সেবক , 19 জুলাই : সেবকে গাড়ি সমেত তলিয়ে যাওয়া পর্যটকদের দেহ উদ্ধারে বাধা হয়ে দাঁড়িয়েছে তিস্তার জলের প্রবল স্রোত ।
তিস্তার গতিপথে রম্ভি থেকে কালিঝোরা পর্যন্ত NHPC-র তিনটি বিদ্যুৎ প্রকল্প রয়েছে । জল বন্ধের ব্যাপারে সেখান থেকে কোনও সহযোগিতা নেই বলে বৃহস্পতিবার শিলিগুড়িতে জানান পর্যটনমন্ত্রী গৌতম দেব । এ নিয়ে প্রশাসনিক পর্যায়ে NHPC কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হয়েছে বলেও জানান তিনি । উদ্ধারকারী দল ছাড়াও তল্লাশিতে নৌসেনা নামানো হয়েছে ।
দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তাকেও এই বিষয় নিয়ে উদ্যোগী হতে আবেদন জানান মন্ত্রী ।
এদিন আবার দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির মৃত চালকের পরিবারের সদস্যরা পর্যটনমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন । মন্ত্রী পরিবারটিকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন । মৃত রাকেশের দুই ভাই রোশন ও রবীনকে পর্যটন দপ্তরে চাকরির দেওয়ার সিদ্ধান্ত হয়েছে । এর পাশাপাশি হোম–স্টে করার জন্য দুই ভাগে পরিবারটিকে ৩ লক্ষ টাকা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে ।
গত ১০ জুলাই সেবকে রাজস্থানের ৩ পর্যটক ও গাড়ির চালক সহ ৪ জন ভরা তিস্তায় তলিয়ে যান । তখন থেকে তল্লাশি চললেও এখনও পর্যন্ত একমাত্র অমন গর্গ নামে এক পর্যটকের মৃতদেহ উদ্ধার হয়েছে । খোঁজ মেলেনি গৌরব শর্মা, গোপাল নারওয়ানির । উদ্ধার করা যায়নি দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিও । তল্লাশি নিয়ে অভিযোগও ওঠে । এ প্রসঙ্গে পর্যটনমন্ত্রী বলেন, "কেন্দ্রীয় সরকার জলবিদ্যুৎ প্রকল্পের জল না আটকালে উদ্ধারকাজ ঠিকভাবে করা কঠিন । আমাদের চেষ্টার ত্রুটি নেই । মুখ্যমন্ত্রী নিজে দেখছেন বিষয়টি ।"