- উত্তরকন্যা অভিযানে মৃত বিজেপি কর্মী ৷
- ফুলবাড়ি মোড়ে বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অসুস্থ হয়ে পড়ে উলেন রায় (৫০) ৷ বাড়ি গাজোলডোবায় ৷
পুলিশের লাঠির ঘায়ে মৃত্যু বিজেপি কর্মীর,অভিযোগ দিলীপ ঘোষের - উত্তরকন্যা অভিযানে মৃত্যু বিজেপি কর্মীর
বিজেপির উত্তরকন্যা অভিযান : তিনবাতি মোড়ে ব্যারিকেড ভেঙে এগোচ্ছেন বিজেপি কর্মীরা
15:42 December 07
বিজেপির উত্তরকন্যা অভিযান : পুলিশের ব্যারিকেড ভেঙে দেয় বিক্ষোভকারীরা ৷
15:29 December 07
- পুলিশের ট্রাফিক অফিসে ভাঙচুর , আগুন বিক্ষোভকারীদের ৷
15:05 December 07
- রাবার বুলেটে জখম অনেক বিজেপি কর্মী ৷
- ফুলবাড়িতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ ৷
- বিজেপির ঢিলে পিছু হটল পুলিশ৷
14:45 December 07
- ব্যারিকেড ভেঙে এগিয়ে যাচ্ছে বিজেপি সমর্থকরা ৷
- পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি ৷
- ফুলবাড়ি মোড়ে বিজেপি কর্মীদের লক্ষ্য করে পুলিশ কাঁদানে গ্যাসের সেল ফাটাচ্ছে ৷
14:38 December 07
- বিজেপি কর্মী সমর্থকদের লক্ষ্য করে বেগুনি জল ছুঁড়ছে পুলিশ ৷
14:28 December 07
- ফুলবাড়ি বাজারে আটকে দেওয়া হল মিছিল ৷
- অসুস্থ হয়ে পড়েছেন তেজস্বী সূর্য ৷
14:23 December 07
- ফুলবাড়িতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ বিজেপির ৷
14:19 December 07
- অসুস্থ হয়ে পড়েছে বিজেপি নেতা সৌমিত্র খাঁ ৷
14:14 December 07
- তিনবাতি মোড়ে ব্যারিকেড ভেঙে এগোচ্ছেন বিজেপি কর্মীরা ৷
14:07 December 07
- মঞ্চে বক্তব্য রাখছেন বিজেপি নেতা মুকুল রায় ৷
- ফুলবাড়িতে ব্যারিকেড ভাঙলেন মালতি রাভা (কোচবিহার বিজেপি জেলা সভানেত্রী) ৷
- উত্তপ্ত হয়ে উঠেছে ফুলবাড়ি ৷
- পুলিশের ব্যারিকেড ভাঙছে মিছিলের কর্মীসমর্থকরা ৷
13:41 December 07
- বিজেপি যুবমোর্চার উত্তরকন্যা অভিযান । রয়েছেন কৈলাশ বিজয়বর্গীয় থেকে শুরু করে রাজ্য বিজেপির নেতৃত্বরা ।
- মিছিল আটকাতে সক্রিয় পুলিশ প্রশাসন । অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ।
- মিছিল শুরু হতেই জলকামান চালায় পুলিশ । ফাটানো হচ্ছে কাঁদানে গ্যাসের সেল । ধুন্ধুমার উত্তরবঙ্গ ।
15:42 December 07
বিজেপির উত্তরকন্যা অভিযান : পুলিশের ব্যারিকেড ভেঙে দেয় বিক্ষোভকারীরা ৷
- উত্তরকন্যা অভিযানে মৃত বিজেপি কর্মী ৷
- ফুলবাড়ি মোড়ে বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অসুস্থ হয়ে পড়ে উলেন রায় (৫০) ৷ বাড়ি গাজোলডোবায় ৷
15:29 December 07
- পুলিশের ট্রাফিক অফিসে ভাঙচুর , আগুন বিক্ষোভকারীদের ৷
15:05 December 07
- রাবার বুলেটে জখম অনেক বিজেপি কর্মী ৷
- ফুলবাড়িতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ ৷
- বিজেপির ঢিলে পিছু হটল পুলিশ৷
14:45 December 07
- ব্যারিকেড ভেঙে এগিয়ে যাচ্ছে বিজেপি সমর্থকরা ৷
- পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি ৷
- ফুলবাড়ি মোড়ে বিজেপি কর্মীদের লক্ষ্য করে পুলিশ কাঁদানে গ্যাসের সেল ফাটাচ্ছে ৷
14:38 December 07
- বিজেপি কর্মী সমর্থকদের লক্ষ্য করে বেগুনি জল ছুঁড়ছে পুলিশ ৷
14:28 December 07
- ফুলবাড়ি বাজারে আটকে দেওয়া হল মিছিল ৷
- অসুস্থ হয়ে পড়েছেন তেজস্বী সূর্য ৷
14:23 December 07
- ফুলবাড়িতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ বিজেপির ৷
14:19 December 07
- অসুস্থ হয়ে পড়েছে বিজেপি নেতা সৌমিত্র খাঁ ৷
14:14 December 07
- তিনবাতি মোড়ে ব্যারিকেড ভেঙে এগোচ্ছেন বিজেপি কর্মীরা ৷
14:07 December 07
- মঞ্চে বক্তব্য রাখছেন বিজেপি নেতা মুকুল রায় ৷
- ফুলবাড়িতে ব্যারিকেড ভাঙলেন মালতি রাভা (কোচবিহার বিজেপি জেলা সভানেত্রী) ৷
- উত্তপ্ত হয়ে উঠেছে ফুলবাড়ি ৷
- পুলিশের ব্যারিকেড ভাঙছে মিছিলের কর্মীসমর্থকরা ৷
13:41 December 07
- বিজেপি যুবমোর্চার উত্তরকন্যা অভিযান । রয়েছেন কৈলাশ বিজয়বর্গীয় থেকে শুরু করে রাজ্য বিজেপির নেতৃত্বরা ।
- মিছিল আটকাতে সক্রিয় পুলিশ প্রশাসন । অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ।
- মিছিল শুরু হতেই জলকামান চালায় পুলিশ । ফাটানো হচ্ছে কাঁদানে গ্যাসের সেল । ধুন্ধুমার উত্তরবঙ্গ ।
Last Updated : Dec 7, 2020, 4:50 PM IST