ETV Bharat / state

4 দিনে বাংলাদেশ সীমান্তে প্রচুর মাদক ও গোরু পাচার রুখল BSF - Cattle smuggling

26 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত ভারত-বাংলাদেশ সীমান্তে নিষিদ্ধ মাদক ও গোরু পাচার রুখতে সক্ষম হয়েছে BSF ।

BSF
BSF
author img

By

Published : Jun 30, 2020, 11:15 PM IST

দার্জিলিং, 30 জুন: চার দিনে সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ মাদক ও গোরু পাচার রুখেছে তারা । আজ একথা জানাল BSF ।

26 তারিখ থেকে আজ পর্যন্ত ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে মোট 2 হাজার 413 বোতল নিষিদ্ধ ফেনসিডিল বাজেয়াপ্ত করেছে সীমান্তরক্ষী বাহিনী । উদ্ধার করা হয়েছে আট কেজি গাঁজা । বাজেয়াপ্ত মাদকদ্রব্যের বাজারমূল্য 1 লাখ 8 হাজার 712 টাকা । এছাড়াও সীমান্তে মোট 63টি গোরু আটক করা হয়েছে ।

BSF-র উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের DIG রাজীব রঞ্জন শর্মা বলেন, "উদ্ধার হওয়া মাদক ও গোরু বাংলাদেশে পাচার করার চেষ্টা চলছিল । চলতি মাসে সুনীল কুমার ত্যাগী BSF-র উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের IG-র দায়িত্বভার নেওয়ার পর থেকেই সীমান্তে চোরাকারবারীদের বিরুদ্ধে অভিযানে গতি এসেছে । "

তিনি বলেন, "উত্তরবঙ্গে ভারত-বাংলাদেশ সীমান্তের যেসব জায়গায় কাঁটাতারের বেড়া নেই মূলত সেসব জায়গা দিয়ে এই চোরাচালান রমরমিয়ে চলে । অনুপ্রবেশ, চোরাচালান সহ বিভিন্ন ধরনের অপরাধ সীমান্তে প্রায়ই ঘটে । BSF জওয়ানদের তৎপরতায় মাঝেমধ্যেই এই পাচারের ছক ভেস্তে যায় । কখনও পাচারকারীরা ধরা পড়ে আবার কখনও পালিয়ে যেতে সক্ষম হয়।"

দার্জিলিং, 30 জুন: চার দিনে সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ মাদক ও গোরু পাচার রুখেছে তারা । আজ একথা জানাল BSF ।

26 তারিখ থেকে আজ পর্যন্ত ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে মোট 2 হাজার 413 বোতল নিষিদ্ধ ফেনসিডিল বাজেয়াপ্ত করেছে সীমান্তরক্ষী বাহিনী । উদ্ধার করা হয়েছে আট কেজি গাঁজা । বাজেয়াপ্ত মাদকদ্রব্যের বাজারমূল্য 1 লাখ 8 হাজার 712 টাকা । এছাড়াও সীমান্তে মোট 63টি গোরু আটক করা হয়েছে ।

BSF-র উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের DIG রাজীব রঞ্জন শর্মা বলেন, "উদ্ধার হওয়া মাদক ও গোরু বাংলাদেশে পাচার করার চেষ্টা চলছিল । চলতি মাসে সুনীল কুমার ত্যাগী BSF-র উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের IG-র দায়িত্বভার নেওয়ার পর থেকেই সীমান্তে চোরাকারবারীদের বিরুদ্ধে অভিযানে গতি এসেছে । "

তিনি বলেন, "উত্তরবঙ্গে ভারত-বাংলাদেশ সীমান্তের যেসব জায়গায় কাঁটাতারের বেড়া নেই মূলত সেসব জায়গা দিয়ে এই চোরাচালান রমরমিয়ে চলে । অনুপ্রবেশ, চোরাচালান সহ বিভিন্ন ধরনের অপরাধ সীমান্তে প্রায়ই ঘটে । BSF জওয়ানদের তৎপরতায় মাঝেমধ্যেই এই পাচারের ছক ভেস্তে যায় । কখনও পাচারকারীরা ধরা পড়ে আবার কখনও পালিয়ে যেতে সক্ষম হয়।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.