ETV Bharat / state

Darjeeling Martyr Funeral: পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় হল শেষকৃত্য, শহিদ সিদ্ধান্তকে চোখের জলে বিদায় পাহাড়বাসীর - সিদ্ধান্ত ছেত্রী

পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হল কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলায় শহিদ দার্জিলিং-এর জওয়ান সিদ্ধান্ত ছেত্রীর ৷ তাঁকে চোখের জলে বিদায় জানাল পাহাড়বাসী ৷

Darjeeling Martyr Funeral
শহিদ সিদ্ধান্তকে চোখের জলে বিদায় পাহাড়বাসীর
author img

By

Published : May 7, 2023, 3:45 PM IST

Updated : May 7, 2023, 5:32 PM IST

শহিদ সিদ্ধান্তকে চোখের জলে বিদায় পাহাড়বাসীর

দার্জিলিং, 7 মে: চোখের জলে সিদ্ধান্ত ছেত্রীকে বিদায় জানাল পাহাড়বাসী । রবিবার জম্মুর রাজৌরিতে সন্ত্রাসবাসী হামলায় শহিদ জওয়ানের শেষকৃত্য রবিবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হল । এ দিন উচ্চপদস্থ সেনা আধিকারিকদের উপস্থিতিতে গান স্যালুটের মাধ্যমে তাঁকে শেষশ্রদ্ধা জানানো হয় ৷

শনিবার কফিনবন্দি হয়ে বাড়িতে ফেরে রাজৌরিতে তল্লাশি অভিযানে সন্ত্রাসবাদী হামলায় শহীদ দার্জিলিংয়ের পুলবাজার ব্লকের বাসিন্দা সেনা জওয়ান সিদ্ধান্ত ছেত্রী । প্যারা এসএফ রেজিমেন্টে নিযুক্ত ছিলেন সিদ্ধান্ত । শনিবার জম্মু থেকে বায়ুসেনার বিশেষ বিমানে তাঁর শবদেহ বাগডোগরা বিমানবন্দরে বায়ুসেনা ছাউনিতে পৌঁছয় । সেখান থেকে রাতে তাঁর বাড়িতে পৌঁছয় মৃতদেহ । রবিবার সকালে সেখানেই শেষকৃত্য সম্পন্ন হয় সিদ্ধান্তের ৷ তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে রাস্তায় নামে পাহাড়বাসীর ঢল । চোখের জলে বীর সন্তানকে বিদায় জানায় পাহাড়বাসী ।

উল্লেখ্য, জম্মুর রাজৌরিতে শুক্রবার তল্লাশি অভিযান চালানোর সময় জঙ্গি হামলায় মৃত্যু হয় পাঁচজন জওয়ানের ৷ শহিদ জওয়ানদের মধ্যে ছিলেন দার্জিলিংয়ের পুলবাজার ব্লকের কিজোমবস্তির বাসিন্দা সিদ্ধান্ত ছেত্রীও । শনিবার বায়ুসেনার বিশেষ বিমানে জম্মু থেকে বাগডোগরা বিমানবন্দরে সেনা ছাউনিতে পৌঁছয় সিদ্ধান্তের দেহ । সেখান থেকে সড়কপথে কফিনবন্দি দেহ ব্যাংডুবি সেনা ছাউনিতে নিয়ে যাওয়া হয় । সেখানে সিদ্ধান্ত ছেত্রীকে গান স্যালুট দেওয়া হয় । সেই সময় সেখানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ পুলিশ আধিকারিক, জেলা প্রশাসন আধিকারিক, শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ, ভারতীয় সেনার কর্নেল অঞ্জন কুমার বাসুমাতারি ও অন্যান্যরা । সেখানে তাঁকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান জানানো হয় ৷ এরপর তাঁর দেহ তাঁর বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল ৷

2019 সালে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন সিদ্ধান্ত ছেত্রী । 2021 সালে প্যারা এসএফ-এ যোগ দেন তিনি । সেনাবাহিনীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অভিযানে অংশ নিয়েছেন সিদ্ধান্ত । গত এপ্রিলের প্রথম সপ্তাহেই তাঁর বিয়ে হয় । বিয়ের পর ছুটি কাটিয়ে 14 এপ্রিল জম্মুর উদ্দেশে রওনা হয়েছিলেন সিদ্ধান্ত ছেত্রী । তাঁর প্রয়াণে শোকে পাথর তাঁর পরিবার ৷ এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে জিটিএ সদস্য সন্দীপ ছেত্রী বলেন, শহীদ জওয়ানের পরিবারকে এই কঠিন সময় সহ্য করার শক্তি দিন ঈশ্বর ৷

আরও পড়ুন: তেরঙায় মোড়া শহিদ জওয়ানের কফিনবন্দি দেহ পৌঁছল শহরে, দেওয়া হল পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদা

শহিদ সিদ্ধান্তকে চোখের জলে বিদায় পাহাড়বাসীর

দার্জিলিং, 7 মে: চোখের জলে সিদ্ধান্ত ছেত্রীকে বিদায় জানাল পাহাড়বাসী । রবিবার জম্মুর রাজৌরিতে সন্ত্রাসবাসী হামলায় শহিদ জওয়ানের শেষকৃত্য রবিবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হল । এ দিন উচ্চপদস্থ সেনা আধিকারিকদের উপস্থিতিতে গান স্যালুটের মাধ্যমে তাঁকে শেষশ্রদ্ধা জানানো হয় ৷

শনিবার কফিনবন্দি হয়ে বাড়িতে ফেরে রাজৌরিতে তল্লাশি অভিযানে সন্ত্রাসবাদী হামলায় শহীদ দার্জিলিংয়ের পুলবাজার ব্লকের বাসিন্দা সেনা জওয়ান সিদ্ধান্ত ছেত্রী । প্যারা এসএফ রেজিমেন্টে নিযুক্ত ছিলেন সিদ্ধান্ত । শনিবার জম্মু থেকে বায়ুসেনার বিশেষ বিমানে তাঁর শবদেহ বাগডোগরা বিমানবন্দরে বায়ুসেনা ছাউনিতে পৌঁছয় । সেখান থেকে রাতে তাঁর বাড়িতে পৌঁছয় মৃতদেহ । রবিবার সকালে সেখানেই শেষকৃত্য সম্পন্ন হয় সিদ্ধান্তের ৷ তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে রাস্তায় নামে পাহাড়বাসীর ঢল । চোখের জলে বীর সন্তানকে বিদায় জানায় পাহাড়বাসী ।

উল্লেখ্য, জম্মুর রাজৌরিতে শুক্রবার তল্লাশি অভিযান চালানোর সময় জঙ্গি হামলায় মৃত্যু হয় পাঁচজন জওয়ানের ৷ শহিদ জওয়ানদের মধ্যে ছিলেন দার্জিলিংয়ের পুলবাজার ব্লকের কিজোমবস্তির বাসিন্দা সিদ্ধান্ত ছেত্রীও । শনিবার বায়ুসেনার বিশেষ বিমানে জম্মু থেকে বাগডোগরা বিমানবন্দরে সেনা ছাউনিতে পৌঁছয় সিদ্ধান্তের দেহ । সেখান থেকে সড়কপথে কফিনবন্দি দেহ ব্যাংডুবি সেনা ছাউনিতে নিয়ে যাওয়া হয় । সেখানে সিদ্ধান্ত ছেত্রীকে গান স্যালুট দেওয়া হয় । সেই সময় সেখানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ পুলিশ আধিকারিক, জেলা প্রশাসন আধিকারিক, শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ, ভারতীয় সেনার কর্নেল অঞ্জন কুমার বাসুমাতারি ও অন্যান্যরা । সেখানে তাঁকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান জানানো হয় ৷ এরপর তাঁর দেহ তাঁর বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল ৷

2019 সালে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন সিদ্ধান্ত ছেত্রী । 2021 সালে প্যারা এসএফ-এ যোগ দেন তিনি । সেনাবাহিনীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অভিযানে অংশ নিয়েছেন সিদ্ধান্ত । গত এপ্রিলের প্রথম সপ্তাহেই তাঁর বিয়ে হয় । বিয়ের পর ছুটি কাটিয়ে 14 এপ্রিল জম্মুর উদ্দেশে রওনা হয়েছিলেন সিদ্ধান্ত ছেত্রী । তাঁর প্রয়াণে শোকে পাথর তাঁর পরিবার ৷ এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে জিটিএ সদস্য সন্দীপ ছেত্রী বলেন, শহীদ জওয়ানের পরিবারকে এই কঠিন সময় সহ্য করার শক্তি দিন ঈশ্বর ৷

আরও পড়ুন: তেরঙায় মোড়া শহিদ জওয়ানের কফিনবন্দি দেহ পৌঁছল শহরে, দেওয়া হল পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদা

Last Updated : May 7, 2023, 5:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.