শিলিগুড়ি, 22 এপ্রিল: এ যেন এক উলটপুরাণ ! বরাবর তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করে এসেছে বামফ্রন্ট । আর শিলিগুড়িতে কি না বামেদের সঙ্গেই আসন সমঝোতা করল রাজ্যের শাসকদল ! বিষয়টি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে ।
শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে সিপিএমের সঙ্গে আঁতাত করে আসন সমঝোতার মাধ্যমে নির্বাচনে লড়াইয়ের অভিযোগ উঠেছে । আর অভিযোগ করেছে জোটসঙ্গী কংগ্রেস । অভিযোগ করতে ছাড়েনি বিজেপিও । যদিও জোট বা আসন সমঝোতার বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন জানিয়ে নস্যাৎ করেছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ।
একদা তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করতে বামফ্রন্ট কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে তৈরি করেছিল শিলিগুড়ি মডেল । তখন সেই জোটের কান্ডারি ছিলেন প্রাক্তন বিধায়ক অশোক ভট্টাচার্য । তারপর থেকে লোকসভা, বিধানসভা, পৌরনির্বাচনে সেই মডেলকে সামনে রেখেই লড়াই করেছিল বাম ও কংগ্রেস শিবির । সাগরদিঘি উপনির্বাচনেও সেই জোটের মাধ্যমেই জয় মেলে । কিন্তু আচমকা এই আঁতাতের প্রশ্ন ওঠায় অবাক রাজনৈতিক মহল ।
জানা গিয়েছে, শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের 16টি পদে নির্বাচন হবে আগামী 29 এপ্রিল । নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি, সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে মনোনয়ন জমা দেয় কংগ্রেস, সিপিএম ও তৃণমূল কংগ্রেস । কিন্তু আচমকা সভাপতির পদ থেকে বাম মনোনীত প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নেন । অন্যদিকে, সম্পাদক পদ থেকে আবার মনোনয়ন প্রত্যাহার করেন তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী । দু'ক্ষেত্রেই মূল প্রতিদ্বন্দ্বী কংগ্রেস ।
অন্যদিকে, সহ-সভাপতি পদে প্রার্থীই দেয়নি সিপিএম । আবার কোষাধ্যক্ষ পদে মনোনয়ন জমা করেও শেষে তা প্রত্যাহার করে নেয় তৃণমূল কংগ্রেস । একইভাবে সহ-সম্পাদক ও লাইব্রেরিয়ান পদেও সমঝোতার অভিযোগ উঠেছে । এছাড়া কার্যকরী কমিটির 9টি আসনেই কংগ্রেস প্রার্থী দিলেও তৃণমূল কংগ্রেস চারটি ও সিপিএম পাঁচটি আসনে লড়ছে । এর আগে সাতবার বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করলেও একবারও জয়ী হতে পারেনি । শেষবারের নির্বাচনে মাত্র দু’টি আসনে জয়লাভ করেছিল রাজ্যের শাসকদল ।
শিলিগুড়ির মেয়র গৌতম দেব বলেন, "সারা জীবন বামেদের সঙ্গে লড়াই করেছি । এই সময় আর আসন সমঝোতার কোনও প্রশ্ন নেই । নিজেদের শক্তিতেই লড়ব ।" কংগ্রেস ল’ইয়ার্স সেলের নেত্রী তথা প্রাক্তন সভাপতি গঙ্গোত্রী দত্ত বলেন, "অদ্ভুত একটা জোট হয়েছে । যেটাতে আমরা অবাক । ক্ষমতায় থাকার জন্য এই সমঝোতা হয়েছে । কংগ্রেস নিজের ক্ষমতায় লড়বেই ।"
সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য জীবেশ সরকার বলেন, "তৃণমূল ও বিজেপির সঙ্গে কোনোভাবে আসন সমঝোতা বা জোট নয় । দল এসবের অনুমোদন দেয়নি । যদি কেউ করে থাকে তার বিরুদ্ধে দল পদক্ষেপ করবে ।" এই আসন সমঝোতাকে কাঠালের সঙ্গে আমসত্ত্বর জোট বলে কটাক্ষ করেছেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ । তিনি বলেন, "প্রতিটাবার সিপিএম নিজেদের ক্ষমতায় থাকতে নীতিকে পিছনে রেখে দেয় । খালি ক্ষমতায় থাকার জন্য । এবার সিপিএমের মুখোশ খুলে পড়ল ৷"
আরও পড়ুন: ডিওয়াইএফআই এর উত্তরকন্যা অভিযান ঘিরে রণক্ষেত্র শিলিগুড়ি