ETV Bharat / state

উত্তরবঙ্গকে পৃথক রাজ্য বা স্বায়ত্তশাসিত অঞ্চলের দাবি একাধিক বিজেপি বিধায়কের

author img

By

Published : Jun 23, 2021, 12:32 PM IST

মঙ্গলবার রাতেই উত্তরবঙ্গের এক ঝাঁক বিজেপি বিধায়ক কলকাতার উদ্দেশে রওনা দিয়েছেন । দলীয় সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গকে আলাদা রাজ্য অথবা স্বায়ত্তশাসিত অঞ্চলের ইস্যুতেই আলোচনা করতে তড়িঘড়ি তলব করে ডেকে পাঠানো হয়েছে ।

উত্তরবঙ্গকে পৃথক রাজ্য বা স্বায়ত্তশাসিত অঞ্চলের দাবিতে একাধিক বিজেপি বিধায়করা
উত্তরবঙ্গকে পৃথক রাজ্য বা স্বায়ত্তশাসিত অঞ্চলের দাবিতে একাধিক বিজেপি বিধায়করা

শিলিগুড়ি, 23 জুন : কেউ সরাসরি বলছেন ৷ আবার কেউ ঘুরিয়ে ফিরিয়ে নানা কথা বলে বুঝিয়ে দিচ্ছেন পৃথক রাজ্য, স্বায়ত্তশাসিত অঞ্চল হোক উত্তরবঙ্গ । মঙ্গলবার রাতেই উত্তরবঙ্গের এক ঝাঁক বিজেপি বিধায়ক উত্তরবঙ্গকে আলাদা রাজ্য কিংবা স্বায়ত্তশাসিত অঞ্চল করার দাবিতে কলকাতার উদ্দেশে রওনা দিয়েছেন । বিধানসভা নির্বাচনে পরাজয় হলেও এখন গেরুয়া শিবিরের লক্ষ্য 2024-এর লোকসভা নির্বাচন । রাজনীতির কারবারিরা বলছেন, ফলে রাজ্য সরকারকে কিভাবে চাপে রাখা যায় এখন সেই পরিকল্পনা করেছে গেরুয়া শিবিরের কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্ব ।

দলীয় সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গকে আলাদা রাজ্য অথবা স্বায়ত্তশাসিত অঞ্চলের ইস্যুতেই আলোচনা করতে তড়িঘড়ি তলব করে ডাকা হয়েছে উত্তরবঙ্গের একাধিক বিজেপি বিধায়ককে । কেউ সরাসরি উত্তরবঙ্গে আলাদা রাজ্য অথবা স্বায়ত্তশাসিত অঞ্চল করার দাবিকে সমর্থন জানালেন ৷ আবার কেউ পরোক্ষভাবে ।

এদিন রাতেই নিউ জলপাইগুড়ি রেল স্টেশন থেকে কলকাতার উদ্দেশে রওনা দেন একাধিক বিজেপি বিধায়ক । স্টেশনে দেখা যায় ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চট্টোপাধ্যায়, শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ, কার্শিয়াংয়ের বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা, দার্জিলিংয়ের বিধায়ক নিরজ জিম্বা এবং ফাঁসিদেওয়ার বিধায়ক দুর্গা মুর্মুকে ।

আরও পড়ুন...শিলিগুড়িতে জন বারলা ও সৌমিত্র খাঁর কুশপুতুল দাহ যুব তৃণমূলের

ফাঁসিদেওয়ার বিধায়ক দুর্গা মুর্মু বলেন, " উত্তরবঙ্গ প্রথম থেকেই সমস্ত সুবিধা থেকে বঞ্চিত । আমরা চাই উত্তরবঙ্গ ও পশ্চিমবঙ্গ দুটি পৃথক রাজ্য হোক । উত্তরবঙ্গকে যে আলাদা রাজ্য করার দাবি উঠেছে সেটাকে সমর্থন করছি ।"

ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চট্টোপাধ্যায় বলেন, " দক্ষিণবঙ্গের তুলনায় উন্নয়ন হোক বা পরিষেবা সব কিছুতেই পিছিয়ে রয়েছে উত্তরবঙ্গ, আর এই দাবি উত্তরবঙ্গবাসীদের । স্বায়ত্তশাসিত অঞ্চল হলে ক্ষতির তো কিছু নেই ।"

দার্জিলিংয়ের বিধায়ক নিরজ জিম্বা বললেন, "দক্ষিণবঙ্গে অনেক উন্নয়ন হয়েছে সেখানে উত্তরবঙ্গে কিছুই হয়নি । সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক দিক থেকে আমরা, উত্তরবঙ্গবাসী সবদিক থেকে পিছিয়ে ।"

উত্তরবঙ্গকে পৃথক রাজ্য বা স্বায়ত্তশাসিত অঞ্চলের দাবিতে একাধিক বিজেপি বিধায়করা

তবে এই দুজনের থেকে কিছুটা আলাদা মন্তব্য রেখেছেন বাকি দুই বিধায়ক ।

আরও পড়ুন...Indranil Sen: পর্যটনের হাল ফেরাতে উত্তরবঙ্গ পরিদর্শনে মন্ত্রী ইন্দ্রনীল সেন

কার্শিয়াংয়ের বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা জানালেন, " আমরা প্রথম থেকেই বিজেপির কাছে পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধান এবং এগারোটি জনজাতিকে ষষ্ঠ তফসিলি জাতির অন্তর্ভুক্ত করার দাবি রেখেছিলাম । আর এখন যে পৃথক রাজ্যের দাবি উঠেছে সেটা মানুষের চাপে । তবে সমস্ত সমস্যার সমাধান সংবিধানে রয়েছে । স্থায়ী রাজনৈতিক সমাধান যেইরূপেই আসুক না কেন আমরা তাকে স্বাগত জানাব ।"

আবার শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষের দাবি, " উত্তরবঙ্গকে বঞ্চনার কারণে আজকে পৃথক রাজ্যের দাবি উঠেছে। এই বিষয়ে নেতৃত্বরা এখনও পর্যন্ত কোনও আলোচনা করেননি । ফলে সেই বিষয়ে এখন কোনও মন্তব্য করব না । তবে উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গের যে পার্থক্য রয়েছে সেটা দীর্ঘদিনের ।"

শিলিগুড়ি, 23 জুন : কেউ সরাসরি বলছেন ৷ আবার কেউ ঘুরিয়ে ফিরিয়ে নানা কথা বলে বুঝিয়ে দিচ্ছেন পৃথক রাজ্য, স্বায়ত্তশাসিত অঞ্চল হোক উত্তরবঙ্গ । মঙ্গলবার রাতেই উত্তরবঙ্গের এক ঝাঁক বিজেপি বিধায়ক উত্তরবঙ্গকে আলাদা রাজ্য কিংবা স্বায়ত্তশাসিত অঞ্চল করার দাবিতে কলকাতার উদ্দেশে রওনা দিয়েছেন । বিধানসভা নির্বাচনে পরাজয় হলেও এখন গেরুয়া শিবিরের লক্ষ্য 2024-এর লোকসভা নির্বাচন । রাজনীতির কারবারিরা বলছেন, ফলে রাজ্য সরকারকে কিভাবে চাপে রাখা যায় এখন সেই পরিকল্পনা করেছে গেরুয়া শিবিরের কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্ব ।

দলীয় সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গকে আলাদা রাজ্য অথবা স্বায়ত্তশাসিত অঞ্চলের ইস্যুতেই আলোচনা করতে তড়িঘড়ি তলব করে ডাকা হয়েছে উত্তরবঙ্গের একাধিক বিজেপি বিধায়ককে । কেউ সরাসরি উত্তরবঙ্গে আলাদা রাজ্য অথবা স্বায়ত্তশাসিত অঞ্চল করার দাবিকে সমর্থন জানালেন ৷ আবার কেউ পরোক্ষভাবে ।

এদিন রাতেই নিউ জলপাইগুড়ি রেল স্টেশন থেকে কলকাতার উদ্দেশে রওনা দেন একাধিক বিজেপি বিধায়ক । স্টেশনে দেখা যায় ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চট্টোপাধ্যায়, শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ, কার্শিয়াংয়ের বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা, দার্জিলিংয়ের বিধায়ক নিরজ জিম্বা এবং ফাঁসিদেওয়ার বিধায়ক দুর্গা মুর্মুকে ।

আরও পড়ুন...শিলিগুড়িতে জন বারলা ও সৌমিত্র খাঁর কুশপুতুল দাহ যুব তৃণমূলের

ফাঁসিদেওয়ার বিধায়ক দুর্গা মুর্মু বলেন, " উত্তরবঙ্গ প্রথম থেকেই সমস্ত সুবিধা থেকে বঞ্চিত । আমরা চাই উত্তরবঙ্গ ও পশ্চিমবঙ্গ দুটি পৃথক রাজ্য হোক । উত্তরবঙ্গকে যে আলাদা রাজ্য করার দাবি উঠেছে সেটাকে সমর্থন করছি ।"

ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চট্টোপাধ্যায় বলেন, " দক্ষিণবঙ্গের তুলনায় উন্নয়ন হোক বা পরিষেবা সব কিছুতেই পিছিয়ে রয়েছে উত্তরবঙ্গ, আর এই দাবি উত্তরবঙ্গবাসীদের । স্বায়ত্তশাসিত অঞ্চল হলে ক্ষতির তো কিছু নেই ।"

দার্জিলিংয়ের বিধায়ক নিরজ জিম্বা বললেন, "দক্ষিণবঙ্গে অনেক উন্নয়ন হয়েছে সেখানে উত্তরবঙ্গে কিছুই হয়নি । সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক দিক থেকে আমরা, উত্তরবঙ্গবাসী সবদিক থেকে পিছিয়ে ।"

উত্তরবঙ্গকে পৃথক রাজ্য বা স্বায়ত্তশাসিত অঞ্চলের দাবিতে একাধিক বিজেপি বিধায়করা

তবে এই দুজনের থেকে কিছুটা আলাদা মন্তব্য রেখেছেন বাকি দুই বিধায়ক ।

আরও পড়ুন...Indranil Sen: পর্যটনের হাল ফেরাতে উত্তরবঙ্গ পরিদর্শনে মন্ত্রী ইন্দ্রনীল সেন

কার্শিয়াংয়ের বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা জানালেন, " আমরা প্রথম থেকেই বিজেপির কাছে পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধান এবং এগারোটি জনজাতিকে ষষ্ঠ তফসিলি জাতির অন্তর্ভুক্ত করার দাবি রেখেছিলাম । আর এখন যে পৃথক রাজ্যের দাবি উঠেছে সেটা মানুষের চাপে । তবে সমস্ত সমস্যার সমাধান সংবিধানে রয়েছে । স্থায়ী রাজনৈতিক সমাধান যেইরূপেই আসুক না কেন আমরা তাকে স্বাগত জানাব ।"

আবার শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষের দাবি, " উত্তরবঙ্গকে বঞ্চনার কারণে আজকে পৃথক রাজ্যের দাবি উঠেছে। এই বিষয়ে নেতৃত্বরা এখনও পর্যন্ত কোনও আলোচনা করেননি । ফলে সেই বিষয়ে এখন কোনও মন্তব্য করব না । তবে উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গের যে পার্থক্য রয়েছে সেটা দীর্ঘদিনের ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.