ETV Bharat / state

পরিকাঠামোগত সমস্যা, এখনই আইসোলেশন সেন্টার হচ্ছে না গ্লেনারিজ

পুরো বিষয়টি জানার পর ক্ষোভ প্রকাশ করেছেন সংস্থার কর্ণধার তথা জিএনএলএফের দার্জিলিং শাখার সভাপতি অজয় এডওয়ার্ড । গ্লেনারিজের পরিবর্তে দার্জিলিংয়ের সেন্ট জোসেফ নর্থ পয়েন্ট ইনিস্টিউট অথবা হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইন্সটিটিউটকে 100 শয্যার কোভিড হাসপাতাল করার পরিকল্পনা করছে জেলা স্বাস্থ্য দফতর ।

গ্লেনারিজ
গ্লেনারিজ
author img

By

Published : May 13, 2021, 3:54 PM IST

দার্জিলিং, 13 মে : আপাতত আইসোলেশন সেন্টার করা হচ্ছে না দার্জিলিংয়ের ঐতিহাসিক ব্রিটিশ আমলের গ্লেনারিজকে ৷ প্রথমে আইসোলেশন সেন্টার করার কথা থাকলেও পরে তা স্থগিত করা হয়েছে । স্বাস্থ্য দফতরের তরফে গ্লেনারিজকে আইসোলেশন সেন্টার করতে গেলে বেশ কিছু সমস্যা আছে বলে দার্জিলিং জেলা প্রশাসনকে রিপোর্ট দেওয়া হয়েছে ।

তবে পুরো বিষয়টি জানার পর ক্ষোভ প্রকাশ করেছেন সংস্থার কর্ণধার তথা জিএনএলএফের দার্জিলিং শাখার সভাপতি অজয় এডওয়ার্ড । গ্লেনারিজের পরিবর্তে দার্জিলিংয়ের সেন্ট জোসেফ নর্থ পয়েন্ট ইনিস্টিউট অথবা হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইন্সটিটিউটকে 100 শয্যার কোভিড হাসপাতাল করার পরিকল্পনা করছে জেলা স্বাস্থ্য দফতর ।

প্রশাসন সূত্রে খবর, গ্লেনারিজকে প্রথমে 40 শয্যার আইসোলেশন সেন্টার করার পরিকল্পনা করা হয়েছিল । সেই মতো স্বাস্থ্য দফতরকে চিঠি দিয়ে অনুমতিও চেয়েছিল গ্লেনারিজ কর্তৃপক্ষ । পরে জেলা স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা গ্লেনারিজ পরিদর্শন করেন । তারপরে রিপোর্ট জমা দেন তাঁরা ৷ সেই রিপোর্টে জানা যায়, গ্লেনারিজকে আইসোলেশন সেন্টার করতে গেলে পরিকাঠামোগত কিছু সমস্যা রয়েছে ৷ ফলে আপাতত সেখানে আইসোলেশন সেন্টার করা সম্ভব নয় ।

এখনই আইসোলেশন সেন্টার হচ্ছে না গ্লেনারিজ


ওই বিষয়ে গ্লেনারিজের কর্ণধার অজয় এডওয়ার্ড বলেন, "পাহাড়ের দু’তিন জন মানুষ এখনও রাজনীতি করছেন । তাঁরা পাহাড়বাসীকে ভালোবাসেন না । সেজন্য এসব করছে । তবুও আমরা আইসোলেশন সেন্টার না করে কোভিড হেল্পলাইন সেন্টার করছি ।"

দার্জিলিংয়ের জেলাশাসক পুন্নমবলম এস বলেন, "আইসোলেশন সেন্টার করতে কিছু সমস্যা রয়েছে। স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা বিষয়টি দেখছেন। " জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রলয় আচার্য বলেন, "পরিকাঠামোগত যে সমস্যা রয়েছে সেগুলো যদি পূরণ করতে পারে তবে আইসোলেশন সেন্টার করা সম্ভব । এছাড়া সম্ভব নয়।"

দার্জিলিং, 13 মে : আপাতত আইসোলেশন সেন্টার করা হচ্ছে না দার্জিলিংয়ের ঐতিহাসিক ব্রিটিশ আমলের গ্লেনারিজকে ৷ প্রথমে আইসোলেশন সেন্টার করার কথা থাকলেও পরে তা স্থগিত করা হয়েছে । স্বাস্থ্য দফতরের তরফে গ্লেনারিজকে আইসোলেশন সেন্টার করতে গেলে বেশ কিছু সমস্যা আছে বলে দার্জিলিং জেলা প্রশাসনকে রিপোর্ট দেওয়া হয়েছে ।

তবে পুরো বিষয়টি জানার পর ক্ষোভ প্রকাশ করেছেন সংস্থার কর্ণধার তথা জিএনএলএফের দার্জিলিং শাখার সভাপতি অজয় এডওয়ার্ড । গ্লেনারিজের পরিবর্তে দার্জিলিংয়ের সেন্ট জোসেফ নর্থ পয়েন্ট ইনিস্টিউট অথবা হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইন্সটিটিউটকে 100 শয্যার কোভিড হাসপাতাল করার পরিকল্পনা করছে জেলা স্বাস্থ্য দফতর ।

প্রশাসন সূত্রে খবর, গ্লেনারিজকে প্রথমে 40 শয্যার আইসোলেশন সেন্টার করার পরিকল্পনা করা হয়েছিল । সেই মতো স্বাস্থ্য দফতরকে চিঠি দিয়ে অনুমতিও চেয়েছিল গ্লেনারিজ কর্তৃপক্ষ । পরে জেলা স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা গ্লেনারিজ পরিদর্শন করেন । তারপরে রিপোর্ট জমা দেন তাঁরা ৷ সেই রিপোর্টে জানা যায়, গ্লেনারিজকে আইসোলেশন সেন্টার করতে গেলে পরিকাঠামোগত কিছু সমস্যা রয়েছে ৷ ফলে আপাতত সেখানে আইসোলেশন সেন্টার করা সম্ভব নয় ।

এখনই আইসোলেশন সেন্টার হচ্ছে না গ্লেনারিজ


ওই বিষয়ে গ্লেনারিজের কর্ণধার অজয় এডওয়ার্ড বলেন, "পাহাড়ের দু’তিন জন মানুষ এখনও রাজনীতি করছেন । তাঁরা পাহাড়বাসীকে ভালোবাসেন না । সেজন্য এসব করছে । তবুও আমরা আইসোলেশন সেন্টার না করে কোভিড হেল্পলাইন সেন্টার করছি ।"

দার্জিলিংয়ের জেলাশাসক পুন্নমবলম এস বলেন, "আইসোলেশন সেন্টার করতে কিছু সমস্যা রয়েছে। স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা বিষয়টি দেখছেন। " জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রলয় আচার্য বলেন, "পরিকাঠামোগত যে সমস্যা রয়েছে সেগুলো যদি পূরণ করতে পারে তবে আইসোলেশন সেন্টার করা সম্ভব । এছাড়া সম্ভব নয়।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.