ETV Bharat / state

দার্জিলিঙে মর্নিং ওয়াক, খুদেকে পোলিও খাওয়ালেন মমতা

দার্জিলিঙে প্রাতঃভ্রমণে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় । কথা বললেন ম্যালের দোকানদার ও পথচারীদের সঙ্গে । দেখা গেল এক নাবালককে পোলিও খাওয়াতে ৷

mamata banerjee feeding polio
পাহাড়ে জনসংযোগ মমতার
author img

By

Published : Jan 21, 2020, 3:26 PM IST

দার্জিলিং, ২১ জানুয়ারি : কখনও দলীয় প্রচারে গিয়ে গাড়ি থেকে নেমে রাস্তার ধারে কচিকাঁচাদের সঙ্গে কথা বলেন তিনি । কখনও আবার রাস্তার ধারের ছোট্ট দোকানে বসে খাবার খান । মাঝেমধ্যেই মুখ্যমন্ত্রিত্বের দায়িত্ব থেকে বেরিয়ে সাধারণ ঘরের মেয়ের মতো দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে । এবার তাঁকে দেখা গেল স্বাস্থ্যকর্মী হিসেবে । আজ দার্জিলিঙে সকালে হাঁটতে বেরিয়ে এক নাবালককে পোলিও খাওয়ান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

সকালে দার্জিলিঙের ম্যাল সংলগ্ন এলাকায় হাঁটতে বেরোন মুখ্যমন্ত্রী । তখন সেখানে বাচ্চাদের পোলিও খাওয়াতে ব্যস্ত ছিলেন দুই নার্স । তাঁদের আবদারে এক খুদেকে পোলিও খাওয়ান মমতা । ছবি তুলে পোলিও নির্মূল করার বার্তা দেন তিনি ।

খুদেকে পোলিও খাওয়ালেন মমতা

শুধু পোলিও খাওয়ানোই নয় । হাঁটতে হাঁটতেই রাস্তার ধারের দোকানদার ও পথচারীদের সঙ্গেও কথা বলেন মুখ্যমন্ত্রী । কোনও সমস্যা আছে কিনা, রাস্তাঘাটের উন্নতি হচ্ছে কিনা জানতে চান তিনি । উল্লেখ, আগামীকাল দার্জিলিঙে NRC, CAA-র প্রতিবাদে মিছিল করবেন মুখ্যমন্ত্রী । এরপর বৃহস্পতিবার ২৩ জানুয়ারি, নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষে একটি সরকারি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা তাঁর । তার আগে আজ বেশ খোশমেজাজেই দেখা গেল মুখ্যমন্ত্রীকে ।

দার্জিলিং, ২১ জানুয়ারি : কখনও দলীয় প্রচারে গিয়ে গাড়ি থেকে নেমে রাস্তার ধারে কচিকাঁচাদের সঙ্গে কথা বলেন তিনি । কখনও আবার রাস্তার ধারের ছোট্ট দোকানে বসে খাবার খান । মাঝেমধ্যেই মুখ্যমন্ত্রিত্বের দায়িত্ব থেকে বেরিয়ে সাধারণ ঘরের মেয়ের মতো দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে । এবার তাঁকে দেখা গেল স্বাস্থ্যকর্মী হিসেবে । আজ দার্জিলিঙে সকালে হাঁটতে বেরিয়ে এক নাবালককে পোলিও খাওয়ান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

সকালে দার্জিলিঙের ম্যাল সংলগ্ন এলাকায় হাঁটতে বেরোন মুখ্যমন্ত্রী । তখন সেখানে বাচ্চাদের পোলিও খাওয়াতে ব্যস্ত ছিলেন দুই নার্স । তাঁদের আবদারে এক খুদেকে পোলিও খাওয়ান মমতা । ছবি তুলে পোলিও নির্মূল করার বার্তা দেন তিনি ।

খুদেকে পোলিও খাওয়ালেন মমতা

শুধু পোলিও খাওয়ানোই নয় । হাঁটতে হাঁটতেই রাস্তার ধারের দোকানদার ও পথচারীদের সঙ্গেও কথা বলেন মুখ্যমন্ত্রী । কোনও সমস্যা আছে কিনা, রাস্তাঘাটের উন্নতি হচ্ছে কিনা জানতে চান তিনি । উল্লেখ, আগামীকাল দার্জিলিঙে NRC, CAA-র প্রতিবাদে মিছিল করবেন মুখ্যমন্ত্রী । এরপর বৃহস্পতিবার ২৩ জানুয়ারি, নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষে একটি সরকারি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা তাঁর । তার আগে আজ বেশ খোশমেজাজেই দেখা গেল মুখ্যমন্ত্রীকে ।

Intro:দার্জিলিং, 21 জানুয়ারি :মঙ্গলবার দার্জিলিঙে প্রাতঃভ্রমণে বেরিয়ে পোলিও খাওয়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় । দার্জিলিংয়ের ম্যাল সংলগ্ন এলাকায় পোলিও খাওয়াতে ব্যস্ত দুই নার্সের আবদারে পোলিও খাইয়ে পোলিও নির্মূলের বার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী ।Body:একইসঙ্গে প্রাতভ্রমণে বেরিয়ে ব্যবসায়ী সহ বিভিন্ন লোকেদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের খোঁজখবর নেন তিনি । দার্জিলিং পাহাড়ের রাস্তাঘাটের উন্নতি নিয়ে কথা বলেন । Conclusion:মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বুধবার এনআরসি-সিএএ প্রতিবাদে মিছিলে হাঁটবেন । বৃহস্পতিবার, 23 জানুয়ারি নেতাজির জন্মজয়ন্তীর সরকারি অনুষ্ঠানে অংশ নেবেন তিনি ।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.