ETV Bharat / state

হাসপাতাল চত্বরেও মুখে পান-গুটকা ? সাবধান - punnishable offence

হাসপাতালের মান ফেরাতে তামাকজাত দ্রব্য সেবন নিষিদ্ধ করল শিলিগুড়ি জেলা হাসপাতাল, ধরা পড়লে গুনতে হবে জরিমানা, গঠিত হল বিশেষ কমিটি ।

বিশেষ কমিটি
author img

By

Published : Jun 8, 2019, 4:16 PM IST


শিলিগুড়ি, 8 জুন : সৌন্দর্য ও স্বাস্থ্যকর পরিবেশ ফেরাতে কড়া পদক্ষেপ নিল শিলিগুড়ি জেলা হাসপাতাল। হাসপাতাল চত্বরে পান, গুটখা সহ তামাকজাত দ্রব্য সেবন করলেই জরিমানা করবে কর্তৃপক্ষ। রেহাই পাবেন না হাসপাতালের কর্মীরাও। ইতিমধ্যে গঠন করা হয়েছে বিশেষ কমিটি। সোমবার থেকেই সেই বিশেষ কমিটি কাজ শুরু করবে।

শিলিগুড়ি জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা উন্নত করার পাশাপাশি হাসপাতাল চত্বরকে পরিষ্কার রাখার বিষয়ে উদ্যোগী হয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ। নীল সাদা রঙে গোটা হাসপাতাল চত্বর সাজিয়ে তোলা হয়েছিল। একইসঙ্গে হাসপাতালের ইমার্জেন্সি থেকে শুরু করে বিভিন্ন ওয়ার্ডে বসানো হয়েছিল মার্বেল, কারুকার্য করা টাইলস। সেসব এখন পান, গুটখার পিকে ঢেকে গেছে।

শিলিগুড়ি জেলা হাসপাতালের রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান ডাঃ রুদ্রনাথ ভট্টাচার্য বলেন, "শুধু রোগীর পরিজনরা নয়, আমাদের হাসপাতালের কর্মীরাও হাসপাতালে পান, গুটখা খান। যত্রতত্র পান, গুটখার পিক ফেলে নোংরা করা হচ্ছে হাসপাতালের পরিবেশ । হাসপাতাল চত্বরে কেউ পান বা গুটখা খেলে এবার থেকে জরিমানা করা হবে। পান বা গুটখা মুখে নিয়ে হাসপাতালে ঢোকা যাবে না । মুখ ধুয়ে ঢুকতে হবে । এছাড়াও বিশেষ কমিটির পক্ষ্য থেকে তামাকজাত দ্রব্য সেবন থেকে বিরত থাকার বিষয়ে সচেতনতামূলক প্রচার চালানো হবে।"


শিলিগুড়ি, 8 জুন : সৌন্দর্য ও স্বাস্থ্যকর পরিবেশ ফেরাতে কড়া পদক্ষেপ নিল শিলিগুড়ি জেলা হাসপাতাল। হাসপাতাল চত্বরে পান, গুটখা সহ তামাকজাত দ্রব্য সেবন করলেই জরিমানা করবে কর্তৃপক্ষ। রেহাই পাবেন না হাসপাতালের কর্মীরাও। ইতিমধ্যে গঠন করা হয়েছে বিশেষ কমিটি। সোমবার থেকেই সেই বিশেষ কমিটি কাজ শুরু করবে।

শিলিগুড়ি জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা উন্নত করার পাশাপাশি হাসপাতাল চত্বরকে পরিষ্কার রাখার বিষয়ে উদ্যোগী হয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ। নীল সাদা রঙে গোটা হাসপাতাল চত্বর সাজিয়ে তোলা হয়েছিল। একইসঙ্গে হাসপাতালের ইমার্জেন্সি থেকে শুরু করে বিভিন্ন ওয়ার্ডে বসানো হয়েছিল মার্বেল, কারুকার্য করা টাইলস। সেসব এখন পান, গুটখার পিকে ঢেকে গেছে।

শিলিগুড়ি জেলা হাসপাতালের রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান ডাঃ রুদ্রনাথ ভট্টাচার্য বলেন, "শুধু রোগীর পরিজনরা নয়, আমাদের হাসপাতালের কর্মীরাও হাসপাতালে পান, গুটখা খান। যত্রতত্র পান, গুটখার পিক ফেলে নোংরা করা হচ্ছে হাসপাতালের পরিবেশ । হাসপাতাল চত্বরে কেউ পান বা গুটখা খেলে এবার থেকে জরিমানা করা হবে। পান বা গুটখা মুখে নিয়ে হাসপাতালে ঢোকা যাবে না । মুখ ধুয়ে ঢুকতে হবে । এছাড়াও বিশেষ কমিটির পক্ষ্য থেকে তামাকজাত দ্রব্য সেবন থেকে বিরত থাকার বিষয়ে সচেতনতামূলক প্রচার চালানো হবে।"

Intro:হাসপাতাল চত্বরে পান, গুটখা চিবলেই গুনতে হবে ১০০ টাকা, ছাড় পাবেন না হাসপাতালের কর্মীরাও!

শিলিগুড়িঃ পান, গুটখার পিকে সৌন্দর্য হারিয়েছে শিলিগুড়ি জেলা হাসপাতাল। সেক্ষেত্রে এবার হাসপাতাল চত্বরে পান, গুটখা চিবিয়ে পা রাখলেই জরিমানা করবে হাসপাতাল কতৃপক্ষ। রেহাই পাবেন না হাসপাতালের কর্মীরাও। সেই লক্ষ্যে ইতিমিধ্যে গঠন করা হয়েছে বিশেষ কমটিও। আগামী সোমবার থেকেই সেই বিশেষ কমিটি কার্যকরী হবে। তবে, শুধু পান গুটখা নয়, ধূমপানের ক্ষেত্রেও হবে জরিমান। সেক্ষেত্রে জরিমানা ধার্য হবে ২০০ টাকা।

শিলিগুড়ি জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিসেবা উন্নত করার পাশাপাশি হাসপাতাল চত্বরকে সাফসুতরো রাখার বিষয়ে উদ্যোগী হয়েছিল হাসপাতাল কতৃপক্ষ। নীল সাদা রঙ্গে গোটা হাসপাতাল চত্বর সাজিয়ে তোলা হয়েছিল। একইসঙ্গে হাসপাতালে ইমার্জেন্সি থেকে শুরু করে বিভিন্ন ওয়ার্ডে বসানো হয়েছিল মার্বেল থেকে শুরু করে কারুকার্য করা টাইলস। যদিও সেসব এখন পান, গুটখার পিকে ঢেকে গিয়েছে।

এবিষয়ে শিলিগুড়ি জেলা হাসপাতালের রোগী কল্যান সমিতির চেয়ারম্যান ডঃ রুদ্রনাথ ভট্টাচার্য বলেন, শুধু রোগীর পরিজনেরা নয়, আমাদের হাসপাতালের কর্মীরাও পান গুটখা খেয়ে হাসপাতালে পা রাখেন। এরপর যত্রতত্র পান, গুটখার পিক ফেলে নোংরা করছেন। সেক্ষেত্রে এবার থেকে জরিমানা করা হবে। একইসঙ্গে কেউ পান গুটখা খেয়ে হাসপাতালে পা রাখলে তাদের মুখ ধোয়ানো হবে হাসপাতালের তরফেই। এছাড়াও তামাকজাত দ্রব্য সেবন থেকে বিরত থাকার বিষয়ে সচেতনতামূলক প্রচার চালানো হবে। হাসপাতালের বিভিন্ন জায়গায় সাটানো হবে পোষ্টার।Body:. Conclusion:.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.