চকবাজার(দার্জিলিং), 3 জানুয়ারি: ফের পাহাড়ে পোস্টার-বিতর্ক। বুধবার সকালে দার্জিলিংয়ের চকবাজারে বিজেপি বিরোধী পোস্টার পড়ল ৷ এই ঘটনা ঘিরে সরগরম শৈলরানির রাজনীতি। দার্জিলিং সিটিজেন্স ফোরামের তরফে ওই পোস্টার দেওয়া হয়েছে । তিনবার লোকসভা ও বিধানসভা উপনির্বাচনে বিজেপিকে জেতাবার পরও গোর্খাল্যান্ডের দাবি পূরণ না-হওয়ায় দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা এবং বিধায়ক নীরজ জিম্বার পদত্যাগ দাবি করা হয়েছে পোস্টারে। পাশাপাশি, কেন্দ্রের বিজেপি পরিচালিত সরকারের মনোভাব এবং ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে ।
পোস্টারে লেখা হয়েছে, বিজেপিকে 2009 সাল থেকে পাহাড়ের মানুষ বহু মূল্যবান ভোট দিয়ে আসছে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একাধিকবার পাহাড়ে ভোটের প্রচারে গিয়ে পাহাড়বাসীর সমস্যা মেটানোর আশ্বাস দিয়েছেন । প্রধানমন্ত্রী খোদ বলেছিলেন "গোর্খাদের স্বপ্ন, আমার স্বপ্ন ৷" অথচ 15 বছরে বিজেপি শুধু মিথ্যা কথাই বলেছে। কাজের কাজ কিছুই করেনি । সিটিজেন্স ফোরামের সদস্যদের মতে, 15 বছর ধরে মিথ্যা কথা বলে বিজেপি ভোট নিয়েছে। এবার আর পাহাড়ে এসে ভোট চাওয়ার কোনও অধিকার তাদের নেই । পাহাড়বাসীকে বিভ্রান্ত করার জন্য এখনকার সাংসদ এবং বিধায়কেরও অবিলম্বে পদত্যাগ করা উচিত ।
এই বিষয়ে স্থানীয় বিজেপি নেতা কল্যাণ দেওয়ান বলেন, "আমাদের সরকার বরাবর পাহাড়বাসীর জন্য সচেষ্ট । বিজেপি সরকার পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধানের জন্য পদক্ষেপ করলেও বর্তমান রাজ্য সরকার বাধা দিচ্ছে, অসহযোগিতা করছে । কেন্দ্রীয় সরকারের ডাকা বৈঠকে রাজ্য সরকারের প্রতিনিধি যাচ্ছে না ।" পালটা শিলিগুড়ির মেয়র তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী গৌতম দেব বলেন, "তিনবার পাহাড়ে জিতেছে বিজেপি । একটাও কাজ করেনি। এবার আর পাহাড়বাসীকে বিভ্রান্ত করতে পারবে না বিজেপি। পাহাড় এখন মুখ্যমন্ত্রীর হাত ধরে উন্নয়ন দেখছে ।"
আরও পড়ুন: