দার্জিলিং, 10 নভেম্বর: 2024-এর লোকসভা নির্বাচনের আগে ফের আলাদা গোর্খাল্যান্ড রাজ্যের দাবিতে বিডিও-এর মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদান করল ভারতীয় গোর্খা পরিসংখ (Deputation Given by Gorkha Parisankha)। একদিকে, গ্রেটার নেতা পৃথক কামতাপুর রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে সুর চড়িয়েছেন, অন্যদিকে পৃথক রাজ্য গোর্খাল্যান্ডের (Gorkhaland) দাবিতে ফের সুর চড়ল।
আর এ নিয়ে উত্তরবঙ্গের রাজনৈতিকমহলে অস্থিরতার সৃষ্টি হয়েছে। লোকসভা নির্বাচনের আগে পৃথক রাজ্যের দাবিকে ইস্যুকে কাজে লাগিয়ে ময়দানে নামতে চাইছে অন্যান্য রাজনৈতিক দলগুলি। এদিন সারা দেশে 22টি গোর্খা সংগঠন স্থানীয় প্রশাসনের মাধ্যমে গোর্খাল্যান্ডের দাবি জানায়।
ভারতীয় গোর্খা পরিসংখের সভাপতি আকাশ লামা বলেন, "প্রধানমন্ত্রী 2017 সালে যে পৃথক রাজ্যের দাবিকে মেনে নিয়েছিলেন, গোর্খার স্বপ্নকে নিজের স্বপ্ন বলেছিলেন আমরা সেই আশ্বাস পূরণ চাইছি। আমরা প্রধানমন্ত্রীকেও পৃথক রাজ্যের দাবি জানিয়ে চিঠি দিয়েছি। আমরা চাই প্রধানমন্ত্রী আমাদের দাবি পূরণ করুক।"
প্রসঙ্গত, 2017 সালে পৃথক রাজ্য গোর্খাল্যান্ডের দাবিতে সশস্ত্র আন্দেলন শুরু করেছিলেন মোর্চা নেতা বিমল গুরুং ৷ কিন্তু রাজ্য সরকারের হস্তক্ষেপে 102 দিনের টানা বন্ধের পর ধীরে ধীরে পাহাড় স্বাভাবিক ছন্দে ফিরে আসে ৷ 2023-এর পঞ্চায়েত নির্বাচন ও 2024-এর লোকসভা নির্বাচনের আগে পাহাড়ে নিজের হারানো মাটি ফিরে পেতে ফের একবার পৃথক রাজ্যের দাবিতে ইস্যু করছেন মোর্চা নেতা বিমল গুরুং (Bimal Gurung) ৷
আরও পড়ুন: দাবি সেই পৃথক গোর্খাল্যান্ড, বিমল গুরুং কি বিজেপি মুখী ?
আগামী 10 ও 11 ডিসেম্বর রাজধানী দিল্লিতে সমস্ত গোর্খা সংগঠনদের নিয়ে একটি কেন্দ্রস্তরের কনভেনশন করতে চলেছে গুরুং ৷ এমত অবস্থায় পাহাড়ের বর্তমান শাসকদল অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা বাদে বাকি সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলির নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে ওই একই ইস্যুতে কাজে লাগাতে চাইছে বলে মনে করছে রাজনৈতিক মহল ৷