ETV Bharat / state

GTA Election : জিটিএ-র নির্বাচনের ঘোষণার পর পাহাড়ে রাজনৈতিক টানাপোড়েন শুরু - Bharatiya Gorkha Prajatantrik Morcha

জিটিএ-র নির্বাচন (GTA Election) নিয়ে মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) ঘোষণার পর পাহাড়ে রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে ৷ অনিত থাপা মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ৷ অন্যদিকে মোর্চা পাহাড়ে স্থায়ী রাজনৈতিক সমাধানের দাবি করেছে ৷

darjeeling-hill-political-reaction-on-gta-election
GTA Election : জিটিএ-র নির্বাচনের ঘোষণার পর পাহাড়ে শুরু রাজনৈতিক টানাপোড়েন
author img

By

Published : Mar 28, 2022, 6:55 PM IST

দার্জিলিং, ২৮ মার্চ : মে-জুন মাসের মধ্যে জিটিএ নির্বাচনের (GTA Election) কথা ঘোষণা করেছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) ৷ তার পরেই পাহাড়ে শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন (Darjeeling Hill Political Reaction on GTA Election) । একদিকে যেখানে অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা জিটিএ নির্বাচনকে স্বাগত জানিয়েছে, অন্যদিকে বিমল গুরুংয়ের গোর্খা জনমুক্তি মোর্চা জিটিএ নির্বাচনের আগে পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধানের দাবি করেছে । আর ওই দুই রাজনৈতিক দলের সিদ্ধান্তকে কেন্দ্র করে ফের একবার বিতর্কের সৃষ্টি হয়েছে রাজ্য রাজনীতিতে ।

সোমবার দার্জিলিংয়ের রিচমন্ড হিলে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা (Bharatiya Gorkha Prajatantrik Morcha) এবং গোর্খা জনমুক্তি মোর্চার (Gorkha Janamukti Morcha) সঙ্গে দু’টি পৃথক বৈঠকে বসেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস এবং পর্যটনমন্ত্রী ইন্দ্রনীল সেন । ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার তরফে বৈঠকে উপস্থিত হন সংগঠনের সাধারণ সম্পাদক অমর লামা, কালিম্পংয়ের বিধায়ক রুদেন সাদা লেপচা ।

অন্যদিকে গোর্খা জনমুক্তি মোর্চার তরফে উপস্থিত ছিলেন মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি এবং সম্পাদক পিটি ওলা-সহ অন্যান্যরা । এদিন মূলত ওই দুই রাজনৈতিক দলের নেতৃত্বদের সঙ্গে জিটিএ নির্বাচন নিয়ে বিশদে আলোচনা করেন মুখ্যমন্ত্রী । জিটিএ নির্বাচন ছাড়াও পাহাড়ের অন্যান্য সমস্যার কথাও এদিন দলীয় নেতৃত্বরা মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরেন । সেসব সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী ।

GTA Election : জিটিএ-র নির্বাচনের ঘোষণার পর পাহাড়ে শুরু রাজনৈতিক টানাপোড়েন

বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অমর লামা বলেন, "আমরা মুখ্যমন্ত্রীর জিটিএ নির্বাচন নিয়ে যে সিদ্ধান্ত নিয়েছেন তাকে স্বাগত জানাই । আমরা চাই পাহাড়ের উন্নয়নের জন্য দ্রুত জিটিএ নির্বাচন হোক । পাশাপাশি ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা দ্রুত পাহাড়ে লাগু করা হোক । জিটিএ নির্বাচন হলে পুরসভা ও পঞ্চায়েতের মাধ্যমে পাহাড়ে আরও দ্রুত উন্নয়ন হবে ।"

বিধায়ক রুদেন সাদা লেপচা বলেন, "আমরা কালিম্পংয়ে জেলা পরিষদ গঠনের দাবি জানিয়েছি । এছাড়াও পাহাড়ের উন্নয়নে আরও বেশ কিছু দাবি মুখ্যমন্ত্রীর কাছে জানানো হয়েছে । আমরাও চাই যাতে দ্রুত জিটিএ নির্বাচন হোক ।" অনিত থাপা বলেন, "আমরা বহুদিন থেকে দাবি জানিয়ে আসছিলাম যাতে জিটিএ নির্বাচন করা হয় । মুখ্যমন্ত্রী আমাদের আবেদন শুনেছেন ।"

যদিও বিপরীত সুর শোনা গেল গোর্খা জনমুক্তি মোর্চার নেতৃত্বদের গলায় । সাধারণ সম্পাদক রোশন গিরি বলেন, "আমরা চাই মুখ্যমন্ত্রী জিটিএ নির্বাচনের আগে পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধান করুন । তার পরে জিটিএ নির্বাচন হোক । জিটিএ ফেল করেছে । এটা চলতে পারে না । আমরা চাই পাহাড়ে সংবিধান মেনে সর্বোচ্চ ক্ষমতাসীন স্বায়ত্তশাসিত অঞ্চল করা হোক ।"

এছাড়াও এদিন মোর্চার তরফে সশস্ত্র আন্দোলনের সময়কার পাহাড়বাসীর বকেয়া বিদ্যুতের বিল মুকুব করা, করোনার সময়ে গাড়ি চালকদের কর মুকুব, গোর্খাল্যান্ড পুলিশে যারা নিযুক্ত ছিলেন, তাঁদের হোমগার্ড, রাজ্য পুলিশ বা অন্য কোথায় পুনর্নিযুক্ত করা-সহ অন্যান্য দাবি রাখা হয়েছে ।

আরও পড়ুন : Mamata on GTA Election : মে-জুনে জিটিএ নির্বাচন চান মমতা, গৌতম-পাপিয়াদের 'কথা কম বেশি কাজে'র পরামর্শ

দার্জিলিং, ২৮ মার্চ : মে-জুন মাসের মধ্যে জিটিএ নির্বাচনের (GTA Election) কথা ঘোষণা করেছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) ৷ তার পরেই পাহাড়ে শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন (Darjeeling Hill Political Reaction on GTA Election) । একদিকে যেখানে অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা জিটিএ নির্বাচনকে স্বাগত জানিয়েছে, অন্যদিকে বিমল গুরুংয়ের গোর্খা জনমুক্তি মোর্চা জিটিএ নির্বাচনের আগে পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধানের দাবি করেছে । আর ওই দুই রাজনৈতিক দলের সিদ্ধান্তকে কেন্দ্র করে ফের একবার বিতর্কের সৃষ্টি হয়েছে রাজ্য রাজনীতিতে ।

সোমবার দার্জিলিংয়ের রিচমন্ড হিলে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা (Bharatiya Gorkha Prajatantrik Morcha) এবং গোর্খা জনমুক্তি মোর্চার (Gorkha Janamukti Morcha) সঙ্গে দু’টি পৃথক বৈঠকে বসেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস এবং পর্যটনমন্ত্রী ইন্দ্রনীল সেন । ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার তরফে বৈঠকে উপস্থিত হন সংগঠনের সাধারণ সম্পাদক অমর লামা, কালিম্পংয়ের বিধায়ক রুদেন সাদা লেপচা ।

অন্যদিকে গোর্খা জনমুক্তি মোর্চার তরফে উপস্থিত ছিলেন মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি এবং সম্পাদক পিটি ওলা-সহ অন্যান্যরা । এদিন মূলত ওই দুই রাজনৈতিক দলের নেতৃত্বদের সঙ্গে জিটিএ নির্বাচন নিয়ে বিশদে আলোচনা করেন মুখ্যমন্ত্রী । জিটিএ নির্বাচন ছাড়াও পাহাড়ের অন্যান্য সমস্যার কথাও এদিন দলীয় নেতৃত্বরা মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরেন । সেসব সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী ।

GTA Election : জিটিএ-র নির্বাচনের ঘোষণার পর পাহাড়ে শুরু রাজনৈতিক টানাপোড়েন

বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অমর লামা বলেন, "আমরা মুখ্যমন্ত্রীর জিটিএ নির্বাচন নিয়ে যে সিদ্ধান্ত নিয়েছেন তাকে স্বাগত জানাই । আমরা চাই পাহাড়ের উন্নয়নের জন্য দ্রুত জিটিএ নির্বাচন হোক । পাশাপাশি ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা দ্রুত পাহাড়ে লাগু করা হোক । জিটিএ নির্বাচন হলে পুরসভা ও পঞ্চায়েতের মাধ্যমে পাহাড়ে আরও দ্রুত উন্নয়ন হবে ।"

বিধায়ক রুদেন সাদা লেপচা বলেন, "আমরা কালিম্পংয়ে জেলা পরিষদ গঠনের দাবি জানিয়েছি । এছাড়াও পাহাড়ের উন্নয়নে আরও বেশ কিছু দাবি মুখ্যমন্ত্রীর কাছে জানানো হয়েছে । আমরাও চাই যাতে দ্রুত জিটিএ নির্বাচন হোক ।" অনিত থাপা বলেন, "আমরা বহুদিন থেকে দাবি জানিয়ে আসছিলাম যাতে জিটিএ নির্বাচন করা হয় । মুখ্যমন্ত্রী আমাদের আবেদন শুনেছেন ।"

যদিও বিপরীত সুর শোনা গেল গোর্খা জনমুক্তি মোর্চার নেতৃত্বদের গলায় । সাধারণ সম্পাদক রোশন গিরি বলেন, "আমরা চাই মুখ্যমন্ত্রী জিটিএ নির্বাচনের আগে পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধান করুন । তার পরে জিটিএ নির্বাচন হোক । জিটিএ ফেল করেছে । এটা চলতে পারে না । আমরা চাই পাহাড়ে সংবিধান মেনে সর্বোচ্চ ক্ষমতাসীন স্বায়ত্তশাসিত অঞ্চল করা হোক ।"

এছাড়াও এদিন মোর্চার তরফে সশস্ত্র আন্দোলনের সময়কার পাহাড়বাসীর বকেয়া বিদ্যুতের বিল মুকুব করা, করোনার সময়ে গাড়ি চালকদের কর মুকুব, গোর্খাল্যান্ড পুলিশে যারা নিযুক্ত ছিলেন, তাঁদের হোমগার্ড, রাজ্য পুলিশ বা অন্য কোথায় পুনর্নিযুক্ত করা-সহ অন্যান্য দাবি রাখা হয়েছে ।

আরও পড়ুন : Mamata on GTA Election : মে-জুনে জিটিএ নির্বাচন চান মমতা, গৌতম-পাপিয়াদের 'কথা কম বেশি কাজে'র পরামর্শ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.