ETV Bharat / state

মুখ্যসচিবকে চিঠি অশোক ভট্টাচার্যর - wb_asok_letter_03_prasenjit

একাধিক দাবিতে রাজ্যের মুখ্যসচিবকে চিঠি দিলেন শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য ।

darjeeling mayor ashok bhattacharya gives letter to state secretary
রাজ্যের মুখ্য সচিবকে চিঠি দিলেন মেয়র অশোক ভট্টাচার্য
author img

By

Published : Apr 23, 2020, 10:25 PM IST

শিলিগুড়ি, 23 এপ্রিল : উত্তরবঙ্গের 2 কোটি মানুষের মধ্যে কোরোনা পরীক্ষা হয়েছে মাত্র 640 জনের । অবিলম্বে এই পরীক্ষা বাড়ানোর জন্য রাজ্য সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে । পাশাপাশি, রেশনে খাদ্য সরবরাহ নিয়ে মানুষের মধ্যে ক্রমশ অসন্তোষ বাড়ছে । এই পরিস্থিতিতে উত্তরবঙ্গে স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে অতিরিক্ত সচিব পদমর্যাদার কাউকে নিয়োগ করতে হবে ৷ এই দাবি জানিয়ে রাজ্যের মুখ্যসচিবকে চিঠি দিলেন মেয়র অশোক ভট্টাচার্য ।

চিঠিতে তিনি মুখ্যসচিবকে জানিয়েছেন, "উত্তরবঙ্গের 4টি মেডিকেল কলেজে কয়েকজন মাইক্রোবায়োলজিস্ট রয়েছেন যাঁরা অভিজ্ঞ এবং কর্মক্ষমতা সম্পন্ন । অথচ তাঁদের সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে না । একই সঙ্গে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে মোট 640 জনের কোরোনা পরীক্ষা হয় ৷ 17 জনের পজ়িটিভ রিপোর্ট আসে । অথচ 2 কোটি মানুষ বাস করেন উত্তরবঙ্গে । অথচ পরীক্ষা হয়েছে মাত্র সামান্য সংখ্যক মানুষের । অবিলম্বে এই পরীক্ষা বৃদ্ধি করতে হবে ৷ "

রেশনে খাদ্য সামগ্রী সরবরাহ নিয়েও মানুষের মধ্যে অসন্তোষ বাড়ছে । যত দ্রুত সম্ভব এই সমস্যাগুলি নিরসনে রাজ্য সরকার যথাযথ ঊদ্যোগী না হলে সমস্যা আরও বাড়ছে ৷ মেয়র বলেন, " আগামী মে মাস থেকে রাজ্যের 111 টি পৌরসভায় নির্বাচিত পৌরবোর্ডগুলির মেয়াদ শেষ হয়ে যাবে । বসবে প্রশাসক । ফলে স্থানীয় স্তরে পরিষেবা নিয়েও সমস্যা দেখা দিতে পারে । তাই সরকার উত্তরবঙ্গে স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে অতিরিক্ত সচিব পদমর্যাদার কাউকে নিয়োগ করার পাশাপাশি সমস্যাগুলি নিরসনে আরও উদ্যোগ নিক । "

শিলিগুড়ি, 23 এপ্রিল : উত্তরবঙ্গের 2 কোটি মানুষের মধ্যে কোরোনা পরীক্ষা হয়েছে মাত্র 640 জনের । অবিলম্বে এই পরীক্ষা বাড়ানোর জন্য রাজ্য সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে । পাশাপাশি, রেশনে খাদ্য সরবরাহ নিয়ে মানুষের মধ্যে ক্রমশ অসন্তোষ বাড়ছে । এই পরিস্থিতিতে উত্তরবঙ্গে স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে অতিরিক্ত সচিব পদমর্যাদার কাউকে নিয়োগ করতে হবে ৷ এই দাবি জানিয়ে রাজ্যের মুখ্যসচিবকে চিঠি দিলেন মেয়র অশোক ভট্টাচার্য ।

চিঠিতে তিনি মুখ্যসচিবকে জানিয়েছেন, "উত্তরবঙ্গের 4টি মেডিকেল কলেজে কয়েকজন মাইক্রোবায়োলজিস্ট রয়েছেন যাঁরা অভিজ্ঞ এবং কর্মক্ষমতা সম্পন্ন । অথচ তাঁদের সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে না । একই সঙ্গে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে মোট 640 জনের কোরোনা পরীক্ষা হয় ৷ 17 জনের পজ়িটিভ রিপোর্ট আসে । অথচ 2 কোটি মানুষ বাস করেন উত্তরবঙ্গে । অথচ পরীক্ষা হয়েছে মাত্র সামান্য সংখ্যক মানুষের । অবিলম্বে এই পরীক্ষা বৃদ্ধি করতে হবে ৷ "

রেশনে খাদ্য সামগ্রী সরবরাহ নিয়েও মানুষের মধ্যে অসন্তোষ বাড়ছে । যত দ্রুত সম্ভব এই সমস্যাগুলি নিরসনে রাজ্য সরকার যথাযথ ঊদ্যোগী না হলে সমস্যা আরও বাড়ছে ৷ মেয়র বলেন, " আগামী মে মাস থেকে রাজ্যের 111 টি পৌরসভায় নির্বাচিত পৌরবোর্ডগুলির মেয়াদ শেষ হয়ে যাবে । বসবে প্রশাসক । ফলে স্থানীয় স্তরে পরিষেবা নিয়েও সমস্যা দেখা দিতে পারে । তাই সরকার উত্তরবঙ্গে স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে অতিরিক্ত সচিব পদমর্যাদার কাউকে নিয়োগ করার পাশাপাশি সমস্যাগুলি নিরসনে আরও উদ্যোগ নিক । "

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.