ETV Bharat / state

Mamata on GTA Election : মে-জুনে জিটিএ নির্বাচন চান মমতা, গৌতম-পাপিয়াদের 'কথা কম বেশি কাজে'র পরামর্শ

author img

By

Published : Mar 27, 2022, 9:58 PM IST

দলীয় নেতৃত্বকেও কথা কম বলে, কাজ করার নির্দেশ এদিন দিয়েছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee orders party Leaders to work hard) ৷ বলেছেন, "পৌরসভাগুলিকে বলব মন দিয়ে কাজ করুন আর মানুষের কাজ করুন । আমাকে মানুষ একটা জায়গার দায়িত্ব দিয়েছে, দায়িত্ব দিয়েছে বলে আমি হনু হয়ে যাইনি ।"

Mamata Banerjee on GTA
মে-জুন মাসে জিটিএ নির্বাচন চান, শিলিগুড়িতে বললেন মমতা

শিলিগুড়ি, 27 মার্চ : আগামী মে-জুন মাসের মধ্যে জিটিএ ( গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল এডমিনিস্ট্রেশন) এর নির্বাচন চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee on GTA Election) ৷ রবিবার শিলিগুড়িতে তিনি বলেন,"পাহাড়ে আমি তিনদিন থাকব । তার কারণ, আমাকে একটু জিটিএ নিয়ে কথা বলতে হবে । আমি চাই জিটিএ নির্বাচনটাও মে-জুন মাসের মধ্যে হয়ে যাক । পাহাড়ে ইতিমধ্যে শান্তিপূর্ণ পৌরসভা নির্বাচন হয়েছে । জিটিএ নির্বাচন হোক আমি সেটা চাই ।" একই সঙ্গে এদিন পাহাড়ে পঞ্চায়েত নির্বাচন নিয়েও বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, "পঞ্চায়েত নির্বাচন হোক সেটাও আমি চাই । কিন্তু পাহাড়ে দ্বিস্তর পঞ্চায়েত রয়েছে । ত্রিস্তর পঞ্চায়েতের জন্য আটকে রয়েছে । আমরা কেন্দ্রীয় সরকারকে বলেছি, এটা আপনাদের আইন, ত্রিস্তর পঞ্চায়েতটা করে দিন, তাহলে আইনতভাবে পাহাড়েও আমরা পঞ্চায়েত নির্বাচন করতে পারব ।" রাজ্যে শান্তিপূর্ণ পঞ্চায়েত নির্বাচন হবে বলেও এদিন বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ পাহাড়ের রাজনৈতিক দলের সঙ্গেও তিনি আলোচনায় বসবেন তিনি বলে জানিয়েছেন মমতা । সূত্রের খবর, জিটিএ নির্বাচন হলে জোট শরিক বা জোট সঙ্গীদের সঙ্গে বিশেষ করে অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা ও বিমল গুরুংয়ের গোর্খা জনমুক্তি মোর্চার সঙ্গে আসন সমঝোতা বা জোটের হিসেব কী হবে সেই বিষয়ে আলোচনা করতে পারেন মুখ্যমন্ত্রী ।

মে-জুন মাসে জিটিএ নির্বাচন চান মমতা

আরও পড়ুন : আইনশৃঙ্খলা রক্ষায় কড়া বার্তা মমতার, আসছে 'দিদিকে বলো'র ধাঁচে নয়া পরিষেবা

পাশাপাশি, এদিনের মঞ্চ থেকে শিলিগুড়ির মেয়র গৌতম দেব ও দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষকে কথা কম বলে বেশি করার নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বলেন, "পৌরসভাগুলিকে বলব মন দিয়ে কাজ করুন আর মানুষের কাজ করুন । আমাকে মানুষ একটা জায়গার দায়িত্ব দিয়েছে, দায়িত্ব দিয়েছে বলে আমি হনু হয়ে যাইনি । দায়িত্ব দিয়েছে বলে আমার কাজের পরিধি বেড়েছে । আমায় কাজটা করতে হবে । পঞ্চায়েতে যাঁরা আছেন তাদেরও বলব মন দিয়ে কাজ করুন । আগামী বছর পঞ্চায়েত নির্বাচন হবে । আমি চাই গণতন্ত্রে গণতন্ত্র উৎসবের মতো হোক, শান্তিপূর্ণভাবে ভোট হবে ।" এরপরই গৌতম দেব ও পাপিয়া ঘোষের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, "কথা কম কাজ বেশি । আমি করব । করে বলব । আমি না করে কখনই বলব না । আমি পাপিয়াকে বলব শিলিগুড়ি মহকুমা পরিষদে এখন থেকে কাজ করতে ।"

শিলিগুড়ি, 27 মার্চ : আগামী মে-জুন মাসের মধ্যে জিটিএ ( গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল এডমিনিস্ট্রেশন) এর নির্বাচন চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee on GTA Election) ৷ রবিবার শিলিগুড়িতে তিনি বলেন,"পাহাড়ে আমি তিনদিন থাকব । তার কারণ, আমাকে একটু জিটিএ নিয়ে কথা বলতে হবে । আমি চাই জিটিএ নির্বাচনটাও মে-জুন মাসের মধ্যে হয়ে যাক । পাহাড়ে ইতিমধ্যে শান্তিপূর্ণ পৌরসভা নির্বাচন হয়েছে । জিটিএ নির্বাচন হোক আমি সেটা চাই ।" একই সঙ্গে এদিন পাহাড়ে পঞ্চায়েত নির্বাচন নিয়েও বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, "পঞ্চায়েত নির্বাচন হোক সেটাও আমি চাই । কিন্তু পাহাড়ে দ্বিস্তর পঞ্চায়েত রয়েছে । ত্রিস্তর পঞ্চায়েতের জন্য আটকে রয়েছে । আমরা কেন্দ্রীয় সরকারকে বলেছি, এটা আপনাদের আইন, ত্রিস্তর পঞ্চায়েতটা করে দিন, তাহলে আইনতভাবে পাহাড়েও আমরা পঞ্চায়েত নির্বাচন করতে পারব ।" রাজ্যে শান্তিপূর্ণ পঞ্চায়েত নির্বাচন হবে বলেও এদিন বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ পাহাড়ের রাজনৈতিক দলের সঙ্গেও তিনি আলোচনায় বসবেন তিনি বলে জানিয়েছেন মমতা । সূত্রের খবর, জিটিএ নির্বাচন হলে জোট শরিক বা জোট সঙ্গীদের সঙ্গে বিশেষ করে অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা ও বিমল গুরুংয়ের গোর্খা জনমুক্তি মোর্চার সঙ্গে আসন সমঝোতা বা জোটের হিসেব কী হবে সেই বিষয়ে আলোচনা করতে পারেন মুখ্যমন্ত্রী ।

মে-জুন মাসে জিটিএ নির্বাচন চান মমতা

আরও পড়ুন : আইনশৃঙ্খলা রক্ষায় কড়া বার্তা মমতার, আসছে 'দিদিকে বলো'র ধাঁচে নয়া পরিষেবা

পাশাপাশি, এদিনের মঞ্চ থেকে শিলিগুড়ির মেয়র গৌতম দেব ও দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষকে কথা কম বলে বেশি করার নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বলেন, "পৌরসভাগুলিকে বলব মন দিয়ে কাজ করুন আর মানুষের কাজ করুন । আমাকে মানুষ একটা জায়গার দায়িত্ব দিয়েছে, দায়িত্ব দিয়েছে বলে আমি হনু হয়ে যাইনি । দায়িত্ব দিয়েছে বলে আমার কাজের পরিধি বেড়েছে । আমায় কাজটা করতে হবে । পঞ্চায়েতে যাঁরা আছেন তাদেরও বলব মন দিয়ে কাজ করুন । আগামী বছর পঞ্চায়েত নির্বাচন হবে । আমি চাই গণতন্ত্রে গণতন্ত্র উৎসবের মতো হোক, শান্তিপূর্ণভাবে ভোট হবে ।" এরপরই গৌতম দেব ও পাপিয়া ঘোষের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, "কথা কম কাজ বেশি । আমি করব । করে বলব । আমি না করে কখনই বলব না । আমি পাপিয়াকে বলব শিলিগুড়ি মহকুমা পরিষদে এখন থেকে কাজ করতে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.