ETV Bharat / state

পাহাড়ে ডেঙ্গির প্রাদুর্ভাব, চিন্তায় চিকিৎসকরা

সমতল ছেড়ে এবার পাহাড়ে ডেঙ্গির প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ইতিমধ্যেই কালিম্পং জেলায় বেশ কয়েকজন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। ফলে চিন্তায় রয়েছে স্বাস্থ্য দপ্তর।

পদযাত্রা
author img

By

Published : Mar 6, 2019, 1:38 PM IST

কালিম্পং, ৬ মার্চ : সমতল ছেড়ে এবার পাহাড়ে ডেঙ্গির প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ইতিমধ্যেই কালিম্পং জেলায় বেশ কয়েকজন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। ফলে চিন্তায় রয়েছে স্বাস্থ্য দপ্তর।

কালিম্পং জেলায় ডেঙ্গির উপসর্গ নিয়ে অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন। তবে এখনও পর্যন্ত কালিম্পং জেলায় ডেঙ্গিতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। সচেতনতা বাড়াতে গতকাল কালিম্পঙে পদযাত্রা করা হয়। এই পদযাত্রায় উপস্থিত ছিলেন জেলার স্বাস্থ্য কার্মী, পুলিশ, পৌরসভার কর্মীরা।

ডেঙ্গির প্রাদুর্ভাব স্বীকার করে কালিম্পং জেলার উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস বলেন, "কালিম্পং জেলার মধ্যে রম্ভি ও গোরুবাথান এলাকায় বেশ কয়েকজন ডেঙ্গিতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন। পাহাড়ে এডিস মশার সংখ্যা বেড়েছে। উষ্ণায়নের ফলে পাহাড়ের তাপমাত্রার পরিবর্তন হচ্ছে। তবে এখনও পর্যন্ত ডেঙ্গিতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। সতর্কতা ও সচেনতার অঙ্গ হিসাবেই ডেঙ্গি সচেনতার ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে পদযাত্রা করা হয়।"

জেলার স্বাস্থ্য কর্তাদের আবেদন, জ্বরে আক্রান্ত হলেই রক্ত পরীক্ষা করার পাশপাশি নিকটবর্তী হাসপাতালে গিয়ে চিকিৎসক দেখান। জেলা হাসপাতালে ডেঙ্গি চিকিৎসার যাবতীয় ব্যবস্থা রয়েছে।

কালিম্পং, ৬ মার্চ : সমতল ছেড়ে এবার পাহাড়ে ডেঙ্গির প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ইতিমধ্যেই কালিম্পং জেলায় বেশ কয়েকজন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। ফলে চিন্তায় রয়েছে স্বাস্থ্য দপ্তর।

কালিম্পং জেলায় ডেঙ্গির উপসর্গ নিয়ে অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন। তবে এখনও পর্যন্ত কালিম্পং জেলায় ডেঙ্গিতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। সচেতনতা বাড়াতে গতকাল কালিম্পঙে পদযাত্রা করা হয়। এই পদযাত্রায় উপস্থিত ছিলেন জেলার স্বাস্থ্য কার্মী, পুলিশ, পৌরসভার কর্মীরা।

ডেঙ্গির প্রাদুর্ভাব স্বীকার করে কালিম্পং জেলার উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস বলেন, "কালিম্পং জেলার মধ্যে রম্ভি ও গোরুবাথান এলাকায় বেশ কয়েকজন ডেঙ্গিতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন। পাহাড়ে এডিস মশার সংখ্যা বেড়েছে। উষ্ণায়নের ফলে পাহাড়ের তাপমাত্রার পরিবর্তন হচ্ছে। তবে এখনও পর্যন্ত ডেঙ্গিতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। সতর্কতা ও সচেনতার অঙ্গ হিসাবেই ডেঙ্গি সচেনতার ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে পদযাত্রা করা হয়।"

জেলার স্বাস্থ্য কর্তাদের আবেদন, জ্বরে আক্রান্ত হলেই রক্ত পরীক্ষা করার পাশপাশি নিকটবর্তী হাসপাতালে গিয়ে চিকিৎসক দেখান। জেলা হাসপাতালে ডেঙ্গি চিকিৎসার যাবতীয় ব্যবস্থা রয়েছে।

WB_DARJ_05MAR_19_BINOY_SANJIB_7205425 ------------- প্রধানমন্ত্রীও দার্জিলিং লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হলে হারবেন, বিনয় কালিম্পং, ০৫ মার্চ : স্বয়ং প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদিও দার্জিলিং লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হলে হারবেন । তাঁকেও পরাজিত করে পাঠাবেন বিনয় তামাঙরা। মঙ্গলবার কালিম্পংয়ে বিনয় তামাঙ একথা বলেন। তিনি বলেন সুরিন্দর সিং আলুওয়ালিয়া তো বটেই প্রধানমন্ত্রী প্রার্থী হলেও পরাজিত করে ছাড়বেন তাঁরা । তিনি বলেন, মোর্চা এবার থার্ড ফ্রন্টে রয়েছে । সেখানে রয়েছে তৃণমূল কংগ্রেসও । দার্জিলিং লোকসভা কেন্দ্র থেকে এবার থার্ড ফ্রন্টের প্রার্থীই জয়ী হবে । দার্জিলিং লোকসভা ভোটে বিনয় তামাঙদের প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপিই বলে এদিন জানিয়েছেন বিনয় । বলেন, দু' দুবার বিজেপি প্রার্থীকে ভোট দিয়ে জিতিয়ে দেখেছেন তাঁরা । ফল কী মিলল । উল্টে যাঁরা ভোট দিলেন, তাঁদেরকেই বিদেশি, নেপাল থেকে এসেছে বলে লাঞ্ছনা শুনতে হল। বিনয় বলেন, যতদিন ভারত -নেপাল চুক্তির পর্যালোচনা বা সংসোধন হবে না, ততদিন এই লাঞ্ছনা তাঁদের শুনতে হবে । তাই লোকসভা ভোটে জিতে তৃতীয় ফ্রন্ট কেন্দ্রের সরকার গড়লে ইন্দো-নেপাল সীমান্ত চুক্তির পর্যালোচনা বা সংসোধনের জন্য চাপ দিবেন তাঁরা । দার্জিলিং লোকসভা কেন্দ্রে এবার পাহাড় থেকে ভূমিপুত্র বা ভূমিপুত্রী তৃতীয় ফ্রন্টের প্রার্থী হবেন বলে এদিনও জোরের সঙ্গে বলেন তিনি । কে সেই প্রার্থী তা-ও শীঘ্রই চূড়ান্ত হয়ে যাবে এবং ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিনয়। পাহাড়ে জিএনএলএফ, গোর্খালিগ, জাপ সহ ১৬ দলের জোট নিয়ে জিটিএ-এর প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান তথা মোর্চা -২ এর সভাপতি বিনয় তামাঙ খুব একটা গুরুত্ব দিতে নারাজ । সদ্য মোর্চা থেকে পদত্যাগ করেন কালিম্পংয়ের শামসের আলি । এরফলে দলের কোনোও ক্ষতি হবে না বলেও সাফ জানিয়ে দেন বিনয় তামাঙ।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.