ETV Bharat / state

Chinese citizen Arrested: ফের ইন্দো-নেপাল সীমান্ত থেকে গ্রেফতার চিনা নাগরিক - ইন্দো-নেপাল সীমান্ত

ধৃতের কাছ থেকে চিনের নাগরিকত্বের পরিচয়পত্র যেমন ভারতীয় আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এবং দু‘টি মোবাইল, একটি ট্যাব, বৌদ্ধ সন্ন্যাসীর আইডেন্টিটি কার্ড-সহ বেশ কিছু সামগ্রী উদ্ধার করা হয়েছে ৷ পাশাপাশি ভারতীয় মুদ্রায় ৩৫ হাজার ৬৯০ টাকা এবং নেপালের ৮৩ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়েছে।

Chinese citizen Arrested
ফের ইন্দো-নেপাল সীমান্ত থেকে গ্রেফতার চিনা নাগরিক
author img

By

Published : Sep 19, 2021, 5:51 PM IST

দার্জিলিং, ১৯ সেপ্টেম্বর : ফের ইন্দো-নেপাল সীমান্ত থেকে গ্রেফতার এক চিনা নাগরিক। শুধু তাই নয়, ধৃতের কাছ থেকে চিনের পাশাপাশি ভারতের একাধিক জাল পরিচয়পত্র উদ্ধার হয়েছে। এতে উদ্বেগে সশস্ত্র সীমা বল ও পুলিশ। চারদিন আগেই ইন্দো-নেপাল সীমান্ত থেকে দুই চিনা নাগরিককে গ্রেফতার করেছিল এসএসবি ৷

শিলিগুড়ি সংলগ্ন খড়িবাড়ি ব্লকের ভারত-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি থেকে ওই চিনা নাগরিককে গ্রেফতার করে এসএসবি-র ৪১ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা। ধৃতের নাম লবসাঙ নিউমা (৩৫)। এসএসবি সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকালে অবৈধভাবে ভারত থেকে নেপালে প্রবেশের সময় এসএসবি জওয়ানদের সহেন্দ হয় এবং আটক করা হয় ৷ তল্লাশির পর ধৃতের কাছ থেকে উদ্ধার হয় চিন ও ভারতের পরিচয়পত্র। এরপর ওই চিনা নাগরিককে শনিবার রাতে প্রথমে পানিট্যাঙ্কি ইমিগ্রেশন সেন্টারে ও পরে খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেয় এসএসবি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের কাছ থেকে চিনের নাগরিকত্বের পরিচয়পত্র ছাড়াও একাধিক ভারতীয় পরিচয়পত্র, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এবং দু‘টি মোবাইল, একটি ট্যাব, বৌদ্ধ সন্ন্যাসীর আইডেন্টিটি কার্ড-সহ বেশ কিছু সামগ্রী উদ্ধার করা হয়েছে ৷ পাশাপাশি ভারতীয় মুদ্রায় ৩৫ হাজার ৬৯০ টাকা এবং নেপালের ৮৩ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়েছে। এসএসবি সূত্রে আরও জানা গিয়েছে, ধৃত চিনা নাগরিক দীর্ঘদিন কর্নাটকে ছিল। ধৃত ওই ব্যক্তি শনিবার বিমানে বেঙ্গালুরু থেকে ৮ টা ৩৫ মিনিটে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছায়।

আরও পড়ুন: বিচারবিভাগীয় হেফাজতে হান, গুপ্তচরবৃত্তির সন্দেহ জোরাল

এরপর বিকেল চারটা নাগাদ নেপালে প্রবেশের সময় পানিট্যাঙ্কিতে তাকে ধড়ে ফেলে এসএসবি। এসএসবি এদিন সন্ধ্যায় ধৃতকে সীমান্তের রানিগঞ্জ ইমিগ্রেশন চেকপোস্টে হস্তান্তর করে ৷ রাত দশটা নাগাদ ধৃতকে খড়িবাড়ি থানার হাতে তুলে দেয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ। রবিবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলে খড়িবাড়ি পুলিশ ৷ তদন্তের স্বার্থে ধৃত চিনা নাগরিককে ১৪ দিনের পুলিশ হেফাজতে নেওয়ার জন্য আদালতে আবেদন করা হয়েছে। তবে ধৃত চিনা নাগরিক কী কারণে ভারতে এসেছিল, কী কারণে নেপালে যাচ্ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। কীভাবে ওই চিনা নাগরিক ভারতীয় পরিচয়পত্র তৈরি করেছে তাও খতিয়ে দেখছে পুলিশ।

দার্জিলিং, ১৯ সেপ্টেম্বর : ফের ইন্দো-নেপাল সীমান্ত থেকে গ্রেফতার এক চিনা নাগরিক। শুধু তাই নয়, ধৃতের কাছ থেকে চিনের পাশাপাশি ভারতের একাধিক জাল পরিচয়পত্র উদ্ধার হয়েছে। এতে উদ্বেগে সশস্ত্র সীমা বল ও পুলিশ। চারদিন আগেই ইন্দো-নেপাল সীমান্ত থেকে দুই চিনা নাগরিককে গ্রেফতার করেছিল এসএসবি ৷

শিলিগুড়ি সংলগ্ন খড়িবাড়ি ব্লকের ভারত-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি থেকে ওই চিনা নাগরিককে গ্রেফতার করে এসএসবি-র ৪১ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা। ধৃতের নাম লবসাঙ নিউমা (৩৫)। এসএসবি সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকালে অবৈধভাবে ভারত থেকে নেপালে প্রবেশের সময় এসএসবি জওয়ানদের সহেন্দ হয় এবং আটক করা হয় ৷ তল্লাশির পর ধৃতের কাছ থেকে উদ্ধার হয় চিন ও ভারতের পরিচয়পত্র। এরপর ওই চিনা নাগরিককে শনিবার রাতে প্রথমে পানিট্যাঙ্কি ইমিগ্রেশন সেন্টারে ও পরে খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেয় এসএসবি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের কাছ থেকে চিনের নাগরিকত্বের পরিচয়পত্র ছাড়াও একাধিক ভারতীয় পরিচয়পত্র, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এবং দু‘টি মোবাইল, একটি ট্যাব, বৌদ্ধ সন্ন্যাসীর আইডেন্টিটি কার্ড-সহ বেশ কিছু সামগ্রী উদ্ধার করা হয়েছে ৷ পাশাপাশি ভারতীয় মুদ্রায় ৩৫ হাজার ৬৯০ টাকা এবং নেপালের ৮৩ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়েছে। এসএসবি সূত্রে আরও জানা গিয়েছে, ধৃত চিনা নাগরিক দীর্ঘদিন কর্নাটকে ছিল। ধৃত ওই ব্যক্তি শনিবার বিমানে বেঙ্গালুরু থেকে ৮ টা ৩৫ মিনিটে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছায়।

আরও পড়ুন: বিচারবিভাগীয় হেফাজতে হান, গুপ্তচরবৃত্তির সন্দেহ জোরাল

এরপর বিকেল চারটা নাগাদ নেপালে প্রবেশের সময় পানিট্যাঙ্কিতে তাকে ধড়ে ফেলে এসএসবি। এসএসবি এদিন সন্ধ্যায় ধৃতকে সীমান্তের রানিগঞ্জ ইমিগ্রেশন চেকপোস্টে হস্তান্তর করে ৷ রাত দশটা নাগাদ ধৃতকে খড়িবাড়ি থানার হাতে তুলে দেয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ। রবিবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলে খড়িবাড়ি পুলিশ ৷ তদন্তের স্বার্থে ধৃত চিনা নাগরিককে ১৪ দিনের পুলিশ হেফাজতে নেওয়ার জন্য আদালতে আবেদন করা হয়েছে। তবে ধৃত চিনা নাগরিক কী কারণে ভারতে এসেছিল, কী কারণে নেপালে যাচ্ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। কীভাবে ওই চিনা নাগরিক ভারতীয় পরিচয়পত্র তৈরি করেছে তাও খতিয়ে দেখছে পুলিশ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.