শিলিগুড়ি, 9 জুলাই : ডাউন রেললাইনে বিকল হয়ে যায় মালগাড়ির ইঞ্জিন । যার জেরে প্রায় দু' ঘণ্টা দাঁড়িয়েছিল দার্জিলিং মেল । চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা । প্রায় দু'ঘণ্টা ধরে আলুয়াবাড়ি স্টেশন রোড থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে দাঁড়িয়েছিল ট্রেনটি । রেল সূত্রে খবর, মালগাড়ির ইঞ্জিন বদল না হওয়া পর্যন্ত ওই পথে ট্রেন চলাচল বন্ধ ছিল ।
ডাউন দার্জিলিং মেল সকাল 8 টা 15 মিনিটে নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছানোর কথা । কিন্তু আজ মাঝরাস্তায় আলুয়াবাড়ি স্টেশন রোড থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে দাঁড়িয়ে থাকে ট্রেনটি । এর কিছুক্ষণ আগে একই রেললাইনে বিকল হয়ে দাঁড়িয়েছিল একটি মালগাড়ির ইঞ্জিন । ট্রেন দেরি হওয়ায় স্বাভাবিকভাবেই যাত্রীরা সমস্যায় পড়েন । ফলত বেড়েছে ক্ষোভ ।
যাত্রীদের অভিযোগ, মাঝপথে যখন ইঞ্জিন বিকল হয়েছিল মালগাড়িটির, সেক্ষেত্রে ট্রেনটিকে আলুয়াবাড়ি স্টেশন রোডেই দাঁড় করিয়ে রাখা যেতে পারত । কিন্তু তা না করে ট্রেনটিকে কয়েক কিলোমিটার এগিয়ে নিয়ে আসা হয় । উপযুক্ত জায়গা না পাওয়ার কারণে পানীয় জল, খাবার কিছুই পাওয়া যায়নি । অন্যদিকে ট্রেনের শৌচাগারের অবস্থাও শোচনীয় । সম্পূর্ণটাই রেল কর্তৃপক্ষের উদাসীনতার জের, অভিযোগ যাত্রীদের ।
রেলের উচ্চপদস্থ আধিকারিক ADRM পার্থপ্রতিম রায় বলেন, মালগাড়ির ইঞ্জিন আচমকা বিকল হয়ে পড়ায় সমস্যা হয়েছিল । তবে, বিকল্প হিসেবে নিউ জলপাইগুড়ি থেকে একটি ইঞ্জিন পাঠানো হয় । ওই ইঞ্জিন পৌঁছে মালগাড়িটিকে সরিয়ে নিয়ে আসে । এরপর ডাউন লাইন ফাঁকা হতেই দার্জিলিং মেল রওনা দেয় । ট্রেনটি সকাল 11.02 মিনিটে নিউ জলপাইগুড়ি পৌঁছায় ।