ETV Bharat / state

Cattle Smuggler Died: বাংলাদেশ সীমান্তের জিরো পয়েন্টে বিএসএফের গুলিতে নিহত গরু পাচারকারী - দার্জিলিং জেলা পুলিশ

শুক্রবার ভোররাতে ঘটনাটি ঘটে ৷ এখনও নাম পরিচয় জানতে পারেনি বিএসএফ ৷ এই নিয়ে বিজিবি-র সঙ্গে কথা বলছে বিএসএফ (BSF) কর্তৃপক্ষ ৷

BSF shoots one Cattle smuggler dead on India-Bangla border
বাংলাদেশ সীমান্তের জিরো পয়েন্টে বিএসএফের গুলিতে নিহত গরু পাচারকারী
author img

By

Published : Oct 14, 2022, 4:10 PM IST

Updated : Oct 14, 2022, 5:41 PM IST

দার্জিলিং, 14 অক্টোবর : ইন্দো-বাংলাদেশ সীমান্তে (Indo-Bangladesh Border) বিএসএফের গুলিতে মৃত্যু হল এক গরু পাচারকারীর । উদ্ধার হয়েছে একটি দেশি পিস্তল । ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ি সংলগ্ন ফাঁসিদেওয়া ব্লকের চটহাট অঞ্চলের মুড়িখাওয়া এলাকায় ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ভোররাতে মুড়িখাওয়া এলাকার সীমান্তের লাইন অফ কন্ট্রোলের জিরো পয়েন্ট দিয়ে গরু সমেত এক পাচারকারী চোখে পড়ে বিএসএফের (BSF) । এরপর তাঁকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়েন বিএসএফ জওয়ানরা । গুলির লাগার ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই পাচারকারীর ।

BSF shoots one Cattle smuggler dead on India-Bangla border
উদ্ধার আগ্নেয়াস্ত্র

এরপর সকালে ঘটনাস্থলে পৌঁছান বিএসএফ ও দার্জিলিং জেলা পুলিশের (Darjeeling Police) উচ্চপদস্থ আধিকারিকরা । দেহটির পরীক্ষার জন্য ডাকা হয় ম্যাজিস্ট্রেটকে । তাঁর তত্ত্বাবধানে ময়নাতদন্তের প্রক্রিয়া শুরু করেছে পুলিশ ও বিএসএফ । যদিও এখনও ওই বিষয়ে মুখ খুলতে চাননি বিএসএফ ও পুলিশ আধিকারিকরা । পাশাপাশি মৃতের নাম ও পরিচয় এখনও জানা যায়নি । ওই বিষয়ে বিজিবির সঙ্গে আলোচনা শুরু করেছেন বিএসএফ আধিকারিকরা ।

বাংলাদেশ সীমান্তের জিরো পয়েন্টে বিএসএফের গুলিতে নিহত গরু পাচারকারী

প্রসঙ্গত, ফাঁসিদেওয়া ব্লকের বিস্তীর্ণ অঞ্চল ইন্দো-বাংলাদেশ সীমান্ত রয়েছে । তাছাড়াই সীমান্ত দিয়ে বয়ে গিয়েছে নদী । আর ওই নদী দিয়েই গরুপাচারের (Cattle Smuggling) মতো অপরাধ সংগঠিত হয় বলে অভিযোগ । এলাকাবাসী আকরম হোসেন বলেন, "ভোররাতে আচমকা সীমান্ত থেকে বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ পাই । সকালে শুনি বিএসএফের গুলিতে একজনের মৃত্যু হয়েছে ।"

আরও পড়ুন : শিলিগুড়িতে এসটিএফের হাতে গ্রেফতার দুই কেএলও লিঙ্কম্যান

দার্জিলিং, 14 অক্টোবর : ইন্দো-বাংলাদেশ সীমান্তে (Indo-Bangladesh Border) বিএসএফের গুলিতে মৃত্যু হল এক গরু পাচারকারীর । উদ্ধার হয়েছে একটি দেশি পিস্তল । ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ি সংলগ্ন ফাঁসিদেওয়া ব্লকের চটহাট অঞ্চলের মুড়িখাওয়া এলাকায় ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ভোররাতে মুড়িখাওয়া এলাকার সীমান্তের লাইন অফ কন্ট্রোলের জিরো পয়েন্ট দিয়ে গরু সমেত এক পাচারকারী চোখে পড়ে বিএসএফের (BSF) । এরপর তাঁকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়েন বিএসএফ জওয়ানরা । গুলির লাগার ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই পাচারকারীর ।

BSF shoots one Cattle smuggler dead on India-Bangla border
উদ্ধার আগ্নেয়াস্ত্র

এরপর সকালে ঘটনাস্থলে পৌঁছান বিএসএফ ও দার্জিলিং জেলা পুলিশের (Darjeeling Police) উচ্চপদস্থ আধিকারিকরা । দেহটির পরীক্ষার জন্য ডাকা হয় ম্যাজিস্ট্রেটকে । তাঁর তত্ত্বাবধানে ময়নাতদন্তের প্রক্রিয়া শুরু করেছে পুলিশ ও বিএসএফ । যদিও এখনও ওই বিষয়ে মুখ খুলতে চাননি বিএসএফ ও পুলিশ আধিকারিকরা । পাশাপাশি মৃতের নাম ও পরিচয় এখনও জানা যায়নি । ওই বিষয়ে বিজিবির সঙ্গে আলোচনা শুরু করেছেন বিএসএফ আধিকারিকরা ।

বাংলাদেশ সীমান্তের জিরো পয়েন্টে বিএসএফের গুলিতে নিহত গরু পাচারকারী

প্রসঙ্গত, ফাঁসিদেওয়া ব্লকের বিস্তীর্ণ অঞ্চল ইন্দো-বাংলাদেশ সীমান্ত রয়েছে । তাছাড়াই সীমান্ত দিয়ে বয়ে গিয়েছে নদী । আর ওই নদী দিয়েই গরুপাচারের (Cattle Smuggling) মতো অপরাধ সংগঠিত হয় বলে অভিযোগ । এলাকাবাসী আকরম হোসেন বলেন, "ভোররাতে আচমকা সীমান্ত থেকে বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ পাই । সকালে শুনি বিএসএফের গুলিতে একজনের মৃত্যু হয়েছে ।"

আরও পড়ুন : শিলিগুড়িতে এসটিএফের হাতে গ্রেফতার দুই কেএলও লিঙ্কম্যান

Last Updated : Oct 14, 2022, 5:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.