ETV Bharat / state

স্বেচ্ছা সেবকদের খুনের হুমকি, করোনায় মৃতকে দাহ করলেন বিধায়ক - করোনা আপডেট

করোনায় মৃতদের দেহ দাহ করার সময় স্বেচ্ছাসেবকদের খুনের হুমকি দেওয়ার অভিযোগ ৷ ঘটনা জানতে পেরে নিজেই পিপিই কিট পরে দাহকার্যে হাত লাগালেন দার্জিলিংয়ের বিজেপি বিধায়ক নীরজ জিম্বা ৷ হুমকির শিকার স্বেচ্ছা সেবকদের নিরাপত্তার দাবিতে সরব হলেন তিনি ৷

wb_slg_02_mla_niraj_cremation_7209673
স্বেচ্ছাসেবকদের খুনের হুমকি, করোনায় মৃত ব্যক্তির দেহ করলেন বিধায়ক
author img

By

Published : May 25, 2021, 8:06 PM IST

Updated : May 25, 2021, 10:24 PM IST

দার্জিলিং, 25 মে : দুষ্কৃতীদের তাণ্ডবের জেরে কাজ করতে পারছেন না স্বেচ্ছা সেবকরা ৷ আর তাই নিজেই পিপিই কিট পরে করোনায় মৃত ব্যক্তির দেহ দাহ করতে শ্মশানে চলে আসেন বিধায়ক ৷ দার্জিলিংয়ের এই ঘটনা জানাজানি হতেই এ নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা ৷ প্রশ্ন উঠছে পুলিশ ও স্বাস্থ্য দফতরের ভূমিকা নিয়েও ৷

করোনায় মৃতদের দেহ সৎকারের কাজে নিযুক্ত স্বেচ্ছা সেবকদের নিরাপত্তা দাবি বিধায়কের ৷

মঙ্গলবার সকালে করোনায় মৃত এক ব্যক্তির দেহ কাঠ দিয়ে দাহ করতে দেখা যায় দার্জিলিংয়ের বিজেপি বিধায়ক নীরজ জিম্বাকে ৷ সূত্রের খবর, দার্জিলিংয়ের গান্ধি রোডের এক বাসিন্দা করোনায় আক্রান্ত হয়ে মারা যান ৷ এদিন সকালে স্থানীয় মুক্তিধাম শ্মশানে তাঁরই দেহ দাহ করা হয় ৷ উপস্থিত ছিলেন বিধায়ক নীরজ জিম্বা ৷

বিধায়কের দাবি, সোমবার করোনায় মৃত এক ব্যক্তির শেষকৃত্য সারছিলেন সংশ্লিষ্ট অ্যাম্বুল্যান্স চালক আমির গুরুং ও তাঁর সহযোগীরা ৷ কিন্তু সেই সময় ওই শ্মশানে কিছু দুষ্কৃতী তাঁদের হেনস্থা করে ৷ খুনের হুমকিও দেয় ৷ এরপরই প্রাণের ভয়ে স্বেচ্ছা সেবক হিসাবে করোনা রোগীদের দেহ দাহ করার কাজ থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নেন ওই অ্যাম্বুল্যান্স চালক ও তাঁর সহযোগীরা ৷

আরও পড়ুন : রাস্তায় ছবি এঁকে করোনা নিয়ে সচেতনতার প্রচার আরামবাগ পুলিশের

সেই খবর পাওয়া মাত্রই মঙ্গলবার দার্জিলিংয়ের বিজেপি বিধায়ক নীরজ জিম্বা নিজেই পিপিই কিট পরে ওই শ্মশানে গিয়ে দাহকার্যে হাত লাগান ৷ সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘‘আমির গুরুং ও তাঁর সহযোগীরা নিজেদের জীবন বাজি রেখে অতিমারি পরিস্থিতিতে করোনায় আক্রান্তদের দেহ দাহ করছেন ৷ তারপরও তাঁদের সমাজ বিরোধীদের হুমকি ও হেনস্থার শিকার হতে হচ্ছে ৷ তাই প্রশাসনের কাছে আমার আবেদন, এঁদের নিরাপত্তার ব্যবস্থা করা হোক ৷’’

দার্জিলিং, 25 মে : দুষ্কৃতীদের তাণ্ডবের জেরে কাজ করতে পারছেন না স্বেচ্ছা সেবকরা ৷ আর তাই নিজেই পিপিই কিট পরে করোনায় মৃত ব্যক্তির দেহ দাহ করতে শ্মশানে চলে আসেন বিধায়ক ৷ দার্জিলিংয়ের এই ঘটনা জানাজানি হতেই এ নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা ৷ প্রশ্ন উঠছে পুলিশ ও স্বাস্থ্য দফতরের ভূমিকা নিয়েও ৷

করোনায় মৃতদের দেহ সৎকারের কাজে নিযুক্ত স্বেচ্ছা সেবকদের নিরাপত্তা দাবি বিধায়কের ৷

মঙ্গলবার সকালে করোনায় মৃত এক ব্যক্তির দেহ কাঠ দিয়ে দাহ করতে দেখা যায় দার্জিলিংয়ের বিজেপি বিধায়ক নীরজ জিম্বাকে ৷ সূত্রের খবর, দার্জিলিংয়ের গান্ধি রোডের এক বাসিন্দা করোনায় আক্রান্ত হয়ে মারা যান ৷ এদিন সকালে স্থানীয় মুক্তিধাম শ্মশানে তাঁরই দেহ দাহ করা হয় ৷ উপস্থিত ছিলেন বিধায়ক নীরজ জিম্বা ৷

বিধায়কের দাবি, সোমবার করোনায় মৃত এক ব্যক্তির শেষকৃত্য সারছিলেন সংশ্লিষ্ট অ্যাম্বুল্যান্স চালক আমির গুরুং ও তাঁর সহযোগীরা ৷ কিন্তু সেই সময় ওই শ্মশানে কিছু দুষ্কৃতী তাঁদের হেনস্থা করে ৷ খুনের হুমকিও দেয় ৷ এরপরই প্রাণের ভয়ে স্বেচ্ছা সেবক হিসাবে করোনা রোগীদের দেহ দাহ করার কাজ থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নেন ওই অ্যাম্বুল্যান্স চালক ও তাঁর সহযোগীরা ৷

আরও পড়ুন : রাস্তায় ছবি এঁকে করোনা নিয়ে সচেতনতার প্রচার আরামবাগ পুলিশের

সেই খবর পাওয়া মাত্রই মঙ্গলবার দার্জিলিংয়ের বিজেপি বিধায়ক নীরজ জিম্বা নিজেই পিপিই কিট পরে ওই শ্মশানে গিয়ে দাহকার্যে হাত লাগান ৷ সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘‘আমির গুরুং ও তাঁর সহযোগীরা নিজেদের জীবন বাজি রেখে অতিমারি পরিস্থিতিতে করোনায় আক্রান্তদের দেহ দাহ করছেন ৷ তারপরও তাঁদের সমাজ বিরোধীদের হুমকি ও হেনস্থার শিকার হতে হচ্ছে ৷ তাই প্রশাসনের কাছে আমার আবেদন, এঁদের নিরাপত্তার ব্যবস্থা করা হোক ৷’’

Last Updated : May 25, 2021, 10:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.