়েন্দা ৷ রাজস্ব দপ্তরের আধিকারিকরা পাকড়াও করেছেন দুই আফিম পাচারকারীকে । গুয়াহাটি থেকে আসা একটি বাস থেকে এদের পাকড়াও করা হয় ৷ অমর জিৎ সিং ও জ্যোতি শর্মা নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করার পর জিজ্ঞাসাবাদ করছে পুলিশ । দুই ব্যক্তি জম্মুরই বাসিন্দা ৷ তাদের থেকে উদ্ধার হয়েছে মোট 6 কিলোগ্রাম 451 গ্রাম আফিম৷ উদ্ধার হওয়া আফিমের আনুমানিক বাজারদর 19 লাখ 63 হাজার 300 টাকা ।

কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তর সূত্রে খবর, ধৃতরা মূলত ক্যারিয়ার হিসেবে কাজ করছিল । এর পিছনে বড় চক্র রয়েছে ৷ তাদের খোঁজে তদন্ত শুরু হয়েছে ৷ জানা গিয়েছে, ধৃতরা মণিপুর থেকে ওই বিপুল পরিমাণ আফিম নিয়ে আসছিল । প্রথমে গুয়াহাটি, তারপর শিলিগুড়ি হয়ে ধৃতদের গন্তব্য ছিল জম্মু-কাশ্মীর ।

কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের আইনজীবী রতন বণিক বলেন, "কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের আধিকারিকদের তৎপরতায় পাচার আটকানো সম্ভব হয়েছে । ধৃতরা গুয়াহাটি থেকে বাসে করে শিলিগুড়ি এসেছিল । গোপন সূত্রে খবর পেয়ে আজ সকালে বাসে তল্লাশি অভিযান চালানো হয়৷ সেই সময় বাসে ধৃতদের ব্যাগ থেকে উদ্ধার হয় ওই বিপুল পরিমাণ আফিম । আজ ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হলে একদিনের জেলা হেপাজতের নির্দেশ দেওয়া হয়েছে । আগামীকাল ধৃতদের বিশেষ আদালতে তোলা হবে ।''

Intro:শিলিগুড়িকে কড়িডোর করে জম্মু-কাশ্মীরে আফিম পাঁচার, গ্রেপ্তার দুই জম্মুনিবাসী

শিলিগুড়ি, ২ অক্টোবরঃ শিলিগুড়িকে কড়িডোর করে সোনা ও গাঁজা পাচারের ঘটনা নতুন কিছু নয়। তবে শিলিগুড়িকে কড়িডোর করে জম্মু-কাশ্মীরে গাঁজা পাঁচারের ঘটনা ভাবিয়ে তুলছে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের আধিকারীকদের। সেক্ষেত্রে এবার কোমড় শক্ত করে তদন্ত শুরু করতে চলেছে আধিকারীকেরা।

Body:শিলগুড়িকে কড়িডোর করে আফিম পাঁচারের ঘটনায় আজ সকালে চম্পাশরি এলাকায় আসাম নম্বরের একটি বাস থেকে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের আধিকারীকেরা। ধৃতরা হল অমর জিৎ সিং ও জ্যোতি শর্মা। দুজনেই জম্মু নিবাসী। তাদের কাছ থেকে উদ্ধার হওয়া মোট আফিমের পরিমাণ ৬ কেজি ৪৫১ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য ১৯ লক্ষ ৬৩ হাজার ৩০০ টাকা। গোয়েন্দা সূত্রে খবর, ধৃতরা ক্যারিয়র হিসেবে কাজ করছিল। পূর্বেও একইভাবে পাচারকান্ডে জড়িত ছিল তারা।

কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তর সূত্রে খবর, ধৃতরা মূলত ক্যারিয়ার হিসেবে কাজ করছিল। এই ঘটনার পূর্ণতা দেওয়ার পেছনে আরও অনেক মাথা রয়েছে। তাদের খোঁজে তদন্ত শুরু হচ্ছে নতুনভাবে। জানা গিয়েছে, ধৃতরা মনিপুর থেকে ওই বিপুল পরিমাণ আফিম মণিপুর থেকে নিয়ে আসছিল। প্রথমে গৌহাটি তারপর শিলিগুড়ি। সর্বশেষ গন্তব্য ছিল জম্মু-কাশ্মীর।

Conclusion:কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের তরফে আইনজীবী রতন বনিক বলেন, এই প্রথম এমন ঘটনা ঘটল। যদিও কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের আধিকারীকদের তৎপরতায় পাচার রোখা সম্ভব হয়েছে। ধৃতরা গৌহাটি থেকে আসম নম্বরের বাসে করে শিলিগুড়ি এসেছিল। সূত্রের খবর মোতাবেক অভিযান চালিয়ে এদিন সকালে চম্পাশরি এলাকায় বাসে অভিযান চালানো হয়। সেসময় বাসে থাকা সকল যাত্রীদের ব্যাগে তল্লাশি চালাতেই ধৃতদের কাছে থাকা পৃথক দুটি ব্যাগ থেকে উদ্ধার হয় ওই বিপুল পরিমাণ আফিম। এদিন ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হলে একদিনের জেলা হেফাজতের নির্দেশ দেওয়া হয়। আগামীকাল ধৃতদের বিশেষ আদালতে তোলা হবে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.