দার্জিলিং, 28 ডিসেম্বর: দার্জিলিং পৌরসভার অনাস্থা (No Confidence Motion) ভোটে অনুপস্থিত হামরো পার্টি এবং গোর্খা জনমুক্তি মোর্চার কাউন্সিলররা ৷ যার ফলে জিটিএ-র পর দার্জিলিং পৌরসভার দখল একপ্রকার নিয়ে নিল অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা (Darjeeling Municipality is Occupied by BGPM) ৷ বুধবার সকালে দার্জিলিং পৌরসভার অনাস্থা ভোট হয় ৷ নির্ধারিত সময়েই পৌরসভায় পৌঁছে যান অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার কাউন্সিলররা ৷ সঙ্গে ঢুকতে দেখা যায় তৃণমূল কংগ্রেসের দুই কাউন্সিলরকেও ৷ কিন্তু, অনাস্থা ভোটে প্রত্যাশিতভাবে অনুপস্থিত থাকেন বাকি কাউন্সিলররা ৷
প্রসঙ্গত, দার্জিলিং পৌরসভার নির্বাচনে 32টি আসনের মধ্যে 18টি আসন পেয়েছিল অজয় এডওয়ার্ডয়ের হামরো পার্টি (Hamro Party) ৷ একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দার্জিলিং পৌরসভায় বোর্ড গঠন করেছিল অজয় এডওয়ার্ডের হামরো পার্টি ৷ সেই নির্বাচনে 8টি আসন পেয়েছিল অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা ৷ তিনটে আসনে জেতে বিমল গুরুংয়ের গোর্খা জনমুক্তি মোর্চা ও 2টি আসন পায় রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ৷
কিন্তু, সাম্প্রতিককালে হামরো পার্টির 6 কাউন্সিলর অনিত শিবিরে নাম লেখান ৷ আর তারপরই সংখ্যাগরিষ্ঠতা হারায় হামরো পার্টি ৷ পরিসংখ্যানের নিরিখে অনিত থাপার শিবিরে কাউন্সিলর সংখ্যা হয় 14 ও হামরো পার্টির কাউন্সিলর সংখ্যা 12 তে এসে দাঁড়ায় ৷ এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসের 2 কাউন্সিলরের সমর্থনে অনাস্থা প্রস্তাব আনে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা ৷ যার বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হন অজয় এডওয়ার্ডের হামরো পার্টি ৷ কিন্তু, কোনও লাভ হয়নি ৷ আদালতের নির্দেশে আজ অনাস্থা ভোট ছিল দার্জিলিং পৌরসভায় ৷
আরও পড়ুন: পাহাড়ে বিমল-অজয়ের পাশে তৃণমূলের বিনয় তামাং, তাঁর মোর্চায় ফেরা নিয়ে জল্পনা
কিন্তু, এদিনের অনাস্থা ভোটে দেখাই গেল না হামরো পার্টি এবং গোর্খা জনমুক্তি মোর্চা (GJM) শিবিরের কাউন্সিলরদের ৷ ফলে দার্জিলিং পৌরসভা এবার অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার দখলে, তা বলাই যায় ৷ এদিন অনাস্থা ভোটকে কেন্দ্র করে যাতে কোনও রকম উত্তেজনা না ছড়ায়, সেজন্য ওই এলাকায় 144 ধারা জারি করা হয়েছিল দার্জিলিং জেলা পুলিশের তরফে ৷ মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশবাহিনী ৷
অন্যদিকে, দার্জিলিংয়ের রাজনীতিতে অন্য একটি সমীকরণ দেখা যাচ্ছে ৷ গতকাল তৃণমূলের বিনয় তামাংকে ফের একবার বিমল গুরুংয়ের সঙ্গে দেখা গিয়েছে ৷ দার্জিলিংয়ের টাউন হলে একটি জনসভায় তৃণমূলের এই নেতা তথা জিটিএ প্রতিনিধিকে দেখা গিয়েছে ৷ সেই মঞ্চে উপস্থিত ছিলেন হামরো পার্টির অজয় এডওয়ার্ড ৷ সেখানে বিনয় তামাংয়ের কয়েকটি মন্তব্যের পর, তাঁর গোর্খা জনমুক্তি মোর্চায় ওয়াপসির জল্পনা শুরু হয়েছে ৷