দার্জিলিং, 14 জুলাই : একুশের বিধানসভা নির্বাচনে পাহাড়ে ভাল ফল করেছে বিজেপি । এবার দলের সাংগঠনিক দায়িত্ব বাড়ানো হল দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তার । সর্বভারতীয় বিজেপির মুখপাত্রর পর এবার তাঁকে ভারতীয় যুব মোর্চার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক করা হয়েছে । বুধবার যুব মোর্চার সর্ব ভারতীয় সভাপতি তেজস্বী সূর্য একটি নির্দেশিকা জারি করে বিষয়টি জানিয়েছেন । আর দলের এই সিদ্ধান্তে খুশির আবহ দেখা গিয়েছে উত্তরের যুব মোর্চা ও গেরুয়া শিবিরে ।
লোকসভা নির্বাচনের পর বিধানসভা নির্বাচনেও উত্তরবঙ্গে রাজ্যের শাসকদলকে পরাস্ত করার পাশাপাশি দার্জিলিং জেলায় বিজেপির ভাল ফলাফলের জন্যই তাঁকে দল বাড়তি দায়িত্ব দিয়েছে বলে মনে করা হচ্ছে । শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির যুব মোর্চার সভাপতি কাঞ্চন দেবনাথ বলেন, "দলীয় নেতৃত্ব খুব ভাল সিদ্ধান্ত নিয়েছে । যুব সাংসদ যেভাবে নির্বাচনে দলকে এগিয়ে রেখেছিলেন এবার যুব মোর্চার সংগঠনকে আরও মজবুত করবেন তিনি । তার মাধ্যমে যুব মোর্চা আরও শক্তিশালী হবে ।"
আরও পড়ুন: ফের পাহাড়ে ধস, ক্ষতিগ্রস্তদের পাশে জিএনএলএফ
এই বিষয়ে সাংসদ রাজু বিস্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "দল যেভাবে আমার উপর আস্থা রেখেছে তার জন্য দলকে ধন্যবাদ । দলকে যথাসাধ্য এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব ।" 2024-এর নির্বাচনের দিকে লক্ষ্য রেখেই উত্তরবঙ্গে ভাল ফলের আশায় সাংসদ রাজু বিস্তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ ।