ETV Bharat / state

প্রবল স্রোতই বাধা, দেহের খোঁজ না পেয়ে হতাশ পরিজনেরা - Deadbody

সেবকে তিস্তায় গাড়ি সমেত তলিয়ে যাওয়া পর্যটকদের দেহ উদ্ধারে বাধা হয়ে দাঁড়িয়েছে তিস্তার জলের প্রবল স্রোত । সহায়তার জন্য চাওয়া হয়েছে কেন্দ্রীয় সাহায্য ৷

গৌতম দেব
author img

By

Published : Jul 19, 2019, 10:38 PM IST

সেবক , 19 জুলাই : সেবকে গাড়ি সমেত তলিয়ে যাওয়া পর্যটকদের দেহ উদ্ধারে বাধা হয়ে দাঁড়িয়েছে তিস্তার জলের প্রবল স্রোত ।
তিস্তার গতিপথে রম্ভি থেকে কালিঝোরা পর্যন্ত NHPC-‌র তিনটি বিদ্যুৎ প্রকল্প রয়েছে । জল বন্ধের ব্যাপারে সেখান থেকে কোনও সহযোগিতা নেই বলে বৃহস্পতিবার শিলিগুড়িতে জানান পর্যটনমন্ত্রী গৌতম দেব । এ নিয়ে প্রশাসনিক পর্যায়ে NHPC কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হয়েছে বলেও জানান তিনি । উদ্ধারকারী দল ছাড়াও তল্লাশিতে নৌসেনা নামানো হয়েছে ।

দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তাকেও এই বিষয় নিয়ে উদ্যোগী হতে আবেদন জানান মন্ত্রী ।
এদিন আবার দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির মৃত চালকের পরিবারের সদস্যরা পর্যটনমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন । মন্ত্রী পরিবারটিকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন । মৃত রাকেশের দুই ভাই রোশন ও রবীনকে পর্যটন দপ্তরে চাকরির দেওয়ার সিদ্ধান্ত হয়েছে । এর পাশাপাশি হোম–স্টে করার জন্য দুই ভাগে পরিবারটিকে ৩ লক্ষ টাকা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে ।


গত ১০ জুলাই সেবকে রাজস্থানের ৩ পর্যটক ও গাড়ির চালক সহ ৪ জন ভরা তিস্তায় তলিয়ে যান । তখন থেকে তল্লাশি চললেও এখনও পর্যন্ত একমাত্র অমন গর্গ নামে এক পর্যটকের মৃতদেহ উদ্ধার হয়েছে । খোঁজ মেলেনি গৌরব শর্মা, গোপাল নারওয়ানির । উদ্ধার করা যায়নি দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিও । তল্লাশি নিয়ে অভিযোগও ওঠে । এ প্রসঙ্গে পর্যটনমন্ত্রী বলেন, "কেন্দ্রীয় সরকার জলবিদ্যুৎ প্রকল্পের জল না আটকালে উদ্ধারকাজ ঠিকভাবে করা কঠিন । আমাদের চেষ্টার ত্রুটি নেই । মুখ্যমন্ত্রী নিজে দেখছেন বিষয়টি ।"

সেবক , 19 জুলাই : সেবকে গাড়ি সমেত তলিয়ে যাওয়া পর্যটকদের দেহ উদ্ধারে বাধা হয়ে দাঁড়িয়েছে তিস্তার জলের প্রবল স্রোত ।
তিস্তার গতিপথে রম্ভি থেকে কালিঝোরা পর্যন্ত NHPC-‌র তিনটি বিদ্যুৎ প্রকল্প রয়েছে । জল বন্ধের ব্যাপারে সেখান থেকে কোনও সহযোগিতা নেই বলে বৃহস্পতিবার শিলিগুড়িতে জানান পর্যটনমন্ত্রী গৌতম দেব । এ নিয়ে প্রশাসনিক পর্যায়ে NHPC কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হয়েছে বলেও জানান তিনি । উদ্ধারকারী দল ছাড়াও তল্লাশিতে নৌসেনা নামানো হয়েছে ।

দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তাকেও এই বিষয় নিয়ে উদ্যোগী হতে আবেদন জানান মন্ত্রী ।
এদিন আবার দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির মৃত চালকের পরিবারের সদস্যরা পর্যটনমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন । মন্ত্রী পরিবারটিকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন । মৃত রাকেশের দুই ভাই রোশন ও রবীনকে পর্যটন দপ্তরে চাকরির দেওয়ার সিদ্ধান্ত হয়েছে । এর পাশাপাশি হোম–স্টে করার জন্য দুই ভাগে পরিবারটিকে ৩ লক্ষ টাকা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে ।


গত ১০ জুলাই সেবকে রাজস্থানের ৩ পর্যটক ও গাড়ির চালক সহ ৪ জন ভরা তিস্তায় তলিয়ে যান । তখন থেকে তল্লাশি চললেও এখনও পর্যন্ত একমাত্র অমন গর্গ নামে এক পর্যটকের মৃতদেহ উদ্ধার হয়েছে । খোঁজ মেলেনি গৌরব শর্মা, গোপাল নারওয়ানির । উদ্ধার করা যায়নি দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিও । তল্লাশি নিয়ে অভিযোগও ওঠে । এ প্রসঙ্গে পর্যটনমন্ত্রী বলেন, "কেন্দ্রীয় সরকার জলবিদ্যুৎ প্রকল্পের জল না আটকালে উদ্ধারকাজ ঠিকভাবে করা কঠিন । আমাদের চেষ্টার ত্রুটি নেই । মুখ্যমন্ত্রী নিজে দেখছেন বিষয়টি ।"

Intro:সেবকে তিস্তায় গাড়ি সমেত তলিয়ে যাওয়া পর্যটকদের দেহ উদ্ধারে বাধা হয়ে দাঁড়িয়েছে তিস্তায় জলের প্রবল স্রোত।
তিস্তার গতিপথে রম্ভি থেকে কালিঝোরা পর্যন্ত এনএইচপিসি’‌র তিনটি বিদ্যুৎ প্রকল্প রয়েছে। জল বন্ধের ব্যাপারে সেখান থেকে কোনও সহযোগিতা নেই বলে বৃহস্পতিবার শিলিগুড়িতে জানান পর্যটনমন্ত্রী গৌতম দেব। এনিয়ে প্রশাসনিক পর্যায়ে এন এইচ পি সি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হয়েছে বলেও জানান তিনি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দেহ উদ্ধার না হওয়ায় উদ্বিগ্ন বলেও জানান মন্ত্রী। নবান্ন থেকে বিষয়টির ওপর নজর রাখা হয়েছে বলেও জানান তিনি। স্থানীয় স্তরে উদ্ধারকারী দল ছাড়াও তল্লাশিতে নৌ–সেনাকে নামানো হয়েছে। দিল্লি যাতে উদ্ধারকাজে সাহায্যের জন্য বড় টিম পাঠায় তা নিয়ে মুখ্যমন্ত্রী সচিবের মাধ্যমে দিল্লিতে কথা বলবেন বলে জানিয়েছেন গৌতমবাবু। দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তাকেও এনিয়ে উদ্যোগী হতে আবেদন জানান তিনি।
এদিন আবার দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির মৃত চালকের পরিবারের সদস্যরা পর্যটনমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। সেখানে পর্যটন দপ্তরের যুগ্ম অধিকর্তা সম্রাট চক্রবর্তীও উপস্থিত ছিলেন। মন্ত্রী শিলিগুড়ির ভানুনগরের ওই পরিবারটিকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। মৃত রাকেশের দুই ভাই রোশন ও রবীনকে পর্যটন দপ্তরে চাকরির দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এর পাশাপাশি হোম–স্টে করার জন্য দুই ভাগে পরিবারটিকে ৩ লক্ষ টাকা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
উল্লেখ্য গত ১০ জুলাই সেবকে রাজস্থানের ৩ পর্যটক ও গাড়ির চালক সহ ৪ জন ভরা তিস্তায় তলিয়ে যান। তখন থেকেই তল্লাশি চললেও এখনও পর্যন্ত একমাত্র অমন গর্গ নামে এক পর্যটকের মৃতদেহ উদ্ধার হয়েছে। খোঁজ মেলেনি গৌরব শর্মা, গোপাল নারওয়ানির। উদ্ধার করা যায়নি দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিও। তল্লাশি নিয়ে অভিযোগও ওঠে। এরপর পর্যটনমন্ত্রী দু’‌দিন দুর্ঘটনাস্থলে যান। এনডিআরএফ, নৌ–সেনার তল্লাশিতে তিনি নিজে দঁাড়িয়ে থেকে তদারকি করেন। রাজস্থানেও নিখোঁজ পর্যটকদের খুঁজে বের করার দাবিতে বিক্ষোভ শুরু হওয়ায় এদিন বুন্দি থেকে শিলিগুড়িতে আসেন অতিরিক্ত জেলাশাসক কারতার সিং। তিনিও পর্যটমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। কেন্দ্রের সহযোগিতার দাবি জানিয়েছেন তিনি। পর্যটনমন্ত্রী বলেন, ‘‌পাহাড়ে কেন্দ্রীয় সরকারের জল বিদ্যুৎ প্রকল্পের জল না আটকালে ভাল মত তল্লাশি করা কঠিন। আমাদের চেষ্টার ত্রুটি নেই। মুখ্যমন্ত্রী নিজে দেখছেন বিষয়টি। তিনি তাই দিল্লিতে সচিব পর্যায়ে কথা বলবেন।’‌Body:.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.