শিলিগুড়ি, 18 জুলাই : কোরোনা আবহে একাংশ বেসরকারি স্কুল অনলাইন ক্লাসের নামে ফি নিচ্ছে বলে অভিযোগ৷ এর প্রতিবাদে পথে নামল SFI। অভিভাবকদের সঙ্গে নিয়ে গতকাল দার্জিলিঙের জেলাশাসককে এই মর্মে স্মারকলিপি দেয় তারা । একইসঙ্গে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের শিক্ষানীতির সমালোচনা করেন SFI-এর দার্জিলিং জেলার সভাপতি সাগর শর্মা।
জেলাশাসককে স্মারকলিপি দেওয়ার পর SFI-এর জেলা সভাপতি বলেন, এখন এই মহামারীর সময়ে অভিভাবকদের অনেকেরই চাকরি নেই । আর্থিক সংকটে থাকা ওইসব পরিবার কীভাবে স্কুলে ফি দেবে ? তাই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এবং স্কুলে ক্লাস না হওয়া পর্যন্ত স্কুল ফি মকুবের দাবি জানানো হয়েছে । ”
বিষয়টি নিয়ে স্টেক হোল্ডারদের নিয়ে বৈঠকেরও দাবি জানিয়েছেন তিনি। অভিযোগ, সরকার পোষিত বা অনুদানপ্রাপ্ত স্কুলগুলিতে পঠন-পঠন বন্ধ থাকলেও বেসরকারি স্কুলগুলি অনলাইনে ক্লাস নেওয়ার নামে পুরো ফি নিচ্ছে । তাই অভিভাবক ও ছাত্র সংগঠন SFI-এর দাবি, এই পরিস্থিতিতে কোনওভাবেই যাতে স্কুল ফি না নেওয়া হয়৷