দার্জিলিং, 9 জুলাই : কেন্দ্রীয় মন্ত্রীসভায় ঠাঁই হয়নি দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তার । তা নিয়ে হতাশা ও ক্ষোভ প্রকাশ করলেন দার্জিলিংয়ের বিজেপি বিধায়ক নিরজ জিম্বা । অসন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি পাঠালেন তিনি । পাশাপাশি, ওই চিঠিতেই পাহাড়ে স্থায়ী রাজনৈতিক সমাধানের কথা উল্লেখ করে পদক্ষেপের অনুরোধ করেছেন দার্জিলিংয়ের বিধায়ক ।
2021 বিধানসভা নির্বাচনে রাজ্যে বিজেপির ভরাডুবি হলেও উত্তরে তৃণমূল কংগ্রেসকে ধরাশায়ী করেছে গেরুয়া শিবির । দার্জিলিং জেলায় পাঁচটি আসনের মধ্যে সবকটি আসনই নিজেদের দখলে রাখতে সক্ষম হয়েছে বিজেপি । যার কৃতিত্ব অবশ্যই সাংসদ রাজু বিস্তার । পাশাপাশি সাংসদ এলাকার উন্নয়ন সহ করোনা আবহে তিনি প্রচুর কাজ করেছেন বলে চিঠিতে জানিয়েছেন জিম্বা ৷
কিন্তু এত কাজ ও সফলতার পরেও রাজু বিস্তাকে নতুন মন্ত্রিসভায় রাখা হয়নি । ক্ষোভ প্রকাশ করে নিরজ জিম্বা লিখেছেন, " মন্ত্রিসভার নতুন সদস্যদের শুভেচ্ছা জানাই । কিন্তু আমাদের দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তাকেও মন্ত্রী করা উচিত ছিল । ওনার যোগ্যতা ছিল । কারণ জেলার পাঁচটি আসনেই তিনি দলকে জিতিয়েছেন । শুধু তাই নয় । উত্তরবঙ্গের আরও অন্তত দশটি আসনে গোর্খাদের ভোট নিশ্চিত করেছেন তিনি । তারপরেও তাঁকে মন্ত্রী না করায় গোটা গোর্খা জাতি হতাশ । তারা মনে করছে কেন্দ্র সরকার তাদের গুরুত্ব দিচ্ছে না । "
পাশাপাশি আরও জানান, পাহাড়বাসী দীর্ঘদিন বিজেপির উপর ভরসা রেখে এসেছে । 2009 সালে যশবন্ত সিং, 2014 সালে সুরিন্দর সিং আলুওয়ালিয়া আর 2019 সালে রাজু বিস্তাকে দিল্লিতে পাঠিয়েছে । কিন্তু তারপরেও পাহাড় বঞ্চিত । কারণ এখনও পর্যন্ত পাহাড়ের রাজনৈতিক সমস্যার কোনও সমাধান হয়নি । 11 টি জনজাতিকে তপশিলি জাতি তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে না । পাহাড়বাসী হতাশাগ্রস্ত ।
আরও পড়ুন : তেল চুরি ও পরিষেবায় কারচুপি রুখতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করবে শিলিগুড়ি পৌরনিগম
নিরজ জিম্বার বলেছেন, " রাজু বিস্তা সাধারণ কর্মী থকে শুরু করে কেন্দ্রীয় নেতা সকলের সঙ্গে ভাল সম্পর্ক স্থাপন করেছেন । একটানা গোর্খাদের উন্নয়নের জন্য কাজ করে চলেছেন । গোর্খাদের প্রতিনিধি হিসেবে তাঁকেই কেন্দ্রীয় মন্ত্রী করা উচিৎ ছিল । আশা করি আমার আবেদন আপনি গুরুত্ব সহকারে বিবেচনা করে দেখবেন । আগামী দিনে পাহাড়বাসী রাজু বিস্তাকে মন্ত্রী হিসেবে দেখতে চায় । এই দাবী আমার একার নয় গোটা পাহাড়বাসী সহ উত্তরবঙ্গের গোর্খাদের ।"