ETV Bharat / state

কোরোনা আতঙ্কে শিলিগুড়িতে বাতিল দোল উৎসব - কোরোনা আতঙ্কে শিলিগুড়িতে বাতিল দোল উৎসব

গত 14 বছর ধরে চলা শিলিগুড়ি দাগাপুর বসুন্ধরায় বসন্ত উৎসব এবার হবে না বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

ছবি
ছবি
author img

By

Published : Mar 7, 2020, 3:09 PM IST

Updated : Mar 7, 2020, 3:26 PM IST

শিলিগুড়ি, 7 মার্চ : কোরোনা আতঙ্কে শিলিগুড়িতে বাতিল হল দোল উৎসব । আজ জরুরি বৈঠকের পর উৎসবের আয়োজকরা জানিয়েছেন, দোলের দিন বিপুল জনসমাগম এড়াতেই তড়িঘড়ি শেষ মুহূর্তে উৎসব বাতিল করা হচ্ছে ।

কোরোনা রুখতে যেসব নির্দেশিকা স্বাস্থ্যমন্ত্রক জারি করেছে তার মধ্যে অন্যতম হল জরুরি প্রয়োজন ছাড়া জনবহুল এলাকা এড়িয়ে চলা । উৎসব হলে তাতে বিপুল পরিমাণ জনসমাগম হতে পারে । তাই তা এড়াতেই শিলিগুড়িতে বাতিল হয়ে গেল অন্যতম বড় দোল উৎসব । 14 বছর ধরে চলা শিলিগুড়ি দাগাপুর বসুন্ধরায় বসন্ত উৎসব এবার হবে না বলে জানিয়েছেন উদ্যোক্তারা ।

শিলিগুড়িতে বাতিল দোল উৎসব

উদ্যোক্তাদের তরফে সুজিত রাহা বলেন, "প্রায় দেড়শো শিল্পী অনুষ্ঠানে অংশ নেন । কয়েক হাজার মানুষ সেদিন উৎসবে আসেন । আমাদের পক্ষে এই বিপুল জনসমাগম এড়িয়ে চলা সম্ভব নয় । যেসব নির্দেশিকা রয়েছে তাতে জনসমাগম এড়িয়ে চলার কথাই বলা হয়েছে । তাই এই পরিস্থিতিতে শিলিগুড়িতে আমরা এবারের দোল উৎসব বাতিল করছি । উৎসবের যাবতীয় প্রস্তুতি শেষ হয়ে গেছিল । কিন্তু বর্তমান পরিস্থিতিতে আর কোনও বিকল্প নেই ।"

শিলিগুড়ি, 7 মার্চ : কোরোনা আতঙ্কে শিলিগুড়িতে বাতিল হল দোল উৎসব । আজ জরুরি বৈঠকের পর উৎসবের আয়োজকরা জানিয়েছেন, দোলের দিন বিপুল জনসমাগম এড়াতেই তড়িঘড়ি শেষ মুহূর্তে উৎসব বাতিল করা হচ্ছে ।

কোরোনা রুখতে যেসব নির্দেশিকা স্বাস্থ্যমন্ত্রক জারি করেছে তার মধ্যে অন্যতম হল জরুরি প্রয়োজন ছাড়া জনবহুল এলাকা এড়িয়ে চলা । উৎসব হলে তাতে বিপুল পরিমাণ জনসমাগম হতে পারে । তাই তা এড়াতেই শিলিগুড়িতে বাতিল হয়ে গেল অন্যতম বড় দোল উৎসব । 14 বছর ধরে চলা শিলিগুড়ি দাগাপুর বসুন্ধরায় বসন্ত উৎসব এবার হবে না বলে জানিয়েছেন উদ্যোক্তারা ।

শিলিগুড়িতে বাতিল দোল উৎসব

উদ্যোক্তাদের তরফে সুজিত রাহা বলেন, "প্রায় দেড়শো শিল্পী অনুষ্ঠানে অংশ নেন । কয়েক হাজার মানুষ সেদিন উৎসবে আসেন । আমাদের পক্ষে এই বিপুল জনসমাগম এড়িয়ে চলা সম্ভব নয় । যেসব নির্দেশিকা রয়েছে তাতে জনসমাগম এড়িয়ে চলার কথাই বলা হয়েছে । তাই এই পরিস্থিতিতে শিলিগুড়িতে আমরা এবারের দোল উৎসব বাতিল করছি । উৎসবের যাবতীয় প্রস্তুতি শেষ হয়ে গেছিল । কিন্তু বর্তমান পরিস্থিতিতে আর কোনও বিকল্প নেই ।"

Last Updated : Mar 7, 2020, 3:26 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.