ETV Bharat / state

সীমান্তে 45 লাখ টাকার নেশার ট্যাবলেট বাজেয়াপ্ত BSF-র - সীমান্তে মাদক পাচার

কোরোনা পরিস্থিতিকে কাজে লাগিয়ে চোরাচালানকারীরা যাতে সক্রিয় হয়ে উঠতে না পারে, সেজন্য সজাগ BSF । এই পরিস্থিতিতে বিশেষ অভিযান চালিয়ে আনুমানিক 45 লাখ টাকার নেশার ট্যাবলেট বাজেয়াপ্ত করল তারা ।

indo banga border
চোরাই পণ্য বাজেয়াপ্ত
author img

By

Published : Jun 13, 2020, 5:56 AM IST

দার্জিলিং, 13 জুন : সীমান্ত চোরাচালানের বিরুদ্ধে ফের সাফল্য পেল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (BSF)। বর্ডার সিকিউরিটি ফোর্সের উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের 199 ব্যাটেলিয়নের গোবিন্দপুর BOP-র জওয়ানরা শুক্রবার বিকেলে বিশেষ অভিযান চালিয়ে আনুমানিক 45 লাখ টাকার নেশার ট্যাবলেট বাজেয়াপ্ত করেছে । এগুলি চোরাপথে সীমান্ত টপকে বাংলাদেশে পাচারের সময় বাজেয়াপ্ত হয় বলে জানা গেছে।

BSF-র উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের DIG রাজীব রঞ্জন শর্মা জানিয়েছেন, এছাড়াও উত্তরবঙ্গের ইন্দো-বাংলাদেশ সীমান্তের বিভিন্ন জায়গা থেকে জওয়ানরা 1119 বোতল কাফ সিরাপ বাজেয়াপ্ত করেছে । তিন কেজি গাঁজা ও পাচারের জন্য নিয়ে যাওয়া 9টি গোরুও আটক করা হয়েছে। 11 এবং 12 জুন বাজেয়াপ্ত এই কাফ সিরাপ সহ বাজেয়াপ্ত চোরাইপণ্যের মূল্য তিন লাখ বত্রিশ হাজার টাকা বলে BSF সূত্রে জানানো হয়েছে । চোরাকারবারিরা এগুলি বাংলাদেশে পাচারের ছক করেছিল বলে জানতে পেরেছে নিরাপত্তা বাহিনীর জওয়ানরা ।

কোরোনা পরিস্থিতিকে কাজে লাগিয়ে ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ, চোরাচালান চক্র সক্রিয় হতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রেখে চলেছে BSF । আর এতেই মিলছে সাফল্য । এর আগেও লক্ষাধিক টাকার কাফ সিরাপ বাজেয়াপ্ত করেছে ।

দার্জিলিং, 13 জুন : সীমান্ত চোরাচালানের বিরুদ্ধে ফের সাফল্য পেল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (BSF)। বর্ডার সিকিউরিটি ফোর্সের উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের 199 ব্যাটেলিয়নের গোবিন্দপুর BOP-র জওয়ানরা শুক্রবার বিকেলে বিশেষ অভিযান চালিয়ে আনুমানিক 45 লাখ টাকার নেশার ট্যাবলেট বাজেয়াপ্ত করেছে । এগুলি চোরাপথে সীমান্ত টপকে বাংলাদেশে পাচারের সময় বাজেয়াপ্ত হয় বলে জানা গেছে।

BSF-র উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের DIG রাজীব রঞ্জন শর্মা জানিয়েছেন, এছাড়াও উত্তরবঙ্গের ইন্দো-বাংলাদেশ সীমান্তের বিভিন্ন জায়গা থেকে জওয়ানরা 1119 বোতল কাফ সিরাপ বাজেয়াপ্ত করেছে । তিন কেজি গাঁজা ও পাচারের জন্য নিয়ে যাওয়া 9টি গোরুও আটক করা হয়েছে। 11 এবং 12 জুন বাজেয়াপ্ত এই কাফ সিরাপ সহ বাজেয়াপ্ত চোরাইপণ্যের মূল্য তিন লাখ বত্রিশ হাজার টাকা বলে BSF সূত্রে জানানো হয়েছে । চোরাকারবারিরা এগুলি বাংলাদেশে পাচারের ছক করেছিল বলে জানতে পেরেছে নিরাপত্তা বাহিনীর জওয়ানরা ।

কোরোনা পরিস্থিতিকে কাজে লাগিয়ে ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ, চোরাচালান চক্র সক্রিয় হতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রেখে চলেছে BSF । আর এতেই মিলছে সাফল্য । এর আগেও লক্ষাধিক টাকার কাফ সিরাপ বাজেয়াপ্ত করেছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.